TVS Zeppelin R: টিভিএস-এর প্রথম ক্রুজার বাইক জুনেই লঞ্চ হতে পারে, তুঙ্গে জল্পনা

২০১৮-র অটো এক্সপো প্রদর্শনীতে আত্মপ্রকাশ করেছিল TVS Zeppelin Power Cruiser৷ কিন্তু মোটরসাইকেলটি কবে বাজারে আসবে সে বিষয়ে হালে কোনো খবর সামনে আসেনি। তবে এখন এক…

২০১৮-র অটো এক্সপো প্রদর্শনীতে আত্মপ্রকাশ করেছিল TVS Zeppelin Power Cruiser৷ কিন্তু মোটরসাইকেলটি কবে বাজারে আসবে সে বিষয়ে হালে কোনো খবর সামনে আসেনি। তবে এখন এক অটো পোর্টালের রিপোর্টে দাবি করা হয়েছে, জুনেই ভারতে লঞ্চ হবে TVS Zeppelin ক্রুজার বাইক। যদিও সংস্থার তরফে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রিপোর্টে দাবি করা হয়েছে নতুন Zeppelin R Cruiser মাইল্ড-হাইব্রিড প্রযুক্তি-সহ একটি ২২০ সিসি সিঙ্গেল সিলিন্ডার পেট্রোল ইঞ্জিনের সঙ্গে আসবে। নমুনা মডেলে ৪৮ ভোল্ট লিথিয়াম আয়ন ব্যাটারির সাথে যুক্ত ছিল ১,২০০ ওয়াট রিজেনারেটিভ অ্যাসিস্ট মোটর। প্রয়োজন পড়লে সেটি ২০% বেশি টর্ক উৎপন্ন করতে সক্ষম বলে জানানো হয়েছিল। প্রসঙ্গত, এটি হতে চলেছে ভারতের প্রথম মাইল্ড হাইব্রিড সিস্টেমের বাইক। এর ইঞ্জিন থেকে উৎপন্ন হবে ২০ বিএইচপি শক্তি এবং ১৮.৫ এনএম টর্ক। ইঞ্জিনের সাথে সামঞ্জস্য রেখে দেওয়া হতে পারে ৫-স্পিড গিয়ার বক্স।

TVS Zeppelin R ক্রুজারের বেশিরভাগ ডিজাইন এবং ফিচার কনসেপ্ট মডেলটি থেকে নেওয়া হবে। কনসেপ্ট মডেলে দেখা ছিল এলইডি হেডল্যাম্প, অত্যাধুনিক ডিজাইনের ফুয়েল ট্যাঙ্ক, স্প্লিট সিট, ফ্ল্যাট ট্র্যাক স্টাইলের হ্যান্ডেল বার। সামনে ১৭ ইঞ্চি ও পেছনে ১৫ ইঞ্চির হুইলে যথাক্রমে ১১০/৭০ ও ১৪০/৭০ মাপের পিরেলি টায়ার।

ক্রুজার মোটরসাইকেলটি সামনে ৩০০ মিমি ও পেছনে ২৪০ মিমি ডিস্ক ব্রেক দেওয়া হতে পারে। আবার সাসপেনশনের জন্য থাকতে পারে একটি ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং রিয়ার মোনোশক। নমুনা মডেলে হেডল্যাম্প ন্যাকেলের সাথে যুক্ত রয়েছে একটি এইচডি অ্যাকশন ক্যামেরা, ডিজিটাল রিডআউট, এনালগ রেভ কাউন্টার সহ একটি কম্প্যাক্ট ইন্সট্রুমেন্ট কনসোল, স্মার্ট বায়ো-কী এবং অনলাইন কানেক্টিভিটি ফিচার উপস্থিত ছিল। এর মধ্যে কয়েকটি চূড়ান্ত মডেল থেকে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন