মার্চে বাজারে এসেছে এই পাঁচ দুর্দান্ত স্কুটার, আপনি কোনটা নিয়েছেন?

২০২৩ এর মার্চ মাসের আজ শেষ দিন। নতুন বছরের প্রথম ত্রৈমাসিক প্রায় শেষের পথে। আগামীকাল থেকেই সারা দেশ জুড়ে চালু হচ্ছে BS6 এর দ্বিতীয় পর্যায়।…

২০২৩ এর মার্চ মাসের আজ শেষ দিন। নতুন বছরের প্রথম ত্রৈমাসিক প্রায় শেষের পথে। আগামীকাল থেকেই সারা দেশ জুড়ে চালু হচ্ছে BS6 এর দ্বিতীয় পর্যায়। প্রতি মাসের মতোই এই মার্চ মাসেই ভারতের বাজারে পা রেখেছে বেশ কিছু নতুন স্কুটার এবং মোটরসাইকেল। এরমধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই পুরনো মডেলের নতুন আপগ্রেডেশন দেখেছি আমরা। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ২০২৩ এর মার্চে লঞ্চ হওয়া নতুন স্কুটারের তালিকা।

2023 Suzuki Access 125

সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া তাদের এই জনপ্রিয় স্কুটারটিতে ওবিডি২ নির্গমন নীতি পালনকারী ইঞ্জিন হাজির করেছে। এই অন বোর্ড ডায়াগনস্টিকস সিস্টেমের ফলে স্কুটারটি কোনো ধরনের সমস্যা বুঝতে পারলে তা স্বয়ংক্রিয়ভাবে এর ইন্সট্রুমেন্ট কনসোলে একটি আলো জ্বলে রাইডারকে সতর্ক করবে। তবে এর ইঞ্জিন স্পেসিফিকেশন সহ অন্যান্য বৈশিষ্ট্য আগের মতই অপরিবর্তিত থাকছে। সুজুকি অ্যাকসেস-কে চালিকাশক্তি যোগায় ১২৪ সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিন যা ৬৭৫০ আরপিএম গতিতে ৮.৫ বিএইচপি শক্তি এবং ৫৫০০ আরপিএম গতিতে ১০ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। চারটি ভ্যারিয়েন্টের এই স্কুটারটির দাম শুরু হচ্ছে ৭৯,৪০০ টাকা থেকে।

2023 Suzuki Burgman Street

জাপানি সংস্থা সুজুকির ভারতীয় শাখা তাদের ১২৫ সিসি সেগমেন্টের ম্যাক্সি স্কুটার- বার্গম্যান স্ট্রিট মডেলটিতেও নতুন কার্বন নির্গমন নীতি সংযুক্ত করেছে। আগের স্কুটারটির মতো এটিতেও একই ধরনের ওবিডি২ নির্গমন নীতির অনুসারী ইঞ্জিন দেওয়া হয়েছে, যা থেকে ৮.৫ বিএইচপি শক্তি এবং ১০ এনএম টর্ক জেনেরেট হয়। বর্তমানে তিনটি আলাদা ভ্যারিয়েন্টে মেলে এই বার্গম্যান স্ট্রিট যার দাম ৯৩,০০০ টাকার থেকে শুরু করে সর্বোচ্চ ১.১২ লাখ টাকা পর্যন্ত গিয়েছে।

2023 Suzuki Avenis 125

সুজুকি মোটরসাইকেলের ১২৫ সিসির স্কুটারের জগতে লেটেস্ট মডেল অ্যাভেনিস ১২৫ এও ওবিডি২ নিয়ে এসেছে তারা। স্ট্যান্ডার্ড এবং রেস এডিশন এই দুটি ভ্যারিয়েন্টে বাজারে উপলব্ধ এই স্কুটারটি। এই দুটি মডেলের মধ্যে পরিবর্তনগুলি মূলত রঙের থিমে দেখতে পাওয়া যায়। রেস এডিশনের মডেলটির স্টাইল স্টেটমেন্ট অনেক ক্ষেত্রেই MotoGP থেকে অনুকরণ করে করা হয়েছে। সুজুকি অ্যাভেনিস ১২৫ স্কুটারটির দাম শুরু হয়েছে ৯২,০০০ টাকা থেকে। এর প্রধান প্রতিপক্ষদের মধ্যে রয়েছে TVS Ntorq এবং Yamaha RayZR।

2023 Honda Activa 125

Activa 6G এর পর এই সিরিজের ১২৫ সিসির স্কুটারটিকেও আগামী দিনের নতুন কার্বন নির্গমনীতির জন্য আপডেট করলো হোন্ডা মোটরসাইকেল এন্ড স্কুটার ইন্ডিয়া। একইভাবে একটিভা ১২৫ স্কুটার মধ্যেও নতুন এইচ স্মার্ট (H-Smart) ভ্যারিয়েন্ট চালু করল এই জাপানি সংস্থা। এই স্মার্ট সংস্করণের মডেলটিতে এক ঝাঁক অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত স্মার্ট ফিচার দেখতে পাওয়া যাবে। এর মধ্যে অন্যতম হলো স্মার্ট কি ফাংশন, যা সম্পূর্ণ স্কুটারটির চালানো এবং বন্ধ করার কাজ চাবি ছাড়াই করা যাবে (খানিকটা গাড়ির মতো)। হোন্ডা অ্যাক্টিভা ১২৫ স্কুটারটিতে রয়েছে মোট চারটি ভ্যারিয়েন্ট। বেস্ট মডেলটির দাম শুরু হচ্ছে ৭৮,৯২০ টাকা থেকে। তবে সর্বাধিক ফিচার যুক্ত এইজ স্মার্ট ভার্সনটি কিনতে খরচ হবে ৮৮,০৯৩ টাকা।

2023 Bajaj Chetak

এদেশের অন্যতম বৃহৎ মোটরসাইকেল নির্মাতা বাজাজ অটো এই চলতি মাসেই তার একমাত্র প্রিমিয়াম ইলেকট্রিক স্কুটার চেতকের নতুন আপডেটেড সংস্করণ লঞ্চ করেছে। বেঙ্গালুরুতে এর এক্স শোরুম মূল্য ১,৫১,৯১০ টাকা। নতুন আপডেট হিসাবে এক আলাদা ধরনের ইন্সট্রুমেন্ট কনসোল, বেশি রেঞ্জ এবং তিনটি নতুন পেইন্ট স্কিম দেখতে পাওয়া যাবে এতে। এই নতুন ডিসপ্লেতে স্পিডোমিটার, ওডোমিটার, ট্রিপ মিটার, রাইডিং মোড (স্পোর্ট এবং ইকো), রাইডিং রেঞ্জ সংক্রান্ত তথ্য দেখার পাশাপাশি স্মার্টফোন সংযুক্তিকরণ ফিচার রয়েছে। বাজাজ চেতক এর প্রধান প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছে- Ather 450X, Hero Vida V1 এবং TVS iQube।