রেট্রো বাইক কিনবেন? Kawasaki W175 ও TVS Ronin এর মধ্যে কোনটা আপনার জন্য উপযুক্ত
ক'মাস আগে ভারতের বাজারে টিভিএস মোটর কোম্পানি (TVS Motor Company) তাদের প্রথম রেট্রো স্টাইলের বাইক Ronin 225 লঞ্চ করেছে।...ক'মাস আগে ভারতের বাজারে টিভিএস মোটর কোম্পানি (TVS Motor Company) তাদের প্রথম রেট্রো স্টাইলের বাইক Ronin 225 লঞ্চ করেছে। আধুনিক ও সাবেকি নকশার মোটরসাইকেলটি স্টাইলের নিরিখে Zeppelin R কনসেপ্ট মডেল থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছিল। কারিগরি দিক থেকে এদের মধ্যে বিস্তর ফারাক লক্ষ্য করা গিয়েছে। এদেশে TVS Ronin 225-এর প্রতিপক্ষের জায়গা দখল করেছে Kawasaki W175। সম্প্রতি লঞ্চ হওয়া রেট্রো বাইকটি হল ভারতে কাওয়াসাকির সবচেয়ে সস্তার মডেল। এই প্রতিবেদনে মোটরসাইকেল দুটির তুলনাস্বরূপ আলোচনা রইল।
TVS Ronin 225 vs Kawasaki W175 ডিজাইন
Ronin 225 হল একাধিক ভিন্ন বডি স্টাইলের সংমিশ্রণ। নিও-রেট্রো মোটরসাইকেলটির সামনে একটি গোলাকৃতি এলইডি হেডল্যাম্প এবং টার্ন ইন্ডিকেটর রয়েছে। আবার এর বৃহৎ ফুয়েল ট্যাঙ্ক এবং মোটা গোল্ডেন ফর্কের কারণে পাশ থেকে দেখলে এটিকে বেশ পেশীবহুল মনে হয়। আর পেছন থেকে দেখলে Ronin একটি স্ক্র্যাম্বলার বাইকের সদৃশ দেখায়।
অন্যদিকে, Kawasaki W175 হল একটি আদর্শ রেট্রো মোটরসাইকেল। এতি রয়েছে একটি সার্কুলার হেডল্যাম্প, বর্গাকৃতি টেলল্যাম্প এবং ডিম্বাকৃতি টার্ন ইন্ডিকেটর। তবে এতে কোনো এলইডি লাইট অফার করা হয়নি। প্রতিটিই হল হ্যালোজেন লাইট।
TVS Ronin 225 vs Kawasaki W175 ফিচার
টিভিএস তাদের মোটরসাইকেলটিতে অফারের বন্যা বইয়ে দিয়েছে। Ronin 225-এ রয়েছে অফসেট ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি, অ্যাডজাস্টেবল লিভার, একটি সাইলেন্ট স্টার্ট সিস্টেম, এবিএস মোড এবং অল এলইডি লাইটিং।
অন্যদিকে, W175-এর ফিচারের তালিকায় উপস্থিত একটি সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, যেখানে ওডোমিটার, ফুয়েল গজ, একটি ট্রিপ মিটার সহ অন্যান্য তথ্য ভেসে উঠবে। এতে আবার সিঙ্গেল চ্যানেল এবিএস অফার করা হয়।
TVS Ronin 225 vs Kawasaki W175 ইঞ্জিন
ইঞ্জিনের প্রসঙ্গে বললে TVS Ronin 225, Kawasaki W175-এর চাইতে বেশ শক্তিশালী। এতে দেওয়া হয়েছে একটি ২২৫ সিসি অয়েল কুল্ড ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ ২০.৪ বিএইচপি শক্তি এবং ১৯.৯৩ এনএম টর্ক উৎপন্ন হয়।
এদিকে Kawasaki W175-এ একটি এয়ার কুল্ড ১৭৭ সিসি ইঞ্জিন, যা থেকে ১৩ পিএস শক্তি এবং ১৩.২ এনএম টর্ক পাওয়া যায়। উভয় মোটরসাইকেলের ইঞ্জিনের সাথে সংযুক্ত ৫-স্পিড গিয়ার বক্স এবং একটি স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ।
TVS Ronin 225 vs Kawasaki W175 দাম
Kawasaki W175-এর দাম ১.৪৭ লক্ষ টাকা (এক্স-শোরুম)। অন্যদিকে, Ronin 225-এর মূল্য ১.৪৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। হতে পারে এর দাম একটু বেশি। কিন্তু Ronin 225-এ W175-এর তুলনায় অনেক বেশি প্রিমিয়াম ফিচার উপলব্ধ।