Top 5 Bikes in 2022: চলতি বছর বাজারে সাড়া ফেলে দেওয়া সেরা পাঁচ মোটরসাইকেল
২০২২-২৩ এর সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে রয়েছি। বছর শেষ হতে আর দিন দশকের অপেক্ষা। এদিকে এবছর লঞ্চ হয়েছে একাধিক আকর্ষণীয়...২০২২-২৩ এর সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে রয়েছি। বছর শেষ হতে আর দিন দশকের অপেক্ষা। এদিকে এবছর লঞ্চ হয়েছে একাধিক আকর্ষণীয় মোটরবাইক। ধার ও ভার – দু’দিক থেকেই এগুলি অনেকটা এগিয়ে। তাদের মধ্যে সেরা পাঁচটি মডেল সম্পর্কে এই প্রতিবেদনে আলোকপাত করা হল।
Bajaj Pulsar P150
সম্প্রতি বাজাজ তাদের পালসার পরিবারে নতুন সদস্য P150 লঞ্চ করেছে। এতে দেওয়া হয়েছে একটি ব্র্যান্ড নিউ ইঞ্জিন। N160-র থেকে Pulsar P150-এর চ্যাসিসটি ধার করা হয়েছে। মজার বিষয় হল বাজার চলতি পালসার ১৫০-এর চাইতে P150-এর ওজন ১০ কেজি কম।
KTM RC 390
চলতি বছরেই ভারতের বাজারে পা রেখেছে উচ্চ পারফর্ম্যান্স বিশিষ্ট মোটরসাইকেল KTM RC 390। তবে সম্প্রতি এর দাম বাড়িয়েছে বাজাজের অধীনস্থ সংস্থা। আপডেটেড মডেলটির ফিচারের তালিকায় রয়েছে ব্লুটুথ যুক্ত টিএফটি স্ক্রিন, ট্রাকশন কন্ট্রোল, কর্নারিং এবিএস, এলইডি লাইটিং ও আরও অন্যান্য বৈশিষ্ট্য। আগের মডেলের ইঞ্জিন সহ হাজির হলেও এতে রয়েছে একটি নতুন বৃহত্তর এয়ার বক্স।
Ducati DesertX
অবশেষে ২০২২ এ ডুকাটি ভারতে তাদের বহু প্রতীক্ষিত মোটরসাইকেল DesertX লঞ্চ করেছে। এতে অ্যাডভেঞ্চার টুরার এবং অফ-রোড – উভয় গোত্রের স্বাদ পাওয়া যায়। এতে রয়েছে ছয়টি রাইডিং মোড, চারটি পাওয়ার মোড, কুইক শিফ্টার, হইলি কন্ট্রোল, ক্রুজ কন্ট্রোল, ইঞ্জিন ব্রেক কন্ট্রোল এবং কর্নারিং এবিএস। বাইকটি একটি ৯৩৭ সিসি লিকুইড কুল্ড এল-টুইন ইঞ্জিনে ছোটে। যা থেকে ১১০ বিএইচপি শক্তি এবং ৯২ এনএম টর্ক উৎপন্ন হয়।
Royal Enfield Hunter 350
প্রতিপক্ষদের চমকে দিয়ে এ বছর রয়্যাল এনফিল্ড ভারতের বাজারে লঞ্চ করেছিল Hunter 350। রোডস্টার মোটরসাইকেলটি সংস্থার দ্বিতীয় সর্বাধিক সাশ্রয়ী মডেল হিসেবে লঞ্চ হয়েছে। এটি নতুন Classic 350 ও Meteor 350-এর মতো J সিরিজ ইঞ্জিন সমেত এসেছে। সংস্থার প্রথম মডেল হিসেবে ১৭ ইঞ্চির হুইল দেওয়া হয়েছে এতে।
Ultraviolette F77
টানা ছ’বছর পরীক্ষা নিরীক্ষার পর অবশেষে গত মাসে আলট্রাভায়োলেট তাদের প্রথম ইলেকট্রিক স্পোর্টস বাইক F77 ভারতের বাজারে হাজির করেছে। সিঙ্গেল চার্জে এর রেঞ্জ ৩০৭ কিলোমিটার। এতে উপস্থিত একটি ১০.৩ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। তবে ৭.১ কিলোওয়াট আওয়ার ব্যাটারি ব্যাক মডেলটির রেঞ্জ ২০৬ কিমি।
বাইকটির আউটপুট ৩৮.৮ বিএইচপি এবং ৯৫ এনএম। এতে রয়েছে ৪১ মিমি অ্যাডজাস্টেবল ইউএসডি ফর্ক এবং অ্যাডজাস্টেবল মোনোশক সাসপেনশন। আবার ডুয়েল চ্যানেল এবিএস, রাইডিং মোড, অ্যাডজাস্টেবল লিভার, ৫ ইঞ্চি টিএসটি স্ক্রিন মোবাইল কানেক্টিভিটি ও আরও অন্যান্য বৈশিষ্ট্য উপস্থিত এতে।