অকেজো হয়ে পড়ায় Facebook কে খোঁচা Twitter-এর, ডোমেইনের দাম জানতে চাইলেন সিইও

বিশ্বজুড়ে প্রায় সাত ঘন্টা অকেজো হয়ে পড়ার কারণে Facebook, Instagram, WhatApp কে নিয়ে মজা করল Twitter। আসলে ফেসবুকের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি অচল হয়ে পড়ার…

বিশ্বজুড়ে প্রায় সাত ঘন্টা অকেজো হয়ে পড়ার কারণে Facebook, Instagram, WhatApp কে নিয়ে মজা করল Twitter। আসলে ফেসবুকের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি অচল হয়ে পড়ার পর, Twitter-এ ‘ফেসবুক ডাউন, ইনস্টাগ্রাম ডাউন’ প্রভৃতি হ্যাশট্যাগ ট্রেন্ড করতে শুরু করে। যার পরে এই সুযোগের সদ্ব্যবহার করতে দেখা যায় Twitter কে। তারা তাদের অফিশিয়াল হ্যান্ডেল থেকে টুইট করে, ‘ হ্যালো সবাই এখানে’ (ট্রান্সলেট)।

শুধু তাই নয়, টুইটারের সিইও ও প্রতিষ্ঠাতা, Jack Dorsey-ও ফেসবুক কে নিয়ে ব্যঙ্গ করতে ছাড়েনি। তিনি একটি ছবি রিটুইট করেন, যেখানে লেখাছিল ফেসবুকের ডোমেইন বিক্রি হচ্ছে। তিনি জানতে চান মূল্য কত?

এরপর WhatsApp এর তরফে বিষয়টিকে হালকা করার চেষ্টা করলে, Dorsey ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটির এনক্রিপশন ফিচার নিয়ে উপহাস করেন। তিনি WhatsApp এর একটি টুইটের উত্তরে জানান, ‘ ভেবেছিলাম এটা এনক্রিপ্ট করা হবে।’

তবে শুধু Twitter নয়, আরেক মেসেজিং অ্যাপ, Signal-ও এই সুযোগ হাতছাড়া করেনি। তারা টুইট করে জানায়, ‘আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এটাও জানি যে এই রকম সমস্যার মধ্যে কাজ করা সম্ভব নয়। তবে পরিষেবা ফের সচল করার জন্য ইঞ্জিনিয়ারদের উদ্দেশ্যে আমরা প্রার্থনা করব।’ Tumblr, Reddit, Zoom, Microsoft Teams প্রভৃতি ইন্টারনেট জায়ান্টরাও WhatsApp, Facebook কে নিয়ে হাসি ঠাট্টায় মেতে ওঠে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন