Elon Musk Twitter: মাস্কের হাতেই শেষমেশ টুইটার? জল্পনা উস্কে দিয়ে আলোচনায় বসছে বোর্ড কর্তারা
টেসলা (Tesla) অধিকর্তা ইলন মাস্কের (Elon Musk) ৪৩ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তিতে সাড়া দিয়ে অবশেষে সেই প্রাইভেট...টেসলা (Tesla) অধিকর্তা ইলন মাস্কের (Elon Musk) ৪৩ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তিতে সাড়া দিয়ে অবশেষে সেই প্রাইভেট কোম্পানিতে রূপান্তরিত হওয়ার পথে হাঁটছে টুইটার (Twittee Inc.)। সেক্ষেত্রে সংস্থার ডিরেক্টর বোর্ডের সমস্ত প্রতিরোধ ভেঙ্গে পড়া এখন আর কিছু সময়ের অপেক্ষা বলেই সংবাদ সূত্রে উঠে এসেছে। উল্লেখ্য, সম্প্রতি টেসলা মালিকের সমগ্র Twitter ক্রয়ের পরিকল্পনা ঠেকাতে জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়ার ডিরেক্টর বোর্ড 'পয়জ়ন পিল' নীতি গ্রহণের কথা ঘোষণা করে। যদিও ধনকুবের ইলন মাস্কের বিপুল অঙ্কের চুক্তির সামনে সেই চর্চিত নীতির প্রতিরোধ নেহাতই খড়কুটোর মতো উড়ে যেতে চলেছে। এর ফলে খুব শীঘ্রই Twitter মাস্কের ব্যক্তিগত সম্পত্তিতে পরিবর্তিত হতে চলেছে, যা প্রতিহত করার উপায় প্রায় নেই বললেই চলে।
মাস্কের প্রস্তাব নিয়ে আজ লগ্নিকারীদের সাথে আলোচনায় বসছে Twitter -এর ডিরেক্টর বোর্ড
সূত্র মারফত জানা গেছে, গণমাধ্যমে দেওয়া মাস্কের প্রস্তাব নিয়ে আজ কোম্পানির শেয়ারহোল্ডারদের সাথে আলোচনায় বসতে পারেন টুইটারের ডিরেক্টর বোর্ড সদস্যেরা। সেখানে সব পক্ষ রাজি হলে ইলন মাস্কের টুইটার অধিগ্রহণে বিশেষ বাধার সৃষ্টি হবেনা বলেই মনে হয়। তবে একেবারে শেষ মুহূর্তে এই চুক্তি ভেস্তে যাওয়ার সম্ভাবনাও রয়েছে বলেও সূত্রের দাবি।
প্রসঙ্গত জানিয়ে রাখি, প্রস্তাব অনুযায়ী মাস্ক টুইটার কেনার জন্য প্রতি শেয়ার পিছু ৫৪.২০ মার্কিন ডলার (প্রায় ৪১৫০ টাকা) খরচ করতে রাজি। টুইটার অধিগ্রহণের ক্ষেত্রে এর থেকে আর ভালো প্রস্তাব হয়না বলেই তার দাবি। তবে এসব চুক্তির বহিরঙ্গের দিক। এর বাইরেও মাস্ক টুইটার অধিগ্রহণের আরো কিছু শর্ত রেখেছেন, যা সম্যকভাবে পর্যালোচনার পর কোম্পানির ডিরেক্টর বোর্ড সদস্য ও বাকি লগ্নিকারীরা তাদের সিদ্ধান্ত জানাবেন বলে আমাদের অনুমান।
উল্লেখ্য, সংবাদ মাধ্যমে মাস্কের আলোচ্য প্রস্তাব সম্পর্কে Twitter -এর ইতিবাচক মনোভাবের কথা সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে ব্যাপক শোরগোল তৈরী হয়েছে। তবে বিষয়টি সম্পর্কে খোদ মাস্কের তরফ থেকে এখনও কোনো মন্তব্য শোনা যায়নি।