আধ ঘণ্টার মধ্যে Edit করা যাবে Tweet, এবার বহু প্রতীক্ষিত ফিচার আনছে Twitter

অবশেষে শেষ হতে চলেছে Twitter (টুইটার) ইউজারদের বছরের পর বছর অপেক্ষা! আসলে শীঘ্রই মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্মটি তার ইউজারদের একটি বিশেষ ফিচার উপহার দিতে চলেছে। আজ…

অবশেষে শেষ হতে চলেছে Twitter (টুইটার) ইউজারদের বছরের পর বছর অপেক্ষা! আসলে শীঘ্রই মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্মটি তার ইউজারদের একটি বিশেষ ফিচার উপহার দিতে চলেছে। আজ মানে বৃহস্পতিবার তারা ঘোষণা করেছে যে, Twitter এবার দীর্ঘ প্রতীক্ষিত ‘Edit’ (এডিট) বাটন চালু করবে। আগামী সপ্তাহগুলিতে Twitter-এর পেইড ইউজার বা ‘Twitter Blue’ (টুইটার ব্লু) সাবস্ক্রাইবারদের জন্য এই ফিচারটি রোল আউট হবে, যার সাহায্যে পোস্ট করা টুইট ইচ্ছেমত এডিট করা যাবে। হ্যাঁ ঠিকই পড়েছেন! গতকাল সন্ধ্যায় Twitter কর্তৃপক্ষের অফিসিয়াল প্রোফাইল থেকে একটি টুইট করা হয়েছে, যাতে নিশ্চিত হয়েছে এই ‘Edit’ বাটনের উপলব্ধতার কথা।

পোস্টের আধঘণ্টার মধ্যে এডিট করা যাবে Tweet

জানা গিয়েছে যে, নতুন এডিট বাটনটি ইউজারদের কোনো টুইট করার পরবর্তী ৩০ মিনিট অর্থাৎ আধ ঘণ্টা পর্যন্ত সময়ে সেটিকে এডিট করার সুবিধা দেবে। তবে এডিটেড টুইটগুলিতে লেবেল, টাইমস্ট্যাম্প এবং আইকনের মত আইডেন্টিফায়ার্স থাকবে যাতে বোঝা যায় যে টুইটটি এডিট করা হয়েছে। সোজা কথায় বললে, ফেসবুকে যেমন কোনো পোস্ট এডিট করা হলেও তা নির্দিষ্ট অপশনে ক্লিক না করলে যেমন বোঝা যায় না, সেই সুবিধা টুইটারের ক্ষেত্রে মিলবে না। এক্ষেত্রে ইউজাররা আসল টুইটের সাথেই এডিট করা টুইট দেখতে পাবেন এবং তারা মূল কন্টেন্টে ক্লিক করে সমস্ত পরিবর্তন দেখতে সক্ষম হবেন। এছাড়া টুইটের এডিট প্রতিফলিত করার জন্য ইউজারকে সেটি রিটুইট করতে হবে বলে জানা গিয়েছে।

https://twitter.com/Twitter/status/1565318587736285184

Edit অপশনের অপব্যবহার চায়না Twitter

২০২০ সালে ওয়্যার্ডের সাক্ষাৎকারে টুইটারের তৎকালীন সিইও জ্যাক ডরসি জানিয়েছিলেন যে, সংস্থাটি সম্ভবত কখনো টুইট এডিট অপশন যুক্ত করবে না। কেননা এতে ভুল তথ্য ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে এখন সংস্থা এই ফিচার বাস্তবে আনলেও, এডিট অপশনের অপব্যবহার রুখতেই সেটিতে লেবেল যুক্ত করা বা আসল পোস্ট শো করার মত সীমাবদ্ধতা রাখবে বলে মনে হচ্ছে।

এই প্রসঙ্গে বলে রাখি, Twitter-এ ‘Edit’ বাটন চালু হলেও তা প্রথমে সমস্ত ইউজাররা ব্যবহার করতে পারবেন না। এর কারণ শুধু ‘Twitter Blue’ প্রিমিয়াম সাবস্ক্রিপশনের প্রয়োজনীয়তা নয়, আদতে সংস্থাটি ঘোষণা করেছে যে এই ফিচার সবার জন্য চালু করার বা প্রসারিত করার আগে, একটি একক দেশে এটিকে নিয়ে পরীক্ষা করা হবে। তাই এটি ব্যবহার করতে হলে আরো কিছুটা অপেক্ষা করতেই হবে!

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন