এমন দুর্ধর্ষ ফিচারের 125cc বাইক বাজারে খুঁজলেও পাবেন না, নতুন TVS Raider এর পাঁচ অজানা তথ্য

এদেশের ১২৫সিসি সেগমেন্টের কমিউটার বাইকের রাজত্ব নিজেদের হাতে রাখতে সদা ব্যস্ত প্রথম সারির সব বাইক নির্মাতারা। Hero Glamour থেকে শুরু করে Honda Shine কিংবা TVS…

এদেশের ১২৫সিসি সেগমেন্টের কমিউটার বাইকের রাজত্ব নিজেদের হাতে রাখতে সদা ব্যস্ত প্রথম সারির সব বাইক নির্মাতারা। Hero Glamour থেকে শুরু করে Honda Shine কিংবা TVS Raider এর এই সেগমেন্টে রয়েছে নামিদামি সমস্ত মডেল। তবে দীপাবলি শুরুর আগে বড়সড় ছক্কা হাঁকিয়ে দিল তামিলনাড়ুর সংস্থা টিভিএস মোটর। দীর্ঘ এক বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে হাজির TVS Raider Connected ভ্যারিয়েন্ট। নতুন মডেলে যুক্ত হয়েছে আকর্ষণীয় টিএফটি ডিসপ্লে যা সচরাচর এই দামের বাইকে দেখা মেলে না বললেই চলে। সংস্থার ব্লুটুথ প্রযুক্তি SmartXonnect কিংবা ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফাংশন সবকিছুই এবার মিলবে টিভিএস রাইডারে। দেখে নিন বাইকটির পাঁচটি চমক।

নতুন ফিচার্স

এই সংস্করণটির প্রধান আকর্ষণ এর ব্লুটুটের মাধ্যমে বাইকের সাথে ফোন কানেক্ট করার SmartXonnect প্রযুক্তি। এর সাহায্যে টার্ন-বাই-টার্ন নেভিগেশন, ইনকামিং কল অ্যালার্ট এবং মিউজিক কন্ট্রোল সবকিছুই করার অপার স্বাধীনতা রয়েছে আপনার। উপরন্তু মিলবে ভয়েস কমান্ডের মাধ্যমে প্রতিদিনের আবহাওয়ার আপডেট কিংবা স্ক্রিনের উজ্জ্বলতা কমানো-বাড়ানোর পাশাপাশি রাইডিং মোড পরিবর্তন সবকিছুই করা যাবে এতে। অন্যদিকে আরও একটি চমকের বিষয় হলো সম্পূর্ণ নতুন ধরনের টিএফটি ডিসপ্লে। এছাড়াও বাকি বৈশিষ্ট্যগুলি অন্যান্য সংস্করণগুলির মতোই অভিন্ন। এর মধ্যে রয়েছে ডিআরএল যুক্ত এলইডি হেডলাইট, এলইডি টেললাইট, আইডেল স্টার্ট/স্টপ সিস্টেম, ইকো ও পাওয়ার মোড এবং এই সেগমেন্টের প্রথম আন্ডার সিট স্টোরেজ।

স্টাইলিং

বাইকটির ড্রাম ও ডিস্ক ব্রেক সংস্করণের ক্ষেত্রে স্টাইলিং অপরিবর্তিত থাকছে। তাই এই কানেক্টেটেড মডেলের মধ্যেও রয়েছে মডার্ন ডিজাইনের হেডলাইট, বাইকটির বডির রঙের ন্যায় হেডলাইট কাউল ও ফ্রন্ট ফেল্ডার, অ্যালুমিনিয়াম গ্র্যাব রেল, স্প্লিট স্টাইল স্যাডেল এবং ইঞ্জিন কভার। ১২৫ সিসির এই বাইকটি স্ট্রাইটিং রেড, ব্লেজিং ব্লু, উইকেড ব্ল্যাক ও ফেয়ারী ইয়েলো এই চারটি রঙে উপলব্ধ। যদিও নতুন ভার্সনটি শুধুমাত্র উইকেড ব্ল্যাক ও ফেয়ারী ইয়েলো রঙেই মিলবে।

ইঞ্জিন ও পারফরম্যান্স

বাইকটির ইঞ্জিন স্পেসিফিকেশনেও কোনো ধরনের পরিবর্তন করা হয়নি। আগের মতই ১২৪.৮ সিসির সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড, থ্রি-ভাল্ব ইঞ্জিন দ্বারা পরিচালিত এটি। ৫-স্পীড গিয়ারবক্সযুক্ত এই ইঞ্জিনটি ৭,৫০০ আরপিএম গতিতে ১১.২ বিএইচপি ক্ষমতা ও ৬,০০০ আরপিএম গতিতে ১১.২ এনএম টর্ক উৎপাদন করার ক্ষমতা রাখে। টিভিএস এর দাবি অনুযায়ী এই বাইকটি মাত্র ৫.৯ সেকেন্ডে ০-৬০কিমি/ঘণ্টা গতিবেগ আহরণ করতে সক্ষম। সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৯৯ কিমি।

হার্ডওয়্যার

সাসপেনশনের জন্য এর সামনে টেলিস্কোপিক ফর্ক থাকলেও পিছনে রয়েছে মনৈশক অ্যাবজর্ভার। যদিও এই কানেক্টেড ভ্যারিয়েন্ট এর সামনের চাকায় পেটাল ডিস্ক ব্রেক ও পিছনের চাকায় ড্রাম ব্রেকের পাশাপাশি অতিরিক্ত সুরক্ষার জন্য কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে।

দাম

টিভিএস রাইডার ১২৫ এর সবচেয়ে দামি সংস্করণ হল লেটেস্ট কানেক্টেড ভ্যারিয়েন্ট। এই মডেলটির এক্স শোরুম মূল্য ৯৯,৯৯০ টাকা। আর সাধারণ ডিস্ক ও ড্রাম ব্রেক অনুযায়ী দাম যথাক্রমে ৮৫,৯৭৩ টাকা ও ৯৩,৪৮৯ টাকা। উল্লেখ্য, মূল্যগুলি এক্স-শোরুমের।