জনপ্রিয় না হলেও কোনও অংশে কম নয়, TVS, Yamaha, Suzuki-র এই বাইকগুলি সবচেয়ে আন্ডাররেটেড

Pulsar থেকে শুরু করে Duke কিংবা R15, এই বাইকগুলির নাম প্রায় প্রত্যেক দেশবাসীর মুখেই শুনতে পাওয়া যায়। জনপ্রিয়তার দিক থেকে আকাশ ছোঁয়া এগুলি। কিন্তু ভারতের…

Pulsar থেকে শুরু করে Duke কিংবা R15, এই বাইকগুলির নাম প্রায় প্রত্যেক দেশবাসীর মুখেই শুনতে পাওয়া যায়। জনপ্রিয়তার দিক থেকে আকাশ ছোঁয়া এগুলি। কিন্তু ভারতের বাজারে এমন অনেক বাইক রয়েছে যেগুলির পারফরম্যান্স কিংবা ডিজাইন সবকিছুই আকর্ষক হলেও সেই অর্থে জনগণের মনে দাগ কাটতে পারেনি তারা। আজকের প্রতিবেদনে ২ লাখ টাকা দামের মধ্যে (একটি ছাড়া) এমনই ৫ আন্ডাররেটেড বাইকের তালিকা রইল।

Yamaha FZ25 (১.৪৯ লাখ এক্স শোরুম)

জাপানি বাইক নির্মাতা ইয়ামাহার তৈরি FZ সিরিজের বাইকগুলিকে “রাস্তার ভগবান” বা লর্ড অফ দ্য স্ট্রিট বলা হয়ে থাকে। বাইকটিতে রয়েছে ২৪৯ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যা থেকে ২০.৫১ বিএইচপি এবং ২০.১ এনএম টর্ক উৎপাদিত হয়। এছাড়াও এতে এলইডি ডিআরএল সহ ক্লাস ডি বাই ফাঙ্কশনাল এলইডি হেডলাইট, মাল্টি ফাংশনাল নেগেটিভ এলসিডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ডুয়েল চ্যানেল এবিএস দেওয়া হয়েছে। যদিও ব্লুটুথ কানেক্টিভিটি অনুপস্থিত।

KTM RC125 (১,৮৮,৬৪০ টাকা এক্স শোরুম)

আজকের তালিকায় KTM RC125 সবচেয়ে কম শক্তিশালী বাইক হলেও এদেশের মাটিতে বিক্রি হওয়া ১২৫ সিসির সবচেয়ে শক্তিশালী ইঞ্জিন ব্যবহৃত হয়েছে এতে। ৯২৫০ আরপিএম গতিতে ১৪.৩ বিএইচপি এবং ৮০০০ আরপিএম গতিতে ১২ এনএম টর্ক উৎপন্ন হয় এই ইঞ্জিন থেকে। মোটোজিপি থেকে উৎসাহিত হয়ে তৈরি এর সম্পূর্ণ বডিওয়ার্ক। এছাড়াও বেশ কিছু সেগমেন্ট ফার্স্ট ফিচার যেমন সুপার মোটো এবিএস, ইন্টিগ্রেটেড ব্লিংকার সহ পাইলট ল্যাম্প এবং এলসিডি ড্যাস ডিসপ্লে দেখতে পাওয়া যায় এই বাইকে।

TVS Apache RTR200 4V (১,৪০,৯২০ টাকা, এক্স শোরুম)

বিগত বেশ কিছু বছর ধরেই ভারতবাসীর কাছে বিশ্বস্ত বিভিন্ন বাইক উপহার দিয়েছে TVS এর অ্যাপাচি সিরিজ। এই সিরিজের আকর্ষণীয় বাইক RTR200 4V তে ব্যবহৃত হয়েছে ১৯৭.৭৫ সিসির সিঙ্গেল সিলিন্ডার যুক্ত ইঞ্জিন। এতে রয়েছে স্পোর্টস, আরবান এবং রেইন এই তিন ধরনের রাইডিং মোড। স্পোর্টস মোডে এর ইঞ্জিন থেকে উৎপাদিত পাওয়ার ও টর্ক যথাক্রমে ২০.৫৩ বিএইচপি এবং ১৭.২৫ এনএম। এর পাশাপাশি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, SmartXonnect কানেক্টিভিটি, লিন এঙ্গেল মোড, ডুয়েল চ্যানেল এবিএস পাওয়া যায় এই বাইকে।

Suzuki SF 250 (১.৯৫ লাখ টাকা, এক্স শোরুম)

২ লাখ টাকার মধ্যে আরো একটি কম জনপ্রিয় বাইক হল Suzuki SF 250। এতে চালিকাশক্তি যোগায় ওয়েল কুলিং সিস্টেম যুক্ত ২৪৯ সিসির শক্তিশালী ইঞ্জিন যা থেকে ২৬.১৩ বিএইচপি এবং ৭৩০০ আরপিএম গতিতে ২২.২ এনএম টর্ক উৎপন্ন হয়। ইঞ্জিনের সঙ্গে রয়েছে ছয় ধাপ যুক্ত ম্যানুয়াল গিয়ার বক্স। এর ফুল ফেয়ারিং যুক্ত ডিজাইন যথেষ্ট প্রশংসার দাবি রাখে।

BMW G310 GS (৩.২০ লাখ টাকা, এক্স শোরুম)

আজকের এই তালিকায় সবচেয়ে দামি এবং অ্যাডভেঞ্চার বাইক হল BMW G310 GS। এতে চালিকাশক্তি যোগায় ৩১৩ সিসির সিঙ্গেল সিলিন্ডার যুক্ত ইঞ্জিন যা Apache RR310 তে ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিনটি ৩৪ বিএইচপি এবং ২৮ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। BMW এর এই বাইকটি অ্যাডভেঞ্চার সেগমেন্টে সামর্থ্যবান হলেও অত্যাধিক মূল্যের কারণে ভারতবর্ষের অধিকাংশ বাইকপ্রেমী মুখ ফিরিয়ে নিয়েছে।