অচল হয়ে পড়ল Twitter, বন্ধ অফিস, সমস্ত কর্মচারীকে বাড়ি পাঠানোই কারণ?
Twitter Down: গত দুই সপ্তাহ ধরে বারবার খবরের শিরোনামে এসেছে Twitter। এলন মাস্কের হাতে এই মাইক্রো ব্লগিং সাইটের মালিকানা...Twitter Down: গত দুই সপ্তাহ ধরে বারবার খবরের শিরোনামে এসেছে Twitter। এলন মাস্কের হাতে এই মাইক্রো ব্লগিং সাইটের মালিকানা আসার পরই সিইও পরাগ আগরওয়াল সহ বেশ কিছু কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে এবং আরও অনেককে ছাঁটাই করা হবে বলে শোনা যাচ্ছে। তবে এসবের মধ্যে আচমকাই অচল হয়ে পড়েছে Twitter। ৪ নভেম্বর নভেম্বর ভোর ৩টে থেকে ব্যবহারকারীরা সমস্যার সম্মুখীন হচ্ছেন।
ওয়েবসাইট ট্র্যাকার, ডাউনডিটেক্টরের মতে, এখনও পর্যন্ত প্রায় ২০০০ জন টুইটার ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েছেন অভিযোগ করেছেন। বেশিরভাগ ব্যবহারকারীই টুইটারের ওয়েবসাইটে সমস্যা খুঁজে পেয়েছেন। মাত্র ৬ শতাংশ মানুষ টুইটার অ্যাপ নিয়ে অভিযোগ করেছেন। যদিও সমস্ত ব্যবহারকারীরা টুইটার নিয়ে সমস্যায় পড়ছেন না। শুধুমাত্র কিছু ব্যবহারকারী টুইটার অ্যাকাউন্টে লগইন করতে গিয়ে 'সামথিং ওয়েন্ট রোং' মেসেজ পাচ্ছেন।
টুইটার ডাউন হওয়ার পর অনেকে মজার মজার মিম শেয়ার করছে। কেউ বলছে টুইটার ডাউন যখন তাহলে বই পড়তে পছন্দ করবো। আবার কয়েকজন জানিয়েছে, টুইটার ডাউন হয়ে গেছে তবে আপনি আমাকে সিগন্যাল অ্যাপে মেসেজ করতে পারেন। আসুন কিছু মিম দেখে নেওয়া যাক।
এদিকে জানা গেছে, Twitter আজ অর্থাৎ শুক্রবার তাদের সমস্ত কর্মচারীদের অফিসে না এসে বাড়ি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তারা ইমেল মারফত নির্দেশ পেলে তবেই আবার কাজে যোগদান করতে পারবেন।