TVS Ntorq 125 XT: হাই-টেক ফিচার-সহ নয়া স্কুটার শীঘ্রই লঞ্চ করবে টিভিএস, টিজার প্রকাশ

TVS Ntorq 125 বর্তমানে দেশের অন্যতম জনপ্রিয় স্পোর্টি স্কুটার। বছর তিনেক আগে লঞ্চ হওয়া এই দু'চাকা গাড়ি ইতিমধ্যেই অংসখ্য...
SUMAN 28 April 2022 5:28 PM IST

TVS Ntorq 125 বর্তমানে দেশের অন্যতম জনপ্রিয় স্পোর্টি স্কুটার। বছর তিনেক আগে লঞ্চ হওয়া এই দু'চাকা গাড়ি ইতিমধ্যেই অংসখ্য ব্যবহারকারীর মন জয় করে নিয়েছে। গ্রাহকদের চাহিদা অনুযায়ী, স্কুটারটি এখন পাঁচটি ভ্যারিয়েন্টে উপলব্ধ। এবার এনটর্ক পরিবারে নতুন সদস্যের আগমনের বার্তা দিল টিভিএস। টিজারে XT শব্দ হাইলাইট করার ইঙ্গিত, এর নামকরণ হবে TVS Ntorq 125 XT। এনটর্ক ইতিমধ্যেই ভারতের অন্যতম সেরা ফিচার সমৃদ্ধ স্কুটার। আপকামিং ভ্যারিয়েন্টে নতুন নতুন ফিচার থাকার ফলে খেলা জমবে বলেই মনে করা হচ্ছে।

TVS Ntorq 125 XT খুব শীঘ্রই ভারতে লঞ্চ হবে

টিজার শেয়ার করে টিভিএস ইন্সটাগ্রামে লিখেছে, প্রযুক্তির ক্ষেত্রে একটি নতুন বেঞ্চমার্ক সৃষ্টি করতে চলেছি আমরা। যা বাকিদের তুলনায় আপনাকে এগিয়ে রাখবে। আমাদের পরবর্তী পদক্ষেপ (NEXT MOVE) জানতে সঙ্গে থাকুন!” অনুমান, TVS Ntorq 125 XT নতুন ইউজার ইন্টারফেস-সহ আপডেটেড ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, উন্নত রাইডিং মোডে, এবং নয়া কালার স্কিমের সঙ্গে লঞ্চ হবে।

তবে কারিগরির ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন করা হবে না বলেই আশা করা যায়। সাধারণ Ntorq-এর মতো XT ভ্যারিয়েন্ট ১২৪.৮ সিসি সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড এবং RT-Fi (রেস টিউনড ফুয়েল-ইঞ্জেকশন) সিভিটি প্রযুক্তির ইঞ্জিনে দৌড়বে, যা থেকে ৯.২ এইচপি শক্তি এবং ১০.৫ এনএম টর্ক উৎপন্ন হবে।

TVS Ntorq-এর বর্তমান বাজার চলতি মডেলটি চারটি ভিন্ন ভার্সনে বেছে নেওয়া যায় - ড্রাম, ডিস্ক, রেস এডিশন, সুপার স্কোয়াড এডিসন এবং রেসএক্সপি। RaceXP ভ্যারিয়েন্টটির আউটপুট ১০ এইচপি। ফলে এটি ভারতের ১২৫ সিসি ইঞ্জিনের সবচেয়ে শক্তিশালী স্কুটার। TVS Ntorq 125-এর দাম ৭৭,১০৬-৮৯,২১১ টাকা (এক্স-শোরুম)। বাজারে স্কুটারটির প্রতিদ্বন্দ্বীদের তালিকায় রয়েছে Suzuki Avenis 125, Honda Activa 125 এবং Suzuki Access 125।

Show Full Article
Next Story