Triumph একসাথে আটটি দুর্লভ বাইক ভারতে লঞ্চ করল, বাজারে কেবল এক বছর বিক্রি হবে

ব্রিটেনের প্রিমিয়াম টু-হুইলারের আইকনিক ব্র্যান্ড ট্রায়াম্ফ (Triumph) ভারতের বাজারে তাদের একগুচ্ছ মোটরসাইকেল ক্রোম...
SUMAN 26 Oct 2022 11:10 AM IST

ব্রিটেনের প্রিমিয়াম টু-হুইলারের আইকনিক ব্র্যান্ড ট্রায়াম্ফ (Triumph) ভারতের বাজারে তাদের একগুচ্ছ মোটরসাইকেল ক্রোম কালেকশন সহ হাজির করল। ক্রোম কালেকশনের তালিকায় রয়েছে আটটি মডেল। ইতিমধ্যেই মোটরসাইকেলগুলির বুকিং নেওয়া শুরু করেছে ট্রায়াম্ফ। এবছরের শেষ অথবা ২০২৩-এর শুরু থেকে এগুলির ডেলিভারি দেওয়া শুরু করা হবে। সংস্থার পুরনো মডেল 1937 Speed Twin থেকে 1960 Triton থেকে অনুপ্রাণিত হয়ে এই ক্রোম এডিশনের বাইকগুলি নিয়ে এসেছে সংস্থা। তবে এগুলি কেবলমাত্র এক বছরের জন্যই বিক্রি করা হবে বলে জানানো হয়েছে।

Rocket 3 R ও 3 GT Chrome Edition

Rocket 3 R-এ দেওয়া হয়েছে একটি জেট ব্ল্যাক অ্যাকসেন্ট সহ ক্রোম ফুয়েল ট্যাঙ্ক। 3 GT-এ রয়েছে একটি ভিন্ন ধরনের ডায়াব্লো রেড অ্যাক্সেন্ট। সামঞ্জস্যতা বজায় রাখতে ট্রায়াম্ফ এতে একটি জেট ব্ল্যাক ফ্লাই স্ক্রিন, হেডলাইট বাউল, ফ্রন্ট মাডগার্ড, রেডিয়েটার কাউল, সাইড প্যানেল এবং রিয়ার বডি ওয়ার্ক অফার করেছে। Rocket 3 R ও 3 GT Chrome Edition-এর দাম যথাক্রমে ২০.৮ লক্ষ টাকা ও ২১.৪ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

Bonneville T120, Speedmaster ও Bobber Chrome Edition

Bonneville T120 ব্লু প্রিন্ট পেইন্টেড অ্যাক্সেন্ট সহ ক্রোম ট্যাঙ্ক পেয়েছে। যেখানে Bobber-এ দেওয়া হয়েছে একটি জেট ব্ল্যাক পেইন্টেড ওভারলে এবং ট্রায়াম্ফ ট্রায়াঙ্গেল ট্যাঙ্ক ব্যাজিং। অন্যদিকে Speedmaster-আছে ডায়াব্লো রেড দ্বারা আবৃত ক্রোম ট্যাঙ্ক। প্রতিটি মডেল জেট ব্ল্যাক মাডগার্ড এবং সাইড প্যানেল সহ এসেছে। এদিকে T120 ও Speedmaster-এ জেট ব্ল্যাক হেডল্যাম্প বাউল রয়েছে। Bonneville T120-এর দাম ১১.৮৯ লক্ষ টাকা এবং Speedmaster ও Bobber-এর মূল্য ১২.৮৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

Bonneville T100

T100-এ দেওয়া হয়েছে চমৎকার ক্রোম এডিশন মেটাল স্ট্রাইপ সহ একটি কোবাল্ট ব্লু ট্যাঙ্ক। মাঠ গার্ড এবং সাইড প্যানেলে জেট ব্ল্যাক ফিনিশিং নজরে পড়েছে। Bonneville T100-এর ভারতের বাজারে মূল্য ১০.০৪ লক্ষ টাকা (এক্স-শোরুম)

Speed Twin 900 ও Scrambler 900 Chrome Edition

Speed Twin-এ উপস্থিত ক্রোম এডিশন মেটাল নি প্যাড ইনফিল, জেড ব্ল্যাক ট্যাঙ্ক স্ট্রাইপ এবং ট্রায়াম্ফ ট্রায়াঙ্গেল ট্যাঙ্ক ব্যাজিং সহ রেড হুপার স্কিম। অন্যদিকে Scrambler 900 ক্লাসিক জেট ব্ল্যাক ট্যাঙ্ক স্ট্রাইপ, বোল্ড ক্রোম এডিশন মেটাল নি প্যাড ইনফিল এবং ট্রায়াম্ফ ট্রায়াঙ্গেল ট্যাঙ্ক ব্যাজিং সহ ব্রুকল্যান্ডস গ্রীন স্কিম সহ এসেছে। উভয় মডেলেই সাইড প্যানেল এবং জেট ব্ল্যাক ম্যাড গার্ড ফিনিশিং রয়েছে। Speed Twin 900 ও Scrambler 900 Chrome Edition-এর দাম যথাক্রমে ৮.৮৪ লক্ষ টাকা ও ৯.৯৪ লক্ষ টাকা (এক্স-শোরুম)

Show Full Article
Next Story