মে মাসেও ছন্দ বজায় রাখল TVS, মোটরসাইকেল ও স্কুটার বেচল তিন লাখের উপরে

মে মাস শেষ হতেই গাড়ি সংস্থাগুলি একে একে বিক্রির পরিসংখ্যান প্রকাশ করছে। এবার দেশীয় টু-হুইলার সংস্থা টিভিএস (TVS)-এর গত...
Suman Patra 2 Jun 2022 11:03 PM IST

মে মাস শেষ হতেই গাড়ি সংস্থাগুলি একে একে বিক্রির পরিসংখ্যান প্রকাশ করছে। এবার দেশীয় টু-হুইলার সংস্থা টিভিএস (TVS)-এর গত মাসের ব্যবসার হালহকিকত সামনে এল। পরিসংখ্যান বলছে গত মাসে ভারতের বাজার ও রপ্তানি মিলিয়ে মোট ৩,০২,৯৮২টি যানবাহন বিক্রয় করেছে টিভিএস। ২০২১-এর একই সময়ে যার পরিমাণ ছিল ১,৬৬,৮৮৯ ইউনিট।

গত বছর করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে জারি হওয়া সরকারি বিধি নিষেধের ফলে প্রভাব পড়েছিল সংস্থার ব্যবসায়। যার প্রত্যক্ষ প্রমাণ ছিল সে বছর মে মাসের বিক্রি। ২০২২-এর এপ্রিলের তুলনায় মে-তে মাত্র ২.৬% বিক্রি বাড়তে দেখা গেছে টিভিএসের। তবে ২০২১-এর মে-তে সংস্থার টু-হুইলার বিক্রি ১,৫৪,৪১৬ থেকে বেড়ে গত মাসে হয়েছে ২,৮৭,০৫৮ ইউনিট। আবার গত মাসে ভারতে সংস্থার ১,৯১,৪৮২টি টু-হুইলার বিক্রি হয়েছে৷ তুলনাস্বরূপ, আগের বছরের ওই সময়ে যার পরিমাণ ছিল ৫২,০৮৪ ইউনিট।

গত মাসে ভারতে স্কুটারের তুলনায় বাইক বেশি বিক্রি করেছে টিভিএস। ২০২১-এর মে মাসে তাদের ১,২৫,১৮৮টি বাইক বিক্রি হয়েছিল। গত মাসে তা ১,৪৮,৫৭০ ইউনিটে পৌঁছেছে। আবার স্কুটারের বিক্রিতেও ঘটেছে উত্থান। ২০২১-এর মে মাসে ১৯,৬২৭টি স্কুটার বিক্রি হয়েছিল টিভিএসের। গত মাসে তা বেড়ে ১,০০,৬৬৫ ইউনিটে দাঁড়িয়েছে। ফলে স্কুটারের বিক্রি ৪১৩% বৃদ্ধি পেয়েছে।

টিভিএসের একমাত্র ইলেকট্রিক স্কুটার iQube গত মাসে এটি ২,৬৩৭ জন নতুন ক্রেতার খোঁজ পেয়েছে। উল্লেখ্য, সম্প্রতি স্কুটারটির নতুন ভার্সনে বাজারে পা রেখেছে। আবার তিন চাকার গাড়ি বিক্রিতেও ঘটেছে জয়জয়কার টিভিএস-এর। গত মাসে সংস্থার ১৫,৯২৪টি থ্রি-হুইলার বিক্রি হয়েছে। ২০২১-এর একই সময়ে যা ছিল ১২,৪৭৩টি।

Show Full Article
Next Story