Honda-কে পরাজিত করে ফের ভারত সেরা Hero, যে পাঁচটি বাইক খেলা ঘুরিয়ে দিল

বরাবরই প্রতি মাসে হিরো মোটোকর্প (Hero MotoCorp)-এর টু-হুইলার সবচেয়ে বেশি মানুষ বেছে নেন। মাঝে এক মাস তার উল্টোটা হলেও অক্টোবরে পুরনো ফর্মে ফিরে এসেছে হিরো।…

বরাবরই প্রতি মাসে হিরো মোটোকর্প (Hero MotoCorp)-এর টু-হুইলার সবচেয়ে বেশি মানুষ বেছে নেন। মাঝে এক মাস তার উল্টোটা হলেও অক্টোবরে পুরনো ফর্মে ফিরে এসেছে হিরো। গত মাসে ভারতের বাজারে ২,৬১,৭২১ ইউনিট মোটরসাইকেল ও স্কুটার বিক্রি করে হোন্ডার কাছ থেকে পুনরায় দেশের সর্বাধিক বিক্রিত সেলিং টু-হুইলার ব্র্যান্ডের তকমা কেড়ে নিয়েছে সংস্থাটি।

সংস্থার বেস্ট সেলিং মোটরসাইকেলের তালিকায় প্রথমেই Splendor, যার মোট বেচাকেনার অঙ্ক ছিল ২,৩৩,৩২১ ইউনিট। গত বছর অক্টোবর থেকে ৯,৬৭১টি কম। দ্বিতীয় স্থানে রয়েছে HF Deluxe। গত মাসে ওই মোটরসাইকেলের চাবি পৌঁছে গিয়েছে মোট ৭৮,০৭৬ নতুন গ্রাহকের কাছে। তবে আগের বছরের একই সময়ে বাইকটির বিক্রি হয়েছিল ১,৬৪,৩১১ ইউনিট। ফলে বোঝাই যাচ্ছে এক বছরের ব্যবধানে বিক্রিতে কতটা পতন ঘটেছে।

তিন নম্বর স্থানে Passion। এটি বিক্রি হয়েছে ৩১,৯৬৪ ইউনিট। আর কোম্পানির পোর্টফোলিওতে এ বছর অক্টোবরে চতুর্থ সর্বাধিক বিক্রিত মডেল হল ১২৫ সিসির Splendor। যার ২৮,৪০০ ইউনিট বিক্রি হয়েছে। সবশেষে হিরোর টপ সেলিং তালিকার পঞ্চম স্থানের দখলদার Glamour। অক্টোবরে বাইকটি মোট ২৮,৩৩৫ জন নতুন গ্রাহকের গ্যারেজে ঠাঁই পেয়েছে।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে মাসে হিরো মোটোকর্পকে পরাজিত করেছিল তাদের দীর্ঘদিনের সঙ্গী হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া বা এইচএমএসআই (HMSI)। ভারত সরকারের বাহন পোর্টাল অনুযায়ী পুরো দেশ জুড়ে ২.৮৫ লাখের বেশি টু-হুইলার নথিভুক্ত হয়েছিল হোন্ডার। যেখানে হিরো বিক্রি করেছিল ২.৫১ লক্ষ ইউনিট।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *