Royal Enfield এর যে পাঁচটি মোটরসাইকেল 2023 সালে বাজারে আসতে চলেছে

ক্রেতাদের স্বাদ পরিবর্তন করতে ২০২৩-এ রয়্যাল এনফিল্ড (Royal Enfield) বেশ কয়েকটি নতুন মোটরসাইকেল নিয়ে হাজির হবে। ৩৫০,...
SUMAN 14 Dec 2022 10:47 PM IST

ক্রেতাদের স্বাদ পরিবর্তন করতে ২০২৩-এ রয়্যাল এনফিল্ড (Royal Enfield) বেশ কয়েকটি নতুন মোটরসাইকেল নিয়ে হাজির হবে। ৩৫০, ৪৫০ ও ৬৫০ সিসি সেগমেন্টে একাধিক মডেল লঞ্চের প্রস্তুতি পর্ব ইতিমধ্যেই শুরু করে দিয়েছে Classic 350-র নির্মাণকারী সংস্থাটি। অনুমান করা হচ্ছে নতুন বছর জুড়ে সংস্থাটি একে একে মোট পাঁচটি টু-হুইলার নিয়ে আসবে। আসুন রয়্যাল এনফিল্ডের আসন্ন মডেলগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

Royal Enfield Classic Bobber

গত বছর Classic 350-র মডেলটি নয়া সংস্করণে হাজির করেছিল সংস্থা। যা সহজেই ক্রেতাদের মন জিতে নেয়। তবে এবারে রয়্যাল এনফিল্ড আনতে চলেছে রেট্রো-থিমের ক্লাসিক ববার বাইক। সিঙ্গেল পিস সিট সহ বাইকটি ২০২৩-এর প্রথমার্ধে বাজারে পা রাখতে পারে। বাজারে আসার পর এটি Jawa 42 Bobber ও Jawa Perak-এর সাথে টেক্কা নেবে।

New-Gen Royal Enfield Bullet 350

নতুন বছরে রয়্যাল এনফিল্ডের দীর্ঘদিনের আবেগ বুলেট ৩৫০ নতুন সংস্করণে আসতে চলেছে। ইতিমধ্যেই ভারতের রাস্তায় একাধিকবার ট্রায়াল চলাকালীন দর্শন মিলেছে বাইকটির। ২০২৩-এর মাঝামাঝি সময়ের আগেই বাজারে হাজির হবে এটি। বুলেটের অগণিত ক্রেতা যে নয়া মডেলটি বাজারে আসার জন্য অপেক্ষা করে রয়েছে, তা বলাই বাহুল্য।

Royal Enfield Super Meteor 650

ফ্ল্যাগশিপ ক্রুজার মডেল হিসেবে ২০২৩-এর প্রথম মাসেই লঞ্চ হবে Super Meteor 650। সংস্থার সবচেয়ে দামি মডেল হওয়ার কারণে এর টপ স্পেক ভ্যারিয়েন্টটির মূল্য ৪ লক্ষ টাকার কাছাকাছি হতে পারে বলে অনুমান করা হচ্ছে। এটি ইতালির মিলানে EICMA এবং ভারতের রাইডার ম্যানিয়া-তে আত্মপ্রকাশ করেছে।

Royal Enfield Himalayan 450

চেন্নাইয়ের সংস্থাটি বর্তমানে নিদেনপক্ষে পাঁচটি নতুন ৪৫০ সিসির মোটরসাইকেল তৈরি করছে। একটি নতুন প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে লিকুইড কুল্ড ইঞ্জিন সহ আসবে এগুলি। এর মধ্যে অন্যতম হল হিমালয়ান ৪৫০ এবং একটি রোডস্টার ৪৫০। এদেশে যাদের টেস্টিং চলাকালীন দর্শন পাওয়া গিয়েছে। ২০২৩-এর দ্বিতীয়ার্ধে ডুয়েল পারপাস অ্যাডভেঞ্চার ট্যুরিং সেগমেন্টে প্রথম মডেলটি লঞ্চ হতে পারে। KTM 390 Adventure-এর সাথে টেক্কা নেবে বাইকটি। এর ইঞ্জিনের আউটপুট হতে পারে ৪০ বিএইচপি।

Royal Enfield Shotgun 650

২০২১-এর EICMA-তে প্রদর্শিত SG650 কনসেপ্ট মডেলের উপর ভিত্তি করে আসতে চলেছে Shotgun 650। ২০২৩-এ Super Meteor 650-এর পর এই বাইকটিও আনতে পারে সংস্থা। তবে শোনা যাচ্ছে, ২০২৪-এর শুরুতেও বাজারে পা রাখতে পারে বাইকটি।

Show Full Article
Next Story