চালকদের কাছে স্বর্গ, Yamaha, Suzuki-দের এই বাইকগুলির মতো আরাম খুব কম বাইকে পাবেন

আপনি কি বাইক নিয়ে দূরে ঘুরতে যেতে ভালোবাসেন? যদি তাই হয় তবে অবশ্যই আপনার প্রয়োজন আরামদায়ক সিট। কারণ দীর্ঘ রাস্তা...
techgup 1 April 2023 10:18 AM IST

আপনি কি বাইক নিয়ে দূরে ঘুরতে যেতে ভালোবাসেন? যদি তাই হয় তবে অবশ্যই আপনার প্রয়োজন আরামদায়ক সিট। কারণ দীর্ঘ রাস্তা একভাবে বসে টানা বাইক চালানোর মত কষ্টকর পরিস্থিতিকে খানিকটা সুখকর অবস্থায় পরিবর্তিত করতে পারে এমনই আরাম প্রদানকারী আসন। বাইকের সিট অনেক ক্ষেত্রেই তেমন আরামদায়ক অনুভূতি দিতে অপারগ হওয়ায় বাইক চালকরা খানিক বাধ্য হয়েই সিট মডিফিকেশন এর রাস্তায় হাঁটেন। তবে মনে রাখবেন দীর্ঘ সময় বাইক চালানোর ক্ষেত্রে কোমরের ব্যথাকে ক্ষানিক দূরে সরিয়ে রাখতে অধিক শক্ত কিংবা অধিক নরম কোনো ধরনের সিটই উপযুক্ত নয়। আবার স্পোর্টস বাইকের মত ঢেউ খেলানো সিটে সুদীর্ঘ সময় বসে থাকা বেশ কষ্টকর। এই সমস্যার দূরীকরণে তুলনামূলক আরামদায়ক সিট সমৃদ্ধ সেরা ৫ টি বাইকের তালিকা রইল এই প্রতিবেদনে। এদের মধ্যে ক্রুজার কিংবা অ্যাডভেঞ্চার দুই ধরনের মডেলই দেখতে পাবেন আপনি।

Royal Enfield Meteor 350/ Super Meteor 650

বছর দুয়েক আগে লঞ্চ করা মিটিয়র ৩৫০ হোক কিংবা এই বছরের শুরুতে আসা সুপার মিটিয়র ৬৫০, দুটি বাইকেই রাইডার এবং পিলিয়ন দুজনের জন্যই আরামদায়ক সিট এর ব্যবস্থা করেছে রয়্যাল এনফিল্ড। এমনকি এই আরামদায়ক অনুভূতিকে আরও কয়েকগুণ বর্ধিত করার জন্যই আলাদা করে ট্যুরিং স্পেশাল সিট এর বন্দোবস্ত করেছে চেন্নাইয়ের এই আইকনিক বাইক নির্মাতা। তাই প্রয়োজনে সাধারণ সিট বদলে অতিরিক্ত টাকা খরচ করে লাগাতে পারেন এই টুরিং স্পেশাল সিট।

Honda CB500X

ক্রুজার বাইকের পাশাপাশি লম্বা রাস্তা দীর্ঘ সময় পাড়ি দিতে অ্যাডভেঞ্চার বাইকেরও জুড়ি মেলা ভার। ৪৭১ সিসির ইঞ্জিন সমৃদ্ধ এমনই এক অ্যাডভেঞ্চার বাইক হল Honda CB500X। একদিকে হোন্ডার মত জাপানি প্রযুক্তির নির্ভরতা আর তার সাথেই নরম গদির সিট। এর মধ্যে থাকা প্যারালাল টুইন ইঞ্জিন থেকে জেনারেট হওয়া পাওয়ার এবং টর্ক আউটপুট যথাক্রমে ৪৭ বিএইচপি এবং ৪৩.২ এনএম। দিল্লিতে CB500X এর এক্স শোরুম মূল্য ৫,৭৯,৯৫২ টাকা।

Suzuki V-Storm 650XT

সুজুকির এই অ্যাডভেঞ্চার বাইকে রাইডারের পাশাপাশি পিলিয়নের জন্যও বেশ কুশনযুক্ত আরামদায়ক সিট দেওয়া হয়েছে। পাশাপাশি অ্যাডভেঞ্চার সেগমেন্টের বাইক হওয়ায় এর মধ্যে থাকা সাসপেনশন গুলি খারাপ রাস্তাতেও যথেষ্ট ভালো ভাবে কাজ করতে পারে। তাছাড়াও V-Storm 650XT এর আরামদায়ক রাইডিং পজিশন দীর্ঘক্ষণ বাইক চালানোর জন্য বেশ উপযোগী।

KTM 390 Adventure

কেটিএম এর এই এডভেঞ্চার বাইকটি এদেশের আরাম প্রদানকারী বাইকগুলির মধ্যে অন্যতম। এর পেছনে সবচেয়ে বড় কারণ হলো এর উন্নত আর্গনমিক্স। 390 ADV এর হ্যান্ডেলবারের পজিশন খানিকটা উপরের দিকে অবস্থিত হওয়ায় বাইক চালক দীর্ঘ সময় তার কাঁধ সোজাভাবে বসতে পারে। এর ফলেই ক্লান্তি অনুভব অনেকটাই কম হয়। তাছাড়াও বাইক চালক এবং তার সঙ্গীর জন্য উপযুক্ত গদি যুক্ত সিট রয়েছে এতে।

BMW R 1250 GS

জার্মানির সংস্থা বিএমডব্লিউ বরাবরই তাদের উন্নত বৈশিষ্ট্যযুক্ত এবং আরামদায়ক রাইডিং প্রদানকারী বাইক তৈরি করতে সিদ্ধহস্ত। R 1250 GS মডেলটিও তার অন্যথা নয়। এই বাইকে রাইডার এবং পিলিয়ন উভয়ের জন্যই যথেষ্ট সুখ প্রদান করার উপযুক্ত সিট লাগানো রয়েছে। এছাড়াও ডায়নামিক ট্র্যাকশন কন্ট্রোল, ইন্টিগ্রাল এবিএস প্রো, হিল স্টার্ট কন্ট্রোল ইত্যাদির মত বহু সেফটি ফিচার এই বাইকে উপলব্ধ থাকায় লং রাইড এর জন্য অনেকেরই প্রথম পছন্দ BMW R 1250 GS। যদিও বাইকটি কিনতে খানিকটা অতিরিক্ত টাকা গুনতে হবে আপনাকে। এর এক্স শোরুম মূল্য ২০.৫৫ লাখ টাকা।

তবে অবশ্যই মাথায় রাখবেন আরামদায়ক সিট কিংবা উপযুক্ত রাইডিং পজিশন অনেক ক্ষেত্রেই ব্যক্তি বিশেষে ভিন্ন। প্রতিটি মানুষের উচ্চতার সঙ্গে তা বদলে যায়। তাই অবশ্যই বাইক কেনার পূর্বে তা চালিয়ে পরখ করে নেবেন। এছাড়াও বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের এয়ার সিট কিনতে পাওয়া যায়, যার মধ্যে হাওয়া ভরা থাকে বলে ক্লান্তিহীনভাবে দীর্ঘ পথ পাড়ি দেওয়া সম্ভব।

Show Full Article
Next Story