TVS Raider: দেখলে মনেই হবে না ১২৫ সিসির! ভারতের পর এবার বাংলাদেশে ম্যাচো বাইক লঞ্চ করল টিভিএস
টিভিএস মোটর কোম্পানি (TVS Motor Company) ভারত, লাতিন আমেরিকা ও নেপালের পর এবার বাংলাদেশে তাদের ১২৫ সিসি মোটরসাইকেল, TVS...টিভিএস মোটর কোম্পানি (TVS Motor Company) ভারত, লাতিন আমেরিকা ও নেপালের পর এবার বাংলাদেশে তাদের ১২৫ সিসি মোটরসাইকেল, TVS Raider লঞ্চ করল। Apache সিরিজের মাধ্যমে সে দেশের গতিপ্রেমী তরুণ প্রজন্মের মন জিততে ইতিমধ্যেই সক্ষম হয়েছে ভারতের অন্যতম বৃহত্তম টু-হুইলার সংস্থাটি। এবার Raider 125 মডেলটিকে পুঁজি করে প্রতিবেশী দেশে সর্বাধিক চাহিদা থাকা কমিউটার বাইকের বাজারে অংশীদারিত্ব বাড়াতে উদ্যোগী হল তারা।
বেশি মাইলেজ এবং কম মেন্টেনেন্সের কারণে দৈনন্দিন যাতায়াতের জন্য কমিউটার বাইকের ক্রেতার সংখ্যা সবচেয়ে বেশি। কিন্তু এখনকার নবীন প্রজন্ম এই ধরনের বাইকের মধ্যে স্পোর্টি স্টাইলিশ এলিমেন্টের খোঁজ করে। তাই গত বছরের সেপ্টেম্বরে ভারতের বাজারে রেডার বাইকটি নিয়ে এসেছিল টিভিএস। দেশে দুর্দান্ত সাড়া পাওয়ার ফলে আত্মবিশ্বাসী টিভিএস প্রথমে নেপাল, তারপর লাতিন আমেরিকা, এবং এখন বাংলাদেশের বাজারে রেডার ১২৫ নিয়ে হাজির হয়েছে।
টিভিএস রেডারে এমন কিছু ফিচার আছে, যা এই সেগমেন্টের অন্যান্য বাইকে সচরাচর দেখা যায় না। এলসিডি ডিজিটাল কনসোল, ফাঙ্কি হেডলাইট, ইউনিক লুকিং টেল লাইট ও ডিআরএল, থ্রিভি আইটাচ স্মার্ট, এবং ফার্স্ট-ইন-ক্লাস আন্ডারসিট স্টোরেজ (মোবাইল, ডকুমেন্ট রাখার জন্য) সেগুলির মধ্যে উল্লেখযোগ্য।
টিভিএস রেডারে রয়েছে ১২৪.৮ সিসি, এয়ার কুল্ড ইঞ্জিন, যা ৭,৫০০ আরপিএম গতিতে ১১.৪ বিএইচপি শক্তি এবং ১১.২ এনএম টর্ক উৎপন্ন করে৷ ইকো এবং পাওয়ার রাইডিং মোডের সঙ্গে এসেছে টিভিএস রাইডার। ইকো মোডে তেল কম পুড়বে৷ আর পাওয়ার মোড দ্রুত গতিতে বাইক চালানোর জন্য। ৫.৭ সেকেন্ডের মধ্যে ঘন্টা প্রতি ০-৬০ কিমি গতি তোলা যাবে। কমিউটার বাইকের ক্ষেত্রে যা বড় পাওনা। উল্লেখ্য, ১২৫ সিসি-র বাইক হলেও অত্যন্ত অ্যাগ্রেসিভ ডিজাইন পেয়েছে টিভিএস রেডার, যা একে বিশেষ করে তুলেছে।
লঞ্চ প্রসঙ্গে টিভিএস অটো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর জে একরাম হুসেন বলেন,"বাংলাদেশের ভোক্তারা বরাবরই টিভিএসের বেস্ট-ইন-ক্লাস বাইকগুলির প্রতি ইতিবাচক সাড়া দিয়ে এসেছেন৷ আমি নিশ্চিত যে, টিভিএস রেডারের ক্ষেত্রেও তার পুনরাবৃত্তি হবে।"