Smartphone: জুলাইয়ে লঞ্চ হচ্ছে রেডমি, সিএমএফ, মোটোরোলা, আইকো এবং ওপ্পোর নতুন স্মার্টফোন
চলতি মাসে ভারতের বাজারে একাধিক সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। আসন্ন হ্যান্ডসেটগুলি বাজেট এবং লো-মিড...চলতি মাসে ভারতের বাজারে একাধিক সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। আসন্ন হ্যান্ডসেটগুলি বাজেট এবং লো-মিড সেগমেন্টের অন্তর্গত হবে। তবে দামে কম হলেও এগুলির ফিচার কিন্তু যথেষ্টই নজরকাড়া হবে। এক্ষেত্রে জুলাই মাসে - রেডমি, সিএমএফ (নাথিং সাব-ব্র্যান্ড), মোটোরোলা, আইকো এবং ওপ্পো ব্র্যান্ডের হ্যান্ডসেট আত্মপ্রকাশ করবে বলে জানা গেছে। নীচে ফোনগুলির দাম, ফিচার ও লঞ্চের সময় সম্পর্কে বিস্তারে আলোচনা করা হল…
২০২৪ সালের জুলাই মাসে লঞ্চ হতে চলা বাজেট স্মার্টফোনের তালিকা
রেডমি ১৩ ৫জি
রেডমি ১৩ ৫জি ক্রিস্টাল গ্লাস ব্যাক ডিজাইনের সাথে আসবে। ফিচার হিসাবে এতে ১০৮ মেগাপিক্সেলের মুখ্য রিয়ার ক্যামেরা, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০৩০ এমএএইচ ব্যাটারি এবং নতুন হাইপারওএস ইউজার ইন্টারফেস মিলবে বলে নিশ্চিত করা হয়েছে। এটি ভারতে আগামী ৯ই জুলাই লঞ্চ হবে। এর দাম সম্ভবত ১২,০০০ টাকা থেকে ১৩,০০০ টাকার মধ্যে রাখা হবে৷
সিএমএফ ফোন ১
সিএমএফ ফোন ১ মডেলে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ ৫জি প্রসেসর ব্যবহার করা হবে। ডিভাইসটি সুপার অ্যামলেড ডিসপ্লে সহ আসবে বলে নিশ্চিত করা হয়েছে। এটি আগামী ৮ই জুলাই এদেশে আত্মপ্রকাশ করবে। আর দামের কথা বললে, এই হ্যান্ডসেটের দাম সম্ভবত ২০,০০০ টাকার কম রাখা হবে। প্রসঙ্গত সিএমএফ ফোন ১ -এর পাশাপাশি একই দিনে সিএমএফ ওয়াচ প্রো ২ ও বাডস প্রো ২ লঞ্চ হবে।
মোটোরোলা মোটো জি৮৫ ৫জি
মোটোরোলা ব্র্যান্ডের অনলাইন রিটেল পার্টনার ফ্লিপকার্ট সম্প্রতি আসন্ন হ্যান্ডসেটের জন্য তাদের পোর্টালে একটি টিজার ইমেজ শেয়ার করেছে। যাতে এর লঞ্চের তারিখ আগামীকাল অর্থাৎ ৩রা জুলাই দেখা গেছে। এটি - কার্ভড এজ ওলেড টাচস্ক্রিন, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারির সাথে আসতে পারে। আবার ছবি তোলার জন্য হয়তো - ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর + ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স দেওয়া হবে। এই ফোনের দাম ৩০,০০০ টাকার কাছাকাছি ধার্য করা হতে পারে।
ওপ্পো রেনো ১২ সিরিজ :
এই সিরিজের অধীনে - ওপ্পো রেনো ১২ এবং রেনো ১২ প্রো মডেল আগামী ১২ই জুলাই লঞ্চ হবে। আশা করা হচ্ছে এগুলি মিড-রেঞ্জ সেগমেন্টে আসবে। এছাড়া জানা গেছে, ওপ্পো তাদের এই হ্যান্ডসেট দুটিকে বেশি র্যাম ও স্টোরেজ ক্যাপাসিটি, এবং প্রিমিয়াম ডিজাইনের সাথে অফার করবে।
আইকো জেড৯ লাইট :
আইকো জেড৯ লাইট ফোন মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর চালিত হবে, যা মাল্টিটাস্কিং এবং ভারী অ্যাপ পরিচালনার চাহিদা পূরণ করবে। এছাড়া এতে ৭২০x১৬১২ পিক্সেল রেজোলিউশন ও ৩৩ পিপিআই পিক্সেল ডেনসিটি সমর্থিত ডিসপ্লে প্যানেল দেওয়া হতে পারে। এই ফোনের দাম এদেশে ১০,৪৯৯ টাকা থাকবে বলে জানা গেছে। এই ৫জি হ্যান্ডসেট আগামী ১৫ই জুলাই ভারতে লঞ্চ হবে।