Tork Kratos: অপেক্ষার অবসান, দেশীয় প্রযুক্তিতে নির্মিত প্রথম ইলেকট্রিক বাইকের ডেলিভারি শুরু

Tork Motors প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন ভারতে তাদের প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ করেছিল। Kratos ও Kratos R বলে দু’টি ভ্যারিয়েন্টে…

Tork Motors প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন ভারতে তাদের প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ করেছিল। Kratos ও Kratos R বলে দু’টি ভ্যারিয়েন্টে এসেছিল সেটি। ২০১৬ সালে উন্মোচিত হওয়ায় প্রকৃত দেশীয় প্রযুক্তিতে নির্মিত প্রথম ব্যাটারিচালিত মোটরবাইকের তকমা পেয়েছে Tork Kratos। কিন্তু আনুষ্ঠানিক লঞ্চের সাত মাস পরেও ডেলিভারি শুরু না হওয়ার ফলে অসন্তোষ প্রকাশ করছিলেন ক্রেতারা। তাদেরকে খুশি করে এবার অসম্পূর্ণ কাজটি সেরে ফেলল তারা।

গতকাল সংস্থার জন্মস্থান পুণে শহরে Kratos ও Kratos R মডেলের প্রথম ডেলিভারি দেওয়া হয়েছে‌। পরবর্তীতে ধাপে ধাপে মুম্বই, হায়দ্রাবাদ, চেন্নাই ও দিল্লিতে ক্রেতাদের হাতে তুলে দেওয়া হবে এই বৈদ্যুতিক মোটরসাইকেলের চাবি। তারপর দেশের অন্যান্য শহরেও পাড়ি জমাবে সংস্থা। প্রসঙ্গত, এপ্রিল থেকে নতুন ই-বাইকগুলি ডেলিভারির পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু সেমিকন্ডাক্টর চিপের আকালের দরুন সেই প্রক্রিয়া প্রায় তিন মাস পিছিয়ে যায়।

উল্লেখ্য, Tork Kratos এর ব্যাটারি IP67 ওয়াটারপ্রুফ রেটিং-সহ এসেছে‌। এতে ৪ কিলোওয়াট আওয়ার ক্ষমতা সম্পন্ন লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। যা সম্পূর্ণ চার্জে বাস্তবে ১২০ কিলোমিটার একটানা দৌড়তে পারবে। সর্বোচ্চ গতিবেগ ঘন্টা প্রতি ১০০ কিলোমিটার। এতে চলার শক্তি যোগাতে ৭.৫ কিলোওয়াট মোটর রয়েছে‌। যার ২৮ নিউটন মিটার টর্ক  উৎপাদন করতে সক্ষম। ০-৪০ কিমি/ ঘন্টা গতিবেগ তুলতে সময় নেয় ৪ সেকেন্ড।

স্ট্যান্ডার্ড মডেলটির তুলনায় Kratos R আরও পাওয়ারফুল মোটর পেয়েছে। এর থেকে সর্বাধিক ৩৮ এনএম টর্ক মিলবে ও ১০৫ কিমি/ঘন্ট টপ স্পিড তোলা যাবে। Tork Kratos ও Kratos R -এর দাম যথাক্রম ১,২২,৫০০ টাকা ও ১,৩৭,৫০০ টাকা (এক্স-শোরুম)। স্ট্যান্ডার্ড মডেল কেবলমাত্র সাদা রঙে উপলব্ধ হলেও, R ভার্সন সাদা, নীল, লাল এবং কালো রঙে বেছে নেওয়া যায়। তবে এখন শুধু Kratos R-এর সাদা রঙের মডেলটি ডেলিভারি দেওয়া হচ্ছে।