TVS এর হাত ধরে ভারতে ফিরছে প্রিমিয়াম মোটরসাইকেল ব্র্যান্ড Norton

দেউলিয়া অবস্থা থেকে নতুন করে প্রাণ ফিরে পাওয়া। টিভিএস (TVS)-এর দৌলতেই এভাবেই আইকনিক ব্রিটিশ মোটরসাইকেল ব্র্যান্ড নর্টন (Norton)-এর পুনরুজ্জীবন ঘটেছিল। গত বছরের এপ্রিলে টিভিএস তার…

দেউলিয়া অবস্থা থেকে নতুন করে প্রাণ ফিরে পাওয়া। টিভিএস (TVS)-এর দৌলতেই এভাবেই আইকনিক ব্রিটিশ মোটরসাইকেল ব্র্যান্ড নর্টন (Norton)-এর পুনরুজ্জীবন ঘটেছিল। গত বছরের এপ্রিলে টিভিএস তার বিদেশে শাখা সংস্থাগুলির একটি মাধ্যমে নর্টনকে নগদ ১৬ মিলিয়ন পাউন্ডে (প্রায় ১৫৩ কোটি টাকা) অধিগ্রহণ করেছিল। ফলে টিভিএস যেখানে মালিক সংস্থা, সেখানে নর্টন ভারতের মোটরসাইকেল মার্কেটে পুনরায় পা রাখতে পারে বলে দাবি করা হচ্ছিল। জল্পনার নতুন মাত্রা যোগ করে এখন সূত্র মারফত খবর, টিভিএস ভারতে নর্টন ব্র্যান্ড লঞ্চ করতে চলেছে।

টিভিএসের হাত ধরে নর্টন কবে ভারতে পা রাখতে পারে, তার সম্ভাব্য টাইমলাইন অবশ্য জানা যায়নি। তবে বিষয়টি যে অত্যন্ত সময়পেক্ষ তা বলার অপেক্ষা রাখে না। প্রসঙ্গত, ভারতে চারটি মোটরসাইকেলের নাম নর্টন ট্রেডমার্ক করেছে — নর্টন কম্যান্ডো, নর্টন এটলাস, নর্টন ম্যাঙ্কস, এবং নর্টন ফাস্টব্যাঙ্ক। যদিও আগে টিভিএস মোটর কোম্পানির জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর সুদর্শন ভেনু বলেছিলেন, নর্টন মোটরসাইকেলের উৎপাদন ব্রিটেন থেকে ভারতে সরানোর কোনো পরিকল্পনা তাদের নেই।

নর্টনকে বিশ্বব্যাপী প্রিমিয়াম মোটরসাইকেল ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করার জন্য টিভিএস অবশ্যই নর্টনের এগজিস্টিং ডিজাইন ও ইঞ্জিনিয়ারিং টিমের দিকে তাকিয়ে থাকবে। আবার সুদূর ভবিষ্যতে দু’ই সংস্থার মধ্যে টেকনোলজি ট্রান্সফার বা প্রযুক্তির আদানপ্রদান হওয়ারও সম্ভাবনা আছে।

বলে রাখি, নর্টন ক্রুজার এবং পারফরম্যান্স সেগমেন্টে ৬০০ সিসি থেকে ১,২০০ সিসি পর্যন্ত বাইক তৈরি করে থাকে। উল্লেখ্য, সংস্থাটি কিন্তু ভারতেও পসার জমানোর চেষ্টা করেছিল। সেই উদ্দেশ্যে নর্টন বছর চারেক আগে কাইনেটিক গ্রুপ অফ মোটরসাইকেলের সঙ্গে জোট বেঁধেছিল। যদিও সে প্রচেষ্টা সফল হয়নি। এখন দেখার টিভিএস ভারতে নর্টনকে জনপ্রিয় ব্র্যান্ড হিসেবে তুলে আনতে পারে কিনা!

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন