রিয়েল টাইমে যে কারোর সাথে বলা যাবে কথা, ইউজারদের জন্য নতুন অ্যাপ লঞ্চ করল Truecaller
চলতি সময়ে ডিজিটালি পরিচয় জানার জন্য Truecaller (ট্রুকলার) নামক কলার আইডি অ্যাপটির জুড়ি মেলা ভার। এমনিতে এই...চলতি সময়ে ডিজিটালি পরিচয় জানার জন্য Truecaller (ট্রুকলার) নামক কলার আইডি অ্যাপটির জুড়ি মেলা ভার। এমনিতে এই প্ল্যাটফর্মটির মাধ্যমে সম্পূর্ণ নিখরচায় কোনো অপরিচিত নম্বরের ইউজারের নাম জানতে পারা যায়। তাছাড়া এতে রয়েছে ফ্ল্যাশ মেসেজ, চ্যাটিং এবং কলার আইডি সেট করার মত কিছু অপশনও। সেক্ষেত্রে আপনি যদি এই অ্যাপের ইউজার হন, তাহলে আপনার জন্য রয়েছে এক দারুণ সুখবর! কারণ সম্প্রতি TrueCaller একটি নতুন অ্যাপ লঞ্চ করেছে। নবাগত এই অ্যাপটির নাম Open Doors (ওপেন ডোরস), যা একটি রিয়েল-টাইম অডিও চ্যাট অ্যাপ। অর্থাৎ সোজা কথায় বললে, এই অ্যাপটির মাধ্যমে রিয়েল টাইমে যে-কোনো ব্যক্তির সাথে কথা বলতে পারবেন ইউজাররা।
আপনাদের জানিয়ে রাখি, গুগল প্লে স্টোর (Google Play Store) ও অ্যাপল অ্যাপ স্টোর (Apple App Store) – উভয় জায়গা থেকেই ডাউনলোড করা যাবে এই নতুন অ্যাপ। এটি, স্টকহোম এবং ভারতের একটি বিশেষ টিম একযোগে বহু মাসের কঠোর পরিশ্রমের মাধ্যমে তৈরি করতে সক্ষম হয়েছে৷ এই বিষয়ে সংস্থার তরফে জানানো হয়েছে যে, বিগত বেশ কয়েক বছর ধরেই প্রায়শই ট্রুকলারে নিত্যনতুন ফিচার নিয়ে আসা হয়, যেগুলি ইউজারদের বিশেষভাবে কাজে আসে৷ সেক্ষেত্রে নবাগত এই অ্যাপটিও যে ব্যবহারকারীদের কাছে ব্যাপকভাবে গ্রহণযোগ্য হবে, সে ব্যাপারে বেশ আশাবাদী কোম্পানি। আসুন, এখন নতুন ওপেন ডোরস অ্যাপটির সম্পর্কে গুটিকয়েক কথা জেনে নেওয়া যাক।
কীভাবে কাজ করে Open Doors?
ওপেন ডোরসে অনবোর্ডিংয়ের প্রক্রিয়াটি অত্যন্ত সহজ। আপনি যদি ইতিমধ্যেই ট্রুকলার ব্যবহার করে থাকেন, তবে আপনি কেবলমাত্র একটি ট্যাপের মাধ্যমেই এতে সাইন-ইন করতে পারবেন। কিন্তু আপনি যদি ট্রুকলার ইউজার না হন, তবে আপনার ফোন নম্বরটি মিসড কল বা ওটিপির মাধ্যমে যাচাই করা হবে। এই অ্যাপ্লিকেশনটি ব্যবহারের জন্য কেবল দুটি জিনিসের অনুমতি প্রয়োজন – প্রথমটি হল কন্ট্যাক্ট লিস্ট এবং দ্বিতীয়টি ফোন পারমিশন। এদিকে অ্যাপটি ইংরেজি, হিন্দি, স্প্যানিশ, ল্যাটিন এবং ফরাসি ভাষা সাপোর্ট করবে।
প্রসঙ্গত জানিয়ে রাখি, Open Doors হল এমন একটি অ্যাপ যার মাধ্যমে আপনি খুব সহজেই কোনো কনভারসেশনে অংশগ্রহণ করতে পারবেন এবং যখন আপনি চাইবেন, তখনই আপনি সেখান থেকে বেরিয়েও আসতে পারবেন। Clubhouse (ক্লাবহাউস)-এর মত এই অডিও অ্যাপে কথা বলার জন্য পছন্দানুযায়ী মানুষদেরকে আমন্ত্রণ জানাতে অর্থাৎ ইনভাইট করতে হবে। এরপর কনভারসেশনে অংশগ্রহণকারী সকল ব্যক্তিদের কাছে একটি নোটিফিকেশন যাবে, যার মাধ্যমে তারা জয়েন করতে পারবেন। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপারটি হল, অ্যাপটির মাধ্যমে আপনি একসাথে অনেক লোকের সঙ্গে কানেক্ট করতে পারবেন। উপরন্তু সংস্থাটি দাবি করেছে যে, এই অ্যাপে ইউজারদের সম্পূর্ণ গোপনীয়তা বজায় থাকবে, কারণ এর কোনো ডেটা স্টোর করা হবে না। ফলে সামগ্রিকভাবে Truecaller Open Doors যে Clubhouse-কে জোর টক্কর দিতে চলেছে, সেকথা বলাই বাহুল্য।