বাইক-স্কুটারের চাহিদা চোখে পড়ার মতো, বাজারে দাপট বাড়িয়ে চলেছে TVS
সময়টা বেশ ভালই যাচ্ছে তামিলনাড়ুতে জন্ম নেওয়া ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম টু-হুইলার নির্মাণকারী সংস্থা TVS-র। ডিসেম্বর...সময়টা বেশ ভালই যাচ্ছে তামিলনাড়ুতে জন্ম নেওয়া ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম টু-হুইলার নির্মাণকারী সংস্থা TVS-র। ডিসেম্বর শুরু হতেই প্রকাশ পেয়েছে সংস্থার গত মাসের দুই চাকার বিক্রির হিসাব নিকাশ। আর তাতেই স্পষ্ট ২০২১ সালের নভেম্বর মাসের তুলনায় চলতি বছরের নভেম্বরে তাদের বিক্রিবাট্টা বেড়েছে ২ শতাংশ। গত মাসে সংস্থার ২,৭৭,১২৩ ইউনিট দুই ও তিন চাকা গাড়ি বিক্রি হয়েছে। তুলনাস্বরূপ, গত বছরের নভেম্বরে ওই সংখ্যাটি ছিল ২,৭২,৬৯৩ ইউনিট।
এর মধ্যে শুধুমাত্র গত মাসে বিক্রি হওয়া টু-হুইলারের সংখ্যাই হলো ২,৬৩,৬৪২ ইউনিট। যেখানে ২০২১ এর নভেম্বরে টিভিএস মোট ২,৫৭,৮৬৩ জন গ্রাহকের হাতে তুলে দিতে পেরেছিল তাদের স্কুটার ও বাইকের চাবি। অর্থাৎ দুই চাকার পরিপ্রেক্ষিতেও চলতি বছরের নভেম্বরে গত বছরের নভেম্বরের তুলনায় ২ শতাংশ বিক্রি বেড়েছে।
এর পাশাপাশি দেশীয় বাজারেও উল্লেখযোগ্যভাবে ব্যবসার প্রসার করতে পেরেছে টিভিএস। ভারতের বাজারে ২০২২ সালের নভেম্বরে বাইক-স্কুটার বিক্রি হয়েছে ১,৯১,৭৩০টি। আর গত বছরের নভেম্বরে এই সংখ্যাটি ছিল ১,৭৫,৯৪০। এক্ষেত্রেও তাদের বিক্রিতে জোয়ার এসেছে ৯ শতাংশ।
সমগ্র টু-হুইলারের মধ্যে এবার মোটরসাইকেল আর স্কুটার ভিত্তিক বিশদে পর্যবেক্ষণ করলে দেখা যাবে চলতি বছরের নভেম্বর ও গত বছরের নভেম্বরে বিক্রি হওয়া মোট বাইকের সংখ্যা যথাক্রমে ১,৪৫,০০৬ ইউনিট ও ১,৪০,০৯৭ ইউনিট। এই সেগমেন্টেও তাদের বিক্রি বেড়েছে ৪%। তবে স্কুটারের ক্ষেত্রে তাদের স্কোরকার্ড আরও উজ্জ্বল। গত বছরের নভেম্বরে ৭৫,০২২ টি স্কুটার গ্রাহকদের হাতে তুলে দিতে পারলেও এ বছরের নভেম্বরে সেই সংখ্যাটি ১২% বেড়ে হয়েছে ৮৩,৬৭৯ ইউনিট।
অন্যদিকে টিভিএস-র একমাত্র ইলেকট্রিক স্কুটার iQube এর বিপুল চাহিদা। সম্প্রতি কয়েক মাস আগেই এর নতুন একটি সংস্করণ বাজারে আসে। আর সেই সঙ্গেই তাদের এই বৈদ্যুতিক স্কুটারের বিক্রিয়াও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। যেখানে ২০২১ এর নভেম্বরে মাত্র ৬৯৯টি স্কুটার ডেলিভারি দিতে পেরেছিল তারা ২০২২ এর নভেম্বরে সেই সংখ্যাটি লক্ষণীয় ভাবে বেড়ে হয়েছে ১০,০৫৬ ইউনিট। এই প্রথম বিক্রি পাঁচ অঙ্কের ঘরে পৌঁছেছে।
তবে রপ্তানির ক্ষেত্রে খানিকটা মন্দায় চলছে এই সংস্থা। বিগত নভেম্বরে বিদেশে পাড়ি দেওয়া তাদের মোট মডেলের সংখ্যা ৮৪,১৩৪টি, যেখানে বিগত বছরের নভেম্বরে এই সংখ্যাটি ছিল ৯৬,০০০। এর মধ্যে গত মাসে মোট ৭১,৯১২টি টু-হুইলার বিদেশে পাড়ি দিলেও গত বছরের নভেম্বরে মোট ৮১,৯২৩ টি এমন দুই চাকার মডেল রপ্তানি করেছিল তারা। অন্যদিকে তিন চাকার গাড়ির ক্ষেত্রেও তাদের বাজার যথেষ্ট তলানিতে। সবশেষে, ২০২২ এর নভেম্বর টিভিএসের থ্রি-হুইলারের বিক্রি হয়েছে ১৪,৮৩০ ইউনিট। ২০২১-এর একই সময়ের তুলনায় ১,৩৪৯ ইউনিট বেশি।