টাইপ করার দরকার নেই, এবার থেকে মুখে বলে করা যাবে টুইট

Twitter ইউজারদের জন্য আসছে নতুন চমক। কয়েকদিন আগেই আমরা আপনাদের জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং প্লাটফর্ম টুইটারের নতুন ফ্লিট ফিচার সম্পর্কে জানিয়েছিলাম। এবার টুইটার ইউজারদের অডিও স্নিপেট…

Twitter ইউজারদের জন্য আসছে নতুন চমক। কয়েকদিন আগেই আমরা আপনাদের জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং প্লাটফর্ম টুইটারের নতুন ফ্লিট ফিচার সম্পর্কে জানিয়েছিলাম। এবার টুইটার ইউজারদের অডিও স্নিপেট পোস্ট করার সুযোগ দেবে। ফিচারটি এখনো পরীক্ষাধীন, প্রাথমিকভাবে এটি iOS-এ উপলব্ধ হবে। এরপরেই ফিচারটি অ্যান্ড্রয়েড বা ডেস্কটপে আসবে বলে মনে করা হচ্ছে।

ইউজাররা, যারা নতুন ফিচারটি পেয়েছেন তারা মিডিয়া বাটনের পাশে ওয়েভলেন্থ আইকনের সাথে একটি নতুন বাটন দেখতে পাবেন। এই বাটনটি ইউজারদের অডিও রেকর্ড করতে সাহায্য করবে। প্রতিটি অডিও স্নিপেট বা ভয়েস টুইটের সময়সীমা ১৪০ সেকেন্ড। এই সীমা অতিক্রম হলে টুইটার স্বয়ংক্রিয়ভাবে একটি থ্রেড তৈরি করে। অডিও রেকর্ডিং শেষ হয়ে গেলে, “Done” বাটনে ক্লিক করতে হবে। কন্টেন্টটি টুইট করতে কম্পোজ স্ক্রিনে ফিরে যেতে হবে।

ভয়েস টুইটটি, অ্যাটাচ ইমেজের মতো ইউজারদের টাইমলাইনে উপস্থিত হবে। iOS-এ, অডিওগুলি, স্ক্রিনের নীচে প্লে হবে। টুইটার জানিয়েছে, অডিও প্লেব্যাক শোনার সময় ইউজাররা সোশ্যাল নেটওয়ার্ক ব্রাউজ করতে বা ফোনে অন্যান্য অ্যাপ ব্যবহার করতে পারবেন। অর্থাৎ অডিওটি ব্যাকগ্রাউন্ডে চলবে।

সম্প্রতি টুইটার একটি ব্লগ পোস্টে জানিয়েছে, ভয়েস টুইটগুলি ইউজারদের দৃষ্টিভঙ্গি দ্রুত এবং সহজে শেয়ার করার সুবিধা দেবে। এমন অনেক কিছুই রয়েছে যা টেক্সট ব্যবহার করে সহজে ব্যাখ্যা করা যায়না। সেক্ষেত্রে ভয়েস টুইটগুলি শ্রোতা এবং বক্তার কাছে বেশি উপভোগ্য হবে এমনটাই মনে করা হচ্ছে। অডিও পোস্ট ফিচারটি এই মাইক্রো-ব্লগিং প্ল্যাটফর্মে একটি আকর্ষণীয় সংযোজন।

জানিয়ে রাখি ফেসবুক ইতিমধ্যে তার প্ল্যাটফর্মে ভয়েস পোস্ট নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে। ওয়েব দুনিয়ায় অডিও বেশ দ্রুত কন্টেন্ট জেনারে পরিণত হচ্ছে। অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মের মতো টুইটারেও অনলাইন অ্যাবইউজ ও ট্রোলিংয়ের মতো সমস্যা আছে। সংস্থাটি কীভাবে এই অডিও পোস্টগুলিকে মডারেট করবে সে সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *