স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিশেষ অফার নিয়ে এল Tork Motors, ইলেকট্রিক বাইকের বুকিং এখন 75 টাকায়, এক চার্জে 120 কিমি

সামনেই দেশজুড়ে ঘটা সহকারে উদযাপিত হতে চলেছে ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস। প্রত্যেক ভারতবাসী যে যার মতো করে ভারত মাতার প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণের জন্য প্রস্তুতি…

সামনেই দেশজুড়ে ঘটা সহকারে উদযাপিত হতে চলেছে ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস। প্রত্যেক ভারতবাসী যে যার মতো করে ভারত মাতার প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। স্বাধীনতা দিবস উদযাপনে অংশগ্রহণ করতে এবারে গ্রাহকদের জন্য নতুন চমক নিয়ে হাজির হল দেশের অন্যতম ইলেকট্রিক টু-হুইলার প্রস্তুতকারী টর্ক মোটরস (Tork Motors)। আক্ষরিক অর্থে দেশের প্রথম ইলেকট্রিক বাইক Tork Kratos-এর বুকিং মূল্য ৯৯৯ টাকা থেকে একলাফে কমিয়ে মাত্র ৭৫ টাকা ঘোষণা করেছে তারা। বলার অপেক্ষা রাখে না, ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষেই সংস্থার এই ঘোষণা। ১৫ আগস্ট পর্যন্ত ৭৫ টাকায় ই-বাইকটি বুকিং করা যাবে বলে জানিয়েছে তারা।

প্রসঙ্গত, ২০১৬ সালে প্রথমবার ঝলক দেখানো হয়েছিল Tork Kratos-এর। প্রায় ছ’বছর পর গত জানুয়ারিতে ভারতের বাজারে লঞ্চ হয়েছিল বাইকটি। এর কনসেপ্ট মডেলটির নাম ছিল T6X। বাইকটি স্ট্যান্ডার্ড এবং R -ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যায়। প্রিমিয়াম হওয়ার কারণে R মডেলটি শক্তি এবং ফিচার, দু’দিক থেকেই স্ট্যান্ডার্ড ভার্সনের থেকে এগিয়ে। গত মাস থেকে বাইক দুটির ডেলিভারি দেওয়া শুরু হয়েছে।

Tork Kratos এ IP67 ওয়াটারপ্রুফ রেটিংযুক্ত ৪ কিলোওয়াট আওয়ার ক্ষমতা সম্পন্ন লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। যা বাস্তবে সম্পূর্ণ চার্জে  ১২০ কিলোমিটার একটানা দৌড়তে পারবে। সর্বোচ্চ গতিবেগ ঘন্টা প্রতি ১০০ কিলোমিটার। বাইকটির ৭.৫ কিলোওয়াট মোটর থেকে ১০ বিএইচপি এবং ২৮ নিউটন মিটার টর্ক পাওয়া যায়। ০-৪০ কিমি/ ঘন্টা গতিবেগ তুলতে সময় লাগে ৪ সেকেন্ড।

স্ট্যান্ডার্ড মডেলটির তুলনায় Kratos R আরও পাওয়ারফুল মোটর সহযোগে এসেছে। এটি ঘন্টা প্রতি ১০৫ কিলোমিটার স্পিড তুলতে সক্ষম। আর টর্কের পরিমাণ ৩৮ এনএম।  Tork Kratos ও Kratos R -এর দাম যথাক্রম ১,২২,৫০০ টাকা ও ১,৩৭,৫০০ টাকা (এক্স-শোরুম)। স্ট্যান্ডার্ড মডেল কেবলমাত্র সাদা রঙে উপলব্ধ হলেও, R ভার্সন সাদা, নীল, লাল এবং কালো রঙে বেছে নেওয়া যায়। তবে বর্তমানে কেবল Kratos R-এর সাদা রঙের মডেলটি ডেলিভারি দেওয়া হচ্ছে।