৩০ মিনিট জলে ডুবলেও থাকবে অক্ষত! IP68 রেটিং অফারকারী সেরা পাঁচটি স্মার্টফোন সম্পর্কে জেনে নিন

বর্তমান সময়ে অধিকাংশ মানুষের কাছেই হাতের স্মার্টফোনটি প্রাণভোমরা হয়ে দাঁড়িয়েছে! কিন্তু তা সত্ত্বেও ধুলোবালি, ঘাম, আঘাত...
Anwesha Nandi 17 March 2022 2:50 PM IST

বর্তমান সময়ে অধিকাংশ মানুষের কাছেই হাতের স্মার্টফোনটি প্রাণভোমরা হয়ে দাঁড়িয়েছে! কিন্তু তা সত্ত্বেও ধুলোবালি, ঘাম, আঘাত বা অন্যান্য বাহ্যিক ক্ষয়ক্ষতির কারণে স্মার্টফোন নষ্ট হয়ে যায়। এছাড়াও বৃষ্টির সময় স্মার্টফোনকে জল থেকে রক্ষা করতে হয়। কিন্তু ফোন কেনার সময় ক্রেতারা এই বিষয়টি খেয়াল রাখেন না যে, জল প্রতিরোধী স্মার্টফোন কেনা কতটা গুরুত্বপূর্ণ। এদিকে বাজারে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ স্মার্টফোনও নেই। সেক্ষেত্রে মুঠোফোন যাতে জলে দ্রুত না নষ্ট হয় তার জন্য এখন বেশির ভাগ স্মার্টফোন ডিভাইসেই IP (আইপি) রেটিং দেওয়া হয়। এমন পরিস্থিতিতে আপনি যদি এই জাতীয় রেটিং বহনকারী সেরা স্মার্টফোন কিনে তা জল থেকে বাঁচাতে চান, তাহলে আমাদের তালিকাটি এখনই চোখ বুলিয়ে নিন। কারণ আমাদের প্রতিবেদনে বর্ণিত ফোনগুলি দীর্ঘক্ষণ জলে থাকার পরেও নষ্ট হবে না।

Apple iPhone 13 Pro Max

অ্যাপল ব্র্যান্ডের সর্বশেষ স্মার্টফোন iPhone 13 Pro Max বিশ্বের সবচেয়ে নিরাপদ স্মার্টফোন, যা জলে শীঘ্র নষ্ট হয় না। এই স্মার্টফোনটি একটি IP68 রেটিং সহ আসে। কোম্পানির দাবি অনুযায়ী, ফোনটি যদি ২০ ফুট গভীর জলে প্রায় ৩০ মিনিট অর্থাৎ আধ ঘণ্টা ধরে পড়ে থাকে, তাহলেও ফোনের কোনো ক্ষতি হবে না। একইভাবে যদি জলের গভীরতা কম হয় তবে স্মার্টফোনটি ৩০ মিনিটের বেশি সময় ধরে থাকলেও ক্ষতিগ্রস্থ হবে না। ফিচারের কথা বললে, iPhone 13 Pro Max হল Apple-এর iPhone 13 সিরিজের শীর্ষ ভ্যারিয়েন্ট। ফোনটি ৬.৭ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে, এ১৪ (A14) বায়োনিক চিপসেট, ১২ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপসহ আসে।

Samsung Galaxy S22 Ultra

Samsung Galaxy S22 Ultra স্মার্টফোনটিও IP68 রেটিংয়ের সাথে আসে। ফলে এটিকে ২০ ফুট গভীর জলে ৩০ মিনিট ডুবিয়ে রাখলে কোনো ক্ষতি হবে না। এক্ষেত্রে ফোনটিতে ৬.৮ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে, ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাযুক্ত কোয়াড ক্যামেরা সেটআপ, ৪০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং স্ন্যাপড্রাগন ৮ জেন১ চিপসেটসহ একাধিক আকর্ষণীয় ফিচার পাওয়া যাবে।

OnePlus 9 Pro

OnePlus 9 Pro মডেলটিতে IP68 রেটিং দেওয়া হয়েছে, তবে এটির ক্ষেত্রে ৫ ফুট গভীর জলে ৩০ মিনিট ডুবিয়ে রাখলে কোনো ক্ষতি হয় না। এই ফোনটিতে ফিচার হিসেবে রয়েছে ৬.৭ ইঞ্চি কিউএইচডি+ AMOLED কার্ভড ডিসপ্লে, ৪৮ মেগাপিক্সেল+৮ মেগাপিক্সেল+৫০ মেগাপিক্সেল+২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আবার এতে কোয়ালকম এসএম৮৩৫০ স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর বিদ্যমান।

Vivo X70 Pro Plus

এই স্মার্টফোনটিতেও IP68 রেটিং রয়েছে, তাই প্রায় ২০ ফুট গভীর জলে ৩০ মিনিট থাকার পরও ফোনটি নষ্ট হয় না। এদিকে ফোনটিতে ৬.৫৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাযুক্ত কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। সাথে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮+ প্রসেসর।

Xiaomi Mi 11 Ultra

স্মার্টফোনের কথা হচ্ছে আর Xiaomi-র নাম থাকবে না তা কী করে হয়! সেক্ষেত্রে বলি, Xiaomi Mi 11 Ulta স্মার্টফোন IP68 রেটিং সহ আসে। কোম্পানির দাবি, ফোনটিকে ১.৫ মিটার গভীর জলে রাখলেও তা নষ্ট হবে না। এই ফোনটিতে ৬.৮১ ইঞ্চি AMOLED ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর রয়েছে।

Show Full Article
Next Story