Tork Kratos: 2016 সালে দেখানো ভারতের প্রথম বৈদ্যুতিক বাইকের লঞ্চ আজ, দাম কত হবে জানুন

আজ ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের শুভক্ষণে ভারতে অফিসিয়ালি লঞ্চ হবে Tork Kratos। পা পুনের স্টার্টআপ সংস্থা Tork Motors-এর প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল। এটি আবার ২০১৬ সালে…

আজ ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের শুভক্ষণে ভারতে অফিসিয়ালি লঞ্চ হবে Tork Kratos। পা পুনের স্টার্টআপ সংস্থা Tork Motors-এর প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল। এটি আবার ২০১৬ সালে প্রদর্শিত Tork T6X-এর বিবর্তিত রূপ। ২০১৮-এ লঞ্চ হওয়ার কথা থাকলেও বিগত ক’বছর ধরে নানা গবেষণা ও উন্নয়নের মাধ্যমে Tork Kratos (Trok T6X নামে পূর্ব পরিচিত)-কে আপগ্রেড করে গিয়েছে প্রস্তুতকারী সংস্থা টর্ক।

সংস্থার তরফ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে, Kratos নতুন ফ্রেমের উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে। এতে বেশি রেঞ্জের (একচার্জে যতটা চলবে) জন্য T6X-এর তুলনায় আরও বড় ব্যাটারি প্যাক থাকবে। উল্লেখ্য, ২০১৬ সালে সামনে আনা Tork T6X -এর রেঞ্জ ছিল ১০০ কিমি এবং সর্বোচ্চ গতিসীমা 100 কিমি প্রতি ঘন্টা।

টর্ক ক্রাটোস-এ ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল ব্যবহার হতে পারে। যা স্মার্টফোন কানেক্টিভিটি, নেভিগেশন, জিও-ফেন্সিং, এবং অ্যান্টি থেফ্ট ফিচার অফার করবে। সংস্থার দাবি, টর্ক ক্রাটোস-এ ব্যবহৃত নতুন এক্সিয়াল ফ্লাক্স মোটরের এফিসিয়েন্সি রেটিং ৯০-৯৬ শতাংশ। সেই হিসেবে প্রচলিত মোটরের চেয়ে এটি আরও উন্নত। একইসাথে এই ইলেকট্রিক বাইক TIROS (Tork Intuitive Response Operating System) ব্যবহার করবে। যা পাওয়ার ম্যানেজমেন্ট, রিয়েল টাইম পাওয়ার কনজাম্পশন ম্যানেজ করবে। Tork Kratos-এর পারফরম্যান্স প্রচলিত ১৫০ সিসি – ১৬০ সিসি মোটরসাইকেলের সমতুল্য হবে বলে মনে করা হচ্ছে।

টক ক্রাটোস সম্ভাব্য দাম Tork Kratos Expected Price

টর্ক ক্রাটোস এর দাম ভারতে ১.৪০ লক্ষ টাকার আশেপাশে রাখা হবে বলে আশা করা যায়। কেন্দ্র ও রাজ্যের ভর্তুকি ধরলে দাম হাতের আরও নাগালের মধ্যে চলে আসবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন