Twitter থেকে কীভাবে আয় করবেন, কোন কোন শর্ত পালন করতে হবে জেনে নিন
ইলন মাস্ক (Elon Musk) মালিকাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X, যা কিনা পূর্বে Twitter নামে পরিচিত ছিল, ক্রিয়েটরদের জন্য...ইলন মাস্ক (Elon Musk) মালিকাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X, যা কিনা পূর্বে Twitter নামে পরিচিত ছিল, ক্রিয়েটরদের জন্য একটি নতুন প্রোগ্রাম চালু করেছে। এই নয়া প্রোগ্রামে সংস্থা তাদের বিজ্ঞাপন থেকে আয় (Ads Revenue) হওয়া অর্থের কিছু অংশ ক্রিয়েটরদের দেবে। তবে কথায় আছে, "টাকা রোজগার করা সহজ ব্যাপার নয়"। ইলন মাস্ক -এর সংস্থাটিও কিন্তু এতো সহজে ক্রিয়েটরদের হাতে টাকা তুলে দেবে না। X প্ল্যাটফর্মে অর্থ উপার্জনের প্রাথমিক শর্ত হল, বিগত তিন মাসের মধ্যে করা পোস্টে কমপক্ষে ১৫ মিলিয়ন ইম্প্রেশন আসতে হবে এবং ন্যূনতম ৫০০ জন ফলোয়ার থাকা আবশ্যক। সর্বোপরি, ক্রিয়েটারদের X ব্লু সাবস্ক্রিপশন থাকতে হবেই। অতএব, যেসকল ব্যবহারকারী এই তিনটি শর্তাবলী পূরণ করতে পারবেন শুধুমাত্র তারাই এঈ প্রোগ্রামে যোগদান করতে পারবেন। আর পরবর্তীতে স্বতন্ত্র 'ক্রিয়েটর সাবস্ক্রিপশন' ও 'অ্যাডস রেভেনিউ শেয়ারিং' সেটআপ করতে সক্ষম হবেন এবং ৩১শে জুলাই থেকে পেমেন্ট পাওয়ার যোগ্য হবেন অংশগ্রহণকারীরা।
ক্রিয়েটরদের জন্য নতুন Ads Revenue Share প্রোগ্রাম চালু করলো X বা Twitter এর প্রধান
ইলন মাস্ক মালিকাধীন এক্স বা টুইটার, তাদের প্ল্যাটফর্মের প্রত্যেক ব্লু এবং ভ্যারিফাইড অর্গানাইজেশন সাবস্ক্রাইবারদের জন্য সদ্য ঘোষিত প্রোগ্রামে অংশগ্রহণের প্রক্রিয়া যতটা সম্ভব সহজ রাখার চেষ্টা করেছে। যে ক্রিয়েটররা সংস্থার শর্তাবলী পূরণ করে প্রোগ্রামের সাথে যুক্ত হবেন, তাদের মাসিক উপার্জন যদি ৫০ ডলার (ভারতীয় মূল্যে প্রায় ৪,১০০ টাকা) -এর বেশি হয় তবে পেআউট দেওয়া হবে। যদিও পেআউট ভ্যালু গণনা করার জন্য ঠিক কোন পদ্ধতি ব্যবহার করা হচ্ছে, তা এখনো প্রকাশ্যে আনেনি এক্স সংস্থাটি। তবে একটা বিষয় নিশ্চিত যে, ক্রিয়েটররা তাদের পেআউট বিবরণ একবার সেটআপ করে ফেলতে পারলেই ৩১শে জুলাই থেকে পেমেন্ট পাওয়া শুরু করে দেবেন।
পেমেন্টের কথা যখন উঠলোই তখন জানিয়ে রাখি, এখানকার অংশগ্রহণকারীদের প্রথমেই একটি স্বতন্ত্র অ্যাডস রেভেনিউ শেয়ারিং এবং ক্রিয়েটর সাবস্ক্রিপশন সেকশন সেটআপ করতে হবে। পরবর্তীতে তাদের উপার্জিত অর্থ হাতে পেতে একটি স্ট্রাইপ অ্যাকাউন্ট খুলতে হবে। আর যাদের ইতিমধ্যেই স্ট্রাইপ অ্যাকাউন্ট আছে তারা আগামী পরশু থেকেই পেআউট রিসিভ করতে পারবেন। প্রসঙ্গত ক্রিয়েটরদের জন্য - অ্যাডস রেভেনিউ শেয়ার শর্তাবলী, মনিটাইজেশন স্ট্যান্ডার্ড এবং এক্স রুল অনুসরণ করে চলা বাধ্যতামূলক। নতুবা প্রোগ্রাম থেকে বাদ পড়ার ভয় কিন্তু থাকেই যাবে।
যাইহোক একটা বিষয় আগেই পরিষ্কার করে দেওয়া ভালো, এক্স প্ল্যাটফর্মটি যেকোনো সময় তাদের এই প্রোগ্রামের শর্তাবলী পরিবর্তন করতে বা প্রোগ্রামটিই চিরতরে বাতিল করে দেওয়ার অধিকার রাখে।
মজার বিষয়, Twitter সম্প্রতি ক্রিয়েটরদের জন্য প্রায় একটি অনুরূপ অ্যাডস রেভেনিউ শেয়ার প্রোগ্রাম লঞ্চ করেছিল। এই প্রোগ্রামের অধীনেও পেআউট বা অর্থ প্রদান করার কথা বলা হয়েছিল।
জানিয়ে রাখি, চলতি বছরের ফেব্রুয়ারিতে ইলন মাস্ক 'অ্যাডস রেভেনিউ শেয়ার' প্রোগ্রাম চালু করার ইঙ্গিত দিয়েছিলেন এবং গত ১৪ই জুলাই প্রোগ্রামটি প্রথম ঘোষণা করা হয়। যদিও এই মুহূর্তে প্রোগ্রামটি প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে সময়ের সাথে আরো নানাবিধ ফিচার্স ও সুযোগ-সুবিধা যুক্ত করা হলে X প্ল্যাটফর্ম ক্রিয়েটরদের জন্য মোটা অঙ্কের অর্থ আয়ের একটি উল্লেখযোগ্য উৎস হয়ে উঠতে পারে। জানিয়ে রাখি, ক্রিয়েটররা তাদের টুইটের রিপ্লাই সেকশনে প্রদর্শিত বিজ্ঞাপন থেকে উৎপন্ন রেভেনিউয়ের ৫০ শতাংশের অধিকারী হবেন।