Safest Cars in India: এই পাঁচটি গাড়িতে উঠলে সবচেয়ে সুরক্ষিত বোধ করবেন, দুর্ঘটনাতেও থাকবেন অক্ষত

ইদানিং ক্রেতারা গাড়ি কেনার সময় অন্যান্য ফিচারের পাশাপাশি সুরক্ষা ও নিরাপত্তাজনিত বৈশিষ্ট্যগুলিও যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছেন। তাই চাহিদা অনুযায়ী শক্তপোক্ত গাড়ি বাজারে নিয়ে আসছে প্রস্তুতকারী…

ইদানিং ক্রেতারা গাড়ি কেনার সময় অন্যান্য ফিচারের পাশাপাশি সুরক্ষা ও নিরাপত্তাজনিত বৈশিষ্ট্যগুলিও যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছেন। তাই চাহিদা অনুযায়ী শক্তপোক্ত গাড়ি বাজারে নিয়ে আসছে প্রস্তুতকারী সংস্থাগুলি। তার মধ্যে অন্যতম টাটা মোটর্স (Tata Motors) এবং মাহিন্দ্রা (Mahindra)। ভারতের বাজারে নিউ কার অ্যাসেসমেন্ট প্রোগ্রাম অর্থাৎ NCAP-র উচ্চ শংসাপত্র প্রাপ্ত গাড়ির মধ্যে এ দেশে একচেটিয়া রাজ উক্ত সংস্থাদ্বয়ের। ক্র্যাশ টেস্ট ছাড়াও অন্যান্য বিষয়ের দিক থেকেও এই দুই সংস্থার কয়েকটি মডেলের গাড়ি প্রতিপক্ষদের তুলনায় কয়েক ধাপ এগিয়ে। এই প্রতিবেদনে ভারতের বাজারে সর্বাধিক সুরক্ষিত পাঁচটি গাড়ির খোঁজ রইল।

Tata Nexon

ভারতের বাজারে পা রাখার পর বৃহত্তর শ্রেণীর গ্রাহকের কাছে জনপ্রিয় হয়ে উঠতে টাটা নেক্সন (Tata Nexon)-এর খুব বেশি সময় লাগেনি। যার প্রধান কারণ এসইউভি গাড়িটির তুলনামূলক কম দাম। তাই বলে গাড়িটি তৈরিতে কোনো ফাঁকফোকর রাখা হয়নি, বিশেষত নিরাপত্তার বিষয়ে একদমই আপোস করা হয়নি। উচ্চ ক্ষমতার স্টিল দ্বারা কাঠামোটি তৈরি করা হয়েছে। যা ভেতরের যাত্রীদের সুরক্ষা দিতে অতি কার্যকর। আবার এর প্রতিটি মডেলে রয়েছে ডুয়েল ফ্রন্ট এয়ারব্যাগ, এবিএস প্রযুক্তি, ইলেকট্রনিক ট্রাকশন কন্ট্রোল, ইমারজেন্সি ব্রেক অ্যাসিস্ট, রোল ওভার মিটিগেশন, প্রভৃতি।

Tata Altroz

ভারতের সর্বাধিক সুরক্ষিত গাড়িগুলির মধ্যে অন্যতম টাটা অ্যাল্ট্রোজ (Tata Altroz)। টাটার ALFA আর্কিটেকচারের উপর গাড়িটির চ্যাসিসটি তৈরি করা হয়েছে, যা হালকা, নমনীয় এবং অত্যাধুনিক। এছাড়া এই চ্যাসিসটি Altroz-কে যেকোনো ধরনের সংঘর্ষের মোকাবিলা করতে সহায়তা করে। গাড়িটিতে আছে ডুয়েল ফ্রন্ট এয়ারব্যাগ, এবং যাত্রী সুরক্ষার জন্য অন্যান্য ফিচারের সম্ভার।

Mahindra XUV 300

নিরাপত্তার দিক থেকে মাহিন্দ্রা এক্সইউভি ৩০০ (Mahindra XUV 300)-র ঝুলিতে রয়েছে NCAP-র ক্র্যাশ টেস্টে ফাইভ স্টার রেটিং। যাত্রীদের নিরাপত্তার জন্য এতে উপস্থিত পঞ্চাশটি বৈশিষ্ট্য। যার মধ্যে উল্লেখযোগ্য ৭ এয়ারব্যাগ, ৪ চাকাতেই ডিস্ক ব্রেক, ফ্রন্ট পার্কিং সেন্সর, এবং হিটেড ORVMs। গাড়িটির চড়ে এবং চালিয়ে খুবই মজা। ম্যানুয়াল হোক অথবা অটোমেটিক গিয়ার বক্স, দু’ক্ষেত্রেই দামের দিক থেকে ক্রেতাদের মন জিতে নিয়েছে XUV 300।

Tata Punch

লঞ্চের পর টাটা পাঞ্চ (Tata Punch) ভারতের সবচেয়ে সুরক্ষিত গাড়ির তখন পেয়েছিল। গাড়িটি বোল্ড ডিজাইনের সুবিধা এবং সেরা আরামদায়ক যাত্রার অভিজ্ঞতা দেয় যাত্রীদের। এতে ডুয়েল এয়ার ব্যাগ স্ট্যান্ডার্ড ফিচার হিসাবে রয়েছে।

Mahindra XUV 700

এনসিপিএর মতে, বর্তমানে মাহিন্দ্রা এক্সইউভি ৭০০ (Mahindra XUV 700) দেশের সবচেয়ে সুরক্ষিত গাড়ি। এতে ৭টি এয়ারব্যাগ, ৩৬০ ডিগ্রি ক্যামেরার মতো সেফটি ফিচার রয়েছে। আবার গাড়িটির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল, ড্রাইভিং করার সময় চালকের তন্দ্রাভাব এলে গাড়ি তা আপনাআপনি শনাক্ত করে সতর্ক করে দেয়।