অ্যানালগ হাতঘড়িকে বিদায় জানিয়ে আজই কিনুন এই স্মার্টওয়াচগুলি, দাম ৫০০ টাকার চেয়েও কম
স্মার্টওয়াচ এখন আধুনিক জীবনের এক গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। অধিকাংশ মানুষ (বিশেষ করে তরুণ প্রজন্মের একাংশ)...স্মার্টওয়াচ এখন আধুনিক জীবনের এক গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। অধিকাংশ মানুষ (বিশেষ করে তরুণ প্রজন্মের একাংশ) চিরাচরিত অ্যানালগ হাতঘড়ির বদলে বিভিন্ন ধরণের ডিজিটাল ওয়াচ বেছে নিচ্ছেন। সেক্ষেত্রে যদি আপনিও হালফিলে আপনি একটি স্মার্টওয়াচ কিনতে চান, কিন্তু আপনার বাজেট হয় ৫০০ টাকা তাহলেও চিন্তার কোনো ব্যাপার নেই! কারণ আজ আমরা এমন কয়েকটি সাশ্রয়ী এবং স্টাইলিশ স্মার্টওয়াচের সন্ধান নিয়ে এসেছি যাতে আপনারা সেরা ফিচার এবং ডিজাইন পাবেন। আসুন দেরি না করে ঝটপট এই ঘড়িগুলির ব্যাপারে জেনে নিই…
৫০০ টাকার কমে মিলবে এই স্মার্টওয়াচগুলি
Yestha ID-116 Plus Bluetooth Smart Fitness Band Watch: এই ফিটনেস ব্যান্ড ঘড়িটি পুরুষ এবং মহিলা উভয়েই ব্যবহার করতে পারেন। এটি একটি সক্রিয় হার্ট রেট অ্যাক্টিভিটি ট্র্যাকারের সাথে আসে। অন্যদিকে এতে দেওয়া হচ্ছে ওয়াটারপ্রুফ প্রযুক্তি। এছাড়া ক্রেতারা এতে OLED টাচ স্ক্রিন দেখতে পাবেন। অ্যামাজনে এর দাম পড়বে ৪৯৯ টাকা।
Waterproof D20 Touchscreen Smart Watch Bluetooth Smartwatch: এটি টাচ স্ক্রিনযুক্ত স্মার্টওয়াচ যাতে ব্লুটুথ কানেকশন মিলবে। এছাড়াও এতে থাকবে প্রিমিয়াম ডিজাইন এবং অন্যান্য যাবতীয় স্মার্ট ফাংশন। অ্যামাজনে এই স্মার্টওয়াচের দাম ৪৬০.৫৫ টাকা।
Sakit ID116 Intelligence Bluetooth Wrist Watch: এটি লেটেস্ট স্মার্টওয়াচ যা ১.১ ইঞ্চি AMOLED টাচ স্ক্রিনসহ আসে। এই ঘড়িটিতে 5ATM ওয়াটার রেজিস্ট্যান্ট প্রযুক্তিও দেওয়া হয়েছে। সাথে রয়েছে কল, মেসেজ এবং সোশ্যাল মিডিয়া নোটিফিকেশনের কন্ট্রোলের ফাংশন দেওয়া হয়েছে। ইউজাররা এটিকে ল্যাপটপ এবং স্মার্টফোনের সাথে সংযোগ করতে পারেন। এর দাম ৩৯৯ টাকা এবং এটিকেও অ্যামাজন থেকে কেনা যাবে।
ID116 Plus Smart Bracelet Fitness Tracker Color Screen Smartwatch: এটি অত্যন্ত স্টাইলিশ এবং মার্জিত চেহারার আধুনিক ঘড়ি। এতে ক্রেতারা হেল্থ ট্র্যাকিং ফিচারের (যেমন হার্ট রেট এবং স্লিপ মনিটর) সাথে ফিটনেস মনিটরিংয়ের সুবিধা পাবেন। সাথে থাকবে অনেক স্মার্ট ফিচারও। এই স্মার্টওয়াচটি অ্যামাজন ইন্ডিয়া (Amazon India) থেকে ৩৮৫ টাকার বিনিময়ে কেনা যাবে।
SHREE NOVA® ID116 Plus Bluetooth Fitness Smart Watch: এই ব্লুটুথ ফিটনেস স্মার্টওয়াচটি অনেকগুলি হেল্থ এবং ফিটনেস ট্র্যাকার ফিচার diye সজ্জিত। আবার এর ডিজাইন বেশ মসৃণ, যেখানে ওজন খুব হালকা। ইউজাররা প্রায় সব অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসের সাথে এটিকে সংযোগ করতে পারেন। সেক্ষেত্রে এটিকে অ্যামাজন থেকে খরিদ করতে ৩৭০ টাকা দাম লাগবে।