অবিশ্বাস্য শক্তিধর Triumph Rocket 3 221 Special Edition ভারতে লঞ্চ হল
২৪৫৮ সিসি ইঞ্জিন, আর তার থেকে ২২১ এনএম টর্ক। আজ পর্যন্ত মোটরসাইকেলে এত বড় ইঞ্জিন থাকা তো দূরের কথা, এই পরিমাণ টর্ক...২৪৫৮ সিসি ইঞ্জিন, আর তার থেকে ২২১ এনএম টর্ক। আজ পর্যন্ত মোটরসাইকেলে এত বড় ইঞ্জিন থাকা তো দূরের কথা, এই পরিমাণ টর্ক পাওয়াটাই অভাবনীয়। তবে যেখানে সংস্থার নাম ট্রায়াম্ফ, সেখানে সবই সম্ভব। বিশ্বের প্রথম দু'চাকা গাড়ি হিসেবে ট্রায়াম্ফের অসীম ক্ষমতাসম্পন্ন Rocket 3 ক্রুজার বাইক তার ২৪৫৮ সিসি ইঞ্জিন থেকে ২২১ এনএম টর্ক উৎপন্ন করে ইতিমধ্যেই রেকর্ড গড়েছে। আর সেই কৃতিত্ব উদযাপিত করতে সংস্থাটি আজ ভারতে লঞ্চ করেছে একটি বিশেষ সংস্করণের মডেল। যার নাম Triumph Rocket 3 221 Special Edition।
Triumph Rocket 3 221 Special Edition দু'টি ভ্যারিয়েন্টে ভারতের বাজারে পাওয়া যাবে - R ও GT। প্রথমটির (R) দাম রাখা হয়েছে ২০.৮০ লক্ষ টাকা এবং দ্বিতীয়টির (GT) দাম ধার্য করা হয়েছে ২১.৪০ লক্ষ টাকা (এক্স-শোরুম)। মডেলগুলি রেড হপার পেইন্ট কালার অপশনে উপলব্ধ হবে।
Triumph Rocket 3 আর তার 221 Special Edition এর মধ্যে পার্থক্য শুধু কালার ও গ্রাফিক্সে। নতুন Triumph Rocket 3 221 Special Edition তার ফুয়েল ট্যাঙ্কে স্পেশ্যাল "২২১" ডিকাল পেয়েছে। এতে বেস কালার হিসেবে লালের আধিক্য চোখে পড়বে। এছাড়া ফ্লাইস্ক্রিন, সাইড প্যানেল, রিয়ার সেকশন, রেডিয়েটর কাউল, এবং হেডল্যাম্প কাউল স্যাফায়ার ব্ল্যাক কালারে পেইন্ট করা হয়েছে।
Triumph Rocket 3 221 Special Edition এর ২,৪৫৮ সিসি ইনলাইন থ্রি সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিনের আউটপুট ১৬৭ পিএস। এবং টর্কের পরিমাণ ২২১ এনএম৷ ইঞ্জিনকে যোগ্য সঙ্গত দেওয়ার জন্য রয়েছে একটি টর্ক-অ্যাসিস্ট হাইড্রোলিক ক্ল্যাচ।
এছাড়া ট্রায়াম্ফ রকেট ২ ২২১ স্পেশ্যাল এডিশনে ২০টি স্পোকের হালকা কাস্ট অ্যালুমিনিয়ামের মোটা চাকা, দু'দিকে Showa সাসপেনশন, কর্নারিং এবিএস, মাইট্রায়াম্ফ কানেক্টিভিটি সিস্টেম (অপশনাল)-সহ কালার টিএফটি ডিসপ্লে, কর্নারিং ট্র্যাকশন কন্ট্রোল, ক্রুজ কন্ট্রোল এবং চারটি রাইডিং মোড (রেড, রেন, স্পোর্ট, রাইডার) পাওয়া যাবে।