Top 5 Two-Wheeler Brands: মোটরসাইকেল বা স্কুটার, সবেতেই দাপট এই পাঁচ সংস্থার, রইল লিস্ট

২০২৩-এর ফেব্রুয়ারিতে ভারতে বাজারে যাত্রীবাহী গাড়ি থেকে টু-হুইলার – প্রায় সব মডেলের বিক্রিই বৃদ্ধি পেয়েছে। কিন্তু...
SUMAN 13 March 2023 8:28 PM IST

২০২৩-এর ফেব্রুয়ারিতে ভারতে বাজারে যাত্রীবাহী গাড়ি থেকে টু-হুইলার – প্রায় সব মডেলের বিক্রিই বৃদ্ধি পেয়েছে। কিন্তু টু-হুইলারের বিক্রি দেশের গাড়ি শিল্পের জন্য বরাবর মেরুদন্ডের ভূমিকা পালন করে এসেছে। কারণ এর দাম যেমন কম আবার অল্প জায়গা দিয়ে প্রকৃতির সতেজ বাতাস গায়ে লাগিয়ে দীর্ঘ পথ পাড়ি দেওয়া যায়। গত মাসে ভারতে ১১,৯৯,৬৬১ ইউনিট স্কুটার ও মোটরসাইকেল বিক্রি হয়েছে। যেখানে আগের বছর ওইক্ষসময়ে বেচাকেনার পরিমাণ ছিল ১০,৫০,০৭৯ ইউনিট। এই প্রতিবেদনে এবছর ফেব্রুয়ারিতে সর্বাধিক টু-হুইলার বিক্রয়কারী প্রথম পাঁচটি সংস্থা সম্পর্কে আলোচনা করা হল।

Royal Enfield

তালিকার পঞ্চম স্থানে রয়েছে দেশের অন্যতম রেট্রো বাইক নির্মাতা রয়্যাল এনফিল্ড। এদের সম্ভারে কোনো স্কুটার নেই। আবার ৩৫০ সিসির কম ক্ষমতার ইঞ্জিনের কোন মোটরসাইকেল তৈরি করে না সংস্থাটি। তা সত্বেও গত মাসে ভারতে ৬৪,৪৩৬টি বাইক বেচেছে তারা। ২০২২-এর ওই সময় বিক্রি হয়েছিল ৫২,১৩৫ ইউনিট।

Bajaj

চতুর্থ স্থানে রয়েছে দেশীয় টু-হুইলার নির্মাতা বাজাজ। গত মাসে সংস্থাটি দেশে মোট ১,১৮,০৩৯ ক্রেতার হদিশ পেয়েছে। আগের বছর একই সময় বিক্রি হয়েছিল ৯৬,৫২৩ ইউনিট। সম্প্রতি লঞ্চ হওয়া নতুন ও আপডেটেড মডেলগুলি বাজাজের বিক্রি বাড়াতে সাহায্য করেছে, যার মধ্যে অন্যতম পালসার সিরিজ।

TVS

Bajaj-কে টেক্কা দিয়ে তালিকার তৃতীয় স্থান দখল করেছে টিভিএস। বর্তমানে তাদের পোর্টফোলিও-তে রয়েছে একাধিক স্কুটার, কমিউটার এবং রেসিং বাইক বাইক। এদের মধ্যে Apache ও Ntorp প্রতি মাসেই বিক্রিতে চমক দেখায়। ফেব্রুয়ারি মাসে ভারতের বাজারে ২,২১,৪০২ ইউনিট টু-হুইলার বিক্রি করেছে সংস্থাটি। যেখানে এক বছর আগে ওই সময়ে বিক্রি হয়েছিল ১,৭৩,১৯৮টি মডেল।

Honda

বরাবরের মতো তালিকার দ্বিতীয় স্থানের দখলদার জাপানি টু-হুইলার ব্র্যান্ড হোন্ডা। ফেব্রুয়ারিতে সংস্থাটি মোট ২,২৭,০৮৪ ক্রেতার হাতে টু-হুইলারের চাবি তুলে দিতে পেরেছে। সংস্থাটির ঝুলিতে স্কুটার, কমিউটার মোটরসাইকেল এবং হাই-এন্ড স্পোর্টস বাইক বর্তমান। আগের বছরের ফেব্রুয়ারির তুলনায় গত মাসের বিক্রিতে ২০.৫ শতাংশ অগ্রগতি দেখা গেছে।

Hero MotoCorp

দেশের বৃহত্তম সংস্থা হিসেবে নিজের স্থান বরাবর ধরে রাখে হিরো মোটোকর্প। আগের মাসে ভারতে সংস্থাটি মোট ৩,৮২,৩১৭ ইউনিট মোটরসাইকেল ও স্কুটার বিক্রি করেছে। আগের বছর ওই সময়ে সংখ্যাটি ছিল ৩,১৩,৪৬২ ইউনিট।

Show Full Article
Next Story