TVS Apache RR 310 প্রথম ভারতীয় বাইক হিসেবে কীর্তি গড়ল, 200 kmph গতি অতিক্রম

প্রথম ভারতীয় বাইক হিসেবে নজির গড়ল টিভিএস (TVS)-এর মোটরসাইকেল। সংস্থার ফ্যাক্টরি রেসিং টিম টিভিএস রেসিং (TVS Racing)-এর ঘোষণায় গর্বে বুক ফুলে উঠতে বাধ্য। তারা জানিয়েছে…

প্রথম ভারতীয় বাইক হিসেবে নজির গড়ল টিভিএস (TVS)-এর মোটরসাইকেল। সংস্থার ফ্যাক্টরি রেসিং টিম টিভিএস রেসিং (TVS Racing)-এর ঘোষণায় গর্বে বুক ফুলে উঠতে বাধ্য। তারা জানিয়েছে রেস-স্পেক TVS Apache RR 310 প্রথম ভারতীয় বাইক হিসাবে রেসিং ট্রাকে ২০০ কিমি/ ঘন্টা গতিবেগের সূচক পার করেছে। মালয়েশিয়ার সেপাঙ্গ ইন্টারন্যাশনাল সার্কিটে (Sepang International Circuit)  ঘন্টা প্রতি ২০১.২ কিমি গতি তুলতে পেরেছে এটি।

সংস্থাটি আরও জানিয়েছে, TVS Asia One Make Championship 2022-এ অংশগ্রহণকারী প্রতিযোগীরা রেসিংয়ের উপযোগী  TVS Asia One Make Apache RR 310 মোটরসাইকেল চালাচ্ছেন। Apache RR 310-এর স্ট্যান্ডার্ড মডেলটির তুলনায় রেস স্পেক বাইকের বিভিন্ন অংশে মডিফাই করা হয়েছে।

এই প্রসঙ্গে টিভিএস মোটর কোম্পানির প্রিমিয়াম বিজনেস হেড ভিমল সুম্বলি জানান, “এই উদ্যোগ রাইডিং প্রেমীদের তাদের দক্ষতা ও সাহসিকতার প্রমাণ দেখানোর একটি প্ল্যাটফর্ম দিয়েছে। ‘ট্র্যাক রোড’ ফিলোজফি টিভিএস অ্যাপাচি সিরিজেকে প্রযুক্তি এবং কারিগরি দিক থেকে এগিয়ে নিতে উৎসাহিত করেছে।”

প্রসঙ্গত, রেস ট্রাকে চালানোর জন্য TVS Apache RR 310-এর অভ্যন্তরে প্রচুর অদলবলের মাধ্যমে উন্নত করে তোলা হয়েছে৷ যেমন এর ৩১২ সিস ফোর-ভাল্ভ লিকুইড কুল্ড ইঞ্জিন রোড লিগ্যাল (স্ট্যান্ডার্ড) মডেলের থেকে ৩৮% বেশি পাওয়ার উৎপন্ন করতে সক্ষম। ফোর্জড পিস্টন, টাইটেনিয়াম ভাল্ভ এবং এইচএলএইচডি ক্যামস ইঞ্জিনকে আরও শক্তিশালী করে তুলেছে।

গতিবেগ বাড়ানোর জন্য দেওয়া হয়েছে র‍্যাম এয়ার ইন্টেক সিস্টেম। এছাড়াও, শক্তি বাড়ানোর পাশাপাশি বাইকটির সার্বিক ওজন কমিয়ে আনতে বডি ওয়ার্ক, হুইল এবং সাব ফ্রেমে ব্যবহার করা হয়েছে কার্বন ফাইবার। এছাড়া এতে দেওয়া হয়েছে কাস্টম বিল্ট ওহলিন্স অ্যাডজাস্টেবল এবং সাসপেনশন, ডানলপের নরম টায়ার।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন