TVS Radeon: মধ্যবিত্তের প্রিয় এই বাইক নতুন রঙে বাজারে এল, পাওয়া যাবে মোট ১১টি কালারে

টিভিএস মোটর কোম্পানি (TVS Motor Company) দু’টি নতুন ডুয়াল টোন পেইন্ট স্কিমের সাথে তাদের জনপ্রিয় Radeon কমিউটার মোটরসাইকেল লঞ্চ করেছে। নতুন সেই কালার অপশনগুলি হল…

টিভিএস মোটর কোম্পানি (TVS Motor Company) দু’টি নতুন ডুয়াল টোন পেইন্ট স্কিমের সাথে তাদের জনপ্রিয় Radeon কমিউটার মোটরসাইকেল লঞ্চ করেছে। নতুন সেই কালার অপশনগুলি হল – লাল/কালো এবং নীল/কালো৷ ডুয়াল টোন কালারে Radeon-এর বেস ভ্যারিয়েন্ট (ড্রাম ব্রেক) নিতে চাইলে খরচ করতে হবে ৬৯ হাজার ৯৬২ টাকা। অন্য দিকে, ডুয়াল টোন রঙে কমিউটার বাইক অফ দ্য ইয়ার (ডিস্ক ব্রেক) ভার্সন পছন্দ করলে দিতে হবে ৭২ হাজার ৯৬২ টাকা। (কলকাতার এক্স-শোরুম দাম)।

  1. TVS Radeon কালার

    কালার ভ্যারিয়েন্ট অনুযায়ী টিভিএস রেডিয়নের হেডল্যাম্প কাউল, ফুয়েল ট্যাঙ্ক, এবং সাইড প্যানেলে লাল/ নীল রঙ করা হয়েছে। এছাড়া মোটরসাইকেলটির অন্যান্য অংশ কালো রঙের।

    নতুন দুই ডুয়াল-টোন পেইন্ট স্কিমের পাশাপাশি টিভিএস রেডিয়নের বেস এডিশন আগের মতো রিগাল ব্লু, পার্ল হোয়াইট, মেটাল ব্ল্যাক, গোল্ডেন বেইজ, রয়্যাল পার্পেল, আর ভলক্যানো রেড এবং ডিস্ক ভার্সন ক্রোম ব্ল্যাক, ক্রোম ব্রাউন এবং ক্রোম পার্পল কালারে পাওয়া যাবে।

  2. TVS Radeon নতুন কিছু যুক্ত হয়েছে কী?

    না, ডুয়াল-টোন পেইন্ট স্কিম বাদ দিলে টিভিএস রেডিয়নে কোনও আপডেট দেওয়া হয়নি। স্পেসিফিকেশন, ফিচার সব এক।

TVS Radeon: খুঁটিনাটি

টিভিএস রেডিয়নে ১০৯.৭ সিসি-র ইকো-থ্রাস্ট ফুয়েল ইঞ্জেকটেড ইঞ্জিন আছে, যা ৮.০৮ বিএচপি ও ৮.৭ এনএম টর্ক উৎপন্ন করে। সেল্ফ স্টার্ট এবং কিক স্টার্টের সুবিধা উপস্থিত।

টিভিএস রেডিয়নের ফিচারগুলির মধ্যে অত্যন্ত শক্তিশালী বক্স আইরন চ্যাসিস, দুর্দান্ত মাইলেজ, ডিআরএল-সহ ক্রোম বেজেলযুক্ত হেডল্যাম্প, গাড়ির মতো স্পিডোমিটার, মোবাইল চার্জিং পোর্ট, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর উল্লেখযোগ্য।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন