বৈদ্যুতিক সাইকেলের বাজার ধরতে ইউরোপের অন্যতম বড় ই-বাইক সংস্থাকে কিনে নিল TVS

ইউরোপের অন্যতম বৃহৎ ইলেকট্রিক বাইক প্রস্তুতকারী সংস্থা সুইস ই-মোবিলিটি গ্রুপ (Swiss E-Mobility Group) অধিগ্রহণের কথা ঘোষণা করল টিভিএস (TVS)৷ গতকাল টিভিএস-এর তরফে জানানো হয়েছে যে,…

ইউরোপের অন্যতম বৃহৎ ইলেকট্রিক বাইক প্রস্তুতকারী সংস্থা সুইস ই-মোবিলিটি গ্রুপ (Swiss E-Mobility Group) অধিগ্রহণের কথা ঘোষণা করল টিভিএস (TVS)৷ গতকাল টিভিএস-এর তরফে জানানো হয়েছে যে, সিঙ্গাপুরের সহযোগী সংস্থার (টিভিএস মোটর সিঙ্গাপুর) মাধ্যমে এসইএমজি (SEMG)-এর ৭৫% অংশীদারি হাতে নিয়েছে তারা৷

এসইএমজি মধ্য-ইউরোপের তিন অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ জার্মানি, অস্ট্রিয়া, এবং সুইজারল্যান্ডে পসার জমিয়েছে৷ তারা সিম্পেল (Simpel) সিলো (Cilo), অ্যালেগ্রো (Allegro), এবং জেনিথ (Zenith)-এর মতো নামকরা ই-বাইক ব্র্যান্ডের মালিক৷ সংস্থাটির আয় প্রায় ১০০ মিলিয়ন ডলার (প্রায় ৭৫০ কোটি টাকা) ছুঁইছুই৷ পার্সোনাল মোবিলিটি সেগমেন্টে যা সত্যিই চমকানোর মতো৷

সুইস ই-মোবিলিটি গ্রুপ-এর হাত ধরে ইউরোপে ব্যবসা বিস্তারের ছক কষছে টিভিএস৷ ইতিমধ্যেই নর্টন এবং ইগো মুভমেন্ট-এর মতো সংস্থা টিভিএস-এর ছত্রছায়ায় এসেছে৷ চেন্নাইয়ে সদরদপ্তর থাকা ভারতীয় সংস্থাটির লক্ষ্য, প্রিমিয়াম ও প্রযুক্তিগত দিক থেকে উন্নত পণ্যের মাধ্যমে ইউরোপবাসীর মন জয় করা৷

পরিবেশ সচেতনতা এবং জ্বালানির দাম বৃদ্ধি বিগত কয়েক বছরে ইলেকট্রিক বাইসাইকেলের চাহিদা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছ৷ ব্যাটারি থাকে বলে প্যাডেল ছাড়াই চালানোর সুবিধা, আধুনিক ফিচারের সংযোজন, এবং সামাজিক দূরত্ব বজায় রাখার প্রচেষ্টায় গণপরিবহণ এড়াতে অনেকেই ঝুঁকছেন ই-সাইকেলে৷ তা ছাড়া সরকারি সমর্থন ও সচেতনতা বৃদ্ধির কারণে ইউরোপে ই-বাইসাইকেলের বাজার ১৮% সিএজিআর (যৌগিক বার্ষিক বৃদ্ধির হার) বাড়ছে৷

এসইএমজির অধিগ্রহণের মাধ্যমে ইউরোপের ই-বাইসাইকেলের বাজার টিভিএস এক নতুন সম্ভাবনা খুলে দিতে চাইছে বলে মত সংশ্লিষ্ট মহলের৷ এদিকে  অফলাইন মার্কেটের পাশাপাশি অনলাইন মার্কেটেও সমান উপস্থিতি রয়েছে সুইস সংস্থাটির৷ বর্তমান তাদের দু’টি অনলাইন বিপণি এবং ৩১টি অফলাইন রিটেল স্টোর আছে ৷

অধিগ্রহণ প্রসঙ্গে টিভিএস মোটর কোম্পানি-র চেয়ারম্যান ভেনু শ্রীনিবাসন বলেন,”আমরা সবসময় ‘সাসটেইনেবিলিটি’-তে দায়বদ্ধ এবং ১০ বছরের বেশি সময় ধরে বৈদ্যুতিক যানবাহন ক্ষেত্রে বিনিয়োগ করে আসছি৷ পরিবেশ এবং ব্যক্তিগত সুস্থতার উপরে গুরুত্ব বাড়ার ফলে নতুন মোবিলিটি সমাধানের চাহিদাকে ত্বরান্বিত করছে৷ আর এই পরিবর্তনে নেতৃত্ব দেওয়ার  জন্য টিভিএস লগ্নি করছে৷”

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন