হোলির মতো আপনার প্রতিদিনকার জীবনকে করে তুলবে রঙিন, সস্তা বাইক-স্কুটারেও এখন কালারফুল স্ক্রিন

আধুনিক স্মার্টফোনের দুনিয়ায় যেমন আজকাল অ্যামোলেড ডিসপ্লের রমরমা সর্বত্র তেমনই বাইক কিংবা মোটরসাইকেলে ডিজিটাল...
techgup 8 March 2023 7:43 PM IST

আধুনিক স্মার্টফোনের দুনিয়ায় যেমন আজকাল অ্যামোলেড ডিসপ্লের রমরমা সর্বত্র তেমনই বাইক কিংবা মোটরসাইকেলে ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোলে টিএফটি ডিসপ্লের ব্যবহার বাস্তবিক ক্ষেত্রেই বেশ যুগান্তকারী। গতকাল ও আজ এই দুই দিন ধরে সমগ্র দেশব্যাপী চলা রঙের উৎসবের সাথে সাজুজ্য রেখে আপনার দুই চাকার ডিসপ্লেতে এমন রংয়ের বাহার দেখতে কে না ভালোবাসে! সেই কারণেই বর্তমানে অন্যান্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলির মতোই ডিজিটাল কনসোল হিসাবে কালারফুল টিএফটি ডিসপ্লে এক বিশেষ বৈশিষ্ট্য বহন করে। এই প্রতিবেদনে টিএফটি ডিসপ্লে সমৃদ্ধ সবচেয়ে সাশ্রয়ী মূল্যের টু-হুইলারের সন্ধান রইল।

TVS iQube (৯৯,১৩০ টাকা)

টিএফটি ডিসপ্লের ব্যবহারে বরাবরই বেশ এগিয়ে দেশীয় সংস্থা টিভিএস। তাদের ব্যাটারি চালিত স্কুটার আইকিউব মডেলে রয়েছে এমন রঙিন ডিসপ্লে।াবেস মডেল হওয়া সত্বেও আপনি পাবেন জিও ফেন্সিং, জিপিএস নেভিগেশন এবং চার্জিং স্ট্যাটাস দেখার সুযোগ। যেহেতু এটি একটি বৈদ্যুতিক স্কুটার তাই এর প্রতিদিনের ব্যবহারের খরচ যথেষ্ট কম।

TVS Raider (৯৯,৯৯০ টাকা)

আপনি যদি এমন আকর্ষণীয় ফিচার যুক্ত মোটরবাইক পছন্দ করেন সেক্ষেত্রে আপনার চাহিদা পূরণ করবে SmartXonnect প্রযুক্তির টিভিএস রাইডার। ১২৫ সিসির এই বাইকটির টপ ভার্সনে মিলবে ৫ ইঞ্চির একটি টিএফটি ডিসপ্লে, যেখানে টার্ন-বাই-টার্ন নেভিগেশন (নিকটবর্তী ফুয়েল স্টেশন), লো ফুয়েল অ্যালার্ট, ওয়েদার আপডেট, মিউজিক কন্ট্রোল, কল/মেসেজ নোটিফিকেশন, ক্রিকেট এবং নিউজ আপডেট সবকিছুই দেখা সম্ভব।

TVS NTorq 125 XT (১,০৫,৯৯১ টাকা)

আগেই বলেছি টিএফটি ডিসপ্লে ব্যবহারে অনেকটাই এগিয়ে TVS। এই সংস্থার তৈরি জনপ্রিয় এই ১২৫ সিসির স্পোর্টি স্কুটারটির টপ মডেলে একটি টিএফটি ডিসপ্লে ও এলসিডি কনসোল দেওয়া হয়েছে যা ব্লুটুথ সম্বলিত। মোবাইল ফোনের সঙ্গে কানেক্ট অবস্থায় বিভিন্ন ধরনের কল ও মেসেজ অ্যালার্ট পাওয়ার পাশাপাশি শপিং, ফুড ডেলিভারি, সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন, এমনকি ভয়েস কমান্ড দেওয়ার মতো অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনা মিলবে এখানে।

Ola S1 (১,০৯,৯৯৯ টাকা)

যে সকল ব্যক্তি বিভিন্ন ধরনের আধুনিক ফিচার্স ব্যবহার করতে ভালবাসেন তাদের জন্য Ola S1 আদর্শ। ওলা ইলেকট্রিকের তৈরি এই ই-স্কুটারে থাকা টিএফটি ডিসপ্লের দৌলতে মোবাইল ফোন সংযুক্ত করে আপনি মিউজিক কন্ট্রোল এমনকি গান চালিয়ে শুনতে পারবেন। উপরন্তু এই স্কুটারে এক আলাদা ধরনের UI থিমের উপর নির্ভর করে নেভিগেশন সিস্টেম সহ সম্পূর্ণ চাবি ছাড়া স্কুটার চালানোর অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। এমনকি বৈদ্যুতিক স্কুটার হিসেবে আকর্ষণীয় রাইডিং রেঞ্জ এবং পর্যাপ্ত উচ্চগতি সবকিছুর অভিজ্ঞতা অর্জন করবেন এখানে।

Ather 450 Plus (১,৪৮,৬০৯ টাকা)

এথার এনার্জির তৈরি ইলেকট্রিক স্কুটারটির এই বেস ভার্সনে ৭ ইঞ্চির একটি টিএফটি ডিসপ্লে সমৃদ্ধ ইন্সট্রুমেন্ট কনসোল যুক্ত করা রয়েছে। আধুনিক বৈশিষ্ট্যের বলে বলিয়ান এই স্কুটারে কল এবং এসএমএস এলার্ট, নেভিগেশন সিস্টেম সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য দেখা যাবে ওই ডিসপ্লেতে। তার পাশাপাশি ফিউচারিস্টিক ডিজাইন এবং উপযুক্ত পারফরমেন্স সব দিক থেকেই যথেষ্ট গ্রহণযোগ্য এথারের তৈরি এই স্কুটার।

Show Full Article
Next Story