ইলেকট্রিক মোটরসাইকেলের নতুন শোরুম খুলল Tork Motors

পুনের ইলেকট্রিক মোটরসাইকেল নির্মাতা টর্ক মোটরস (Tork Motors) গুজরাটের সুরাটে তাদের প্রথম শোরুম উদ্বোধন করল। ১৫০০ বর্গফুট...
techgup 1 April 2023 4:55 PM IST

পুনের ইলেকট্রিক মোটরসাইকেল নির্মাতা টর্ক মোটরস (Tork Motors) গুজরাটের সুরাটে তাদের প্রথম শোরুম উদ্বোধন করল। ১৫০০ বর্গফুট জায়গার উপর অবস্থিত আউটলেটটি সংস্থার বৈদ্যুতিক বাইক বিক্রি এবং বিক্রি পরবর্তী সার্ভিস সংক্রান্ত সমস্ত পরিষেবা প্রদান করা হবে। সুরাটের ভারাছা অঞ্চলে চালু হওয়া নতুন ডিলারশিপের মাধ্যমে এই শহর ও নিকটবর্তী অঞ্চলগুলিতে বসবাসকারীদের কাছে ই-বাইক পৌঁছে দেওয়া সম্ভব হবে।

নতুন শোরুমে টর্ক মোটরসের তৈরি Kratos-R ইলেকট্রিক মোটরসাইকেল পাওয়া যাবে। আশেপাশের অঞ্চলের গ্রাহকরা এখান থেকে এই ইলেকট্রিক বাইকটি পরখ করে কিনতে পারবেন। শোরুমটি ছাড়াও এর সঙ্গেই সংযুক্ত রয়েছে ১১০০ বর্গফুট জায়গা জুড়ে বিস্তৃত একটি সার্ভিস সেন্টার। সেখান থেকেই সংস্থার নতুন ও পুরনো গ্রাহকদের বিক্রি পরবর্তী সংক্রান্ত সার্ভিস এবং স্পেয়ার সাপোর্ট দেওয়া হবে।

সুরাটে সংস্থার নতুন শোরুম উদ্বোধন প্রসঙ্গে টর্ক মোটরস এর প্রতিষ্ঠাতা এবং মুখ্য কার্যনির্বাহী আধিকারিক কপিল শেলকে বলেন, "সমগ্র দেশজুড়ে আমাদের ডিলারশিপ সংখ্যা বাড়াতে এই মুহূর্তে যথেষ্ট তৎপর আমরা। এই নতুন অর্থবর্ষের মধ্যেই ভারতে আরোও ১০টি নতুন আউটলেট চালু করার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিয়েছি আমরা। এমনকি গ্রাহকদের মধ্যে Kratos-R মডেলটিকে নিয়ে তৈরি হওয়া উচ্চ চাহিদার জন্যই পুনের চাকান অঞ্চলে একটি প্রথম মাইক্রো ফ্যাক্টরি আমরা চালু করেছি। এখান থেকেই আরও দ্রুত গতিতে বেশি সংখ্যক বৈদ্যুতিক মোটরসাইকেল ডেলিভারি দেওয়া সম্ভব হবে।"

Kratos-R: মোটর, রেঞ্জ ও দাম

গত বছরেই টর্ক মোটরস তাদের প্রথম ফ্ল্যাঘশিপ ইলেকট্রিক মোটরসাইকেল Kratos-R লঞ্চ করে। সর্বোচ্চ ১০৫ কিমি প্রতি ঘন্টা গতিবেগে চলার সক্ষমতা রয়েছে এর। Kratos-R এর মধ্যে লাগানো ব্যাটারিটি পুরোপুরি চার্জে প্রায় ১৮০ কিমি পর্যন্ত পথ পাড়ি দিতে সাহায্য করে। ইকো, সিটি এবং স্পোর্টস এই তিন ধরনের রাইডিং মোডের পাশাপাশি পার্কিংয়ের সুবিধার জন্য একটি অতিরিক্ত রিভার্স মোড যুক্ত রয়েছে এতে। বর্তমানে গুজরাটের এই শহরে টর্ক মোটরস এর এই ইলেকট্রিক বাইকটির এক্স শোরুম মূল্য ১.৬৮ লাখ টাকা।

Kratos-R এর চেয়েও অধিক ক্ষমতার ই-বাইক আসছে শীঘ্রই

ক্রেতাদের মধ্যে যথেষ্ট সাড়া পাওয়ায় আগামী দিনে অধিক ক্ষমতা সম্পন্ন Kratos-X নামের আরও একটি ব্যাটারি চালিত বাইক আনতে চলেছে এই সংস্থা। ইতিমধ্যেই Kratos-X এর এক ঝলক দেখা গিয়েছিল ২০২৩ এর অটো এক্সপো-তে। যদিও এই বাইকটির ব্যাটারি ও মোটর স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে সমস্ত তথ্যই পর্দার আড়ালে রাখা রয়েছে।

Show Full Article
Next Story