২ ডিসেম্বর চালু হচ্ছে Twitter Blue পরিষেবা, পলিসি না মানলেই জেলে ভরে দেওয়ার ভাবনা ইলন মাস্কের

Twitter Blue পরিষেবা ফের চালু করার কথা ঘোষণা করলেন ইলন মাস্ক। আগামী ২ ডিসেম্বর থেকে চালু হবে নতুন এই প্যিষেবা। Twitter...
Julai Modal 26 Nov 2022 10:56 AM IST

Twitter Blue পরিষেবা ফের চালু করার কথা ঘোষণা করলেন ইলন মাস্ক। আগামী ২ ডিসেম্বর থেকে চালু হবে নতুন এই প্যিষেবা। Twitter Blue একটি প্রিমিয়াম সাবস্ক্রিপশন ভিত্তিক পরিষেবা। এই পরিষেবা চালু হওয়ার পর বিভিন্ন টুইটার প্রোফাইলের পাশে ভিন্ন ভিন্ন রঙের টিক মার্ক দেখা যাবে।

জানা গেছে, এখন থেকে টুইটারে কোনো কোম্পানির নামের পাশে গোল্ড চেক মার্ক দেখা যাবে। আবার বিভিন্ন দেশের সরকারের জন্য গ্রে এবং সাধারণ মানুষের জন্য ব্লু কালারের চেক মার্ক থাকবে। এছাড়া আগের সমস্ত অ্যাকাউন্ট পুনরায় যাচাই করা হবে। উল্লেখ্য, এর আগে, রাজনীতিবিদ, সেলিব্রিটি, সাংবাদিক এবং সেলিব্রিটি সবার জন্য টুইটারে ব্লু টিক ছিল।

https://twitter.com/elonmusk/status/1596053664338440192

Twitter Blue -এর জন্য অর্থ প্রদান করতে হবে

টুইটার ব্লু সাবস্ক্রিপশনের জন্য ব্যবহারকারীদের অর্থ প্রদান করতে হবে। শোনা যাচ্ছে, ভারতে টুইটার ব্লু-র দাম হবে ৭২০ টাকা হবে, যদিও আমেরিকা ও অন্যান্য দেশে এর দাম বলা হচ্ছে ৮ ডলার। নতুন পরিষেবার পাশাপাশি ভার্চুয়াল জেলের উপর কাজ চলছে। বলা হচ্ছে, নতুন আপডেটের পর পলিসি লঙ্ঘন করলে ইউজারদের অ্যাকাউন্টকে ভার্চুয়াল জেলে ভরে দেওয়া হবে এবং কবে জেলের বাইরে আসতে পারবে তা জানিয়ে দেওয়া হবে।

Show Full Article
Next Story