যেন সিনেমার গল্প! অ্যামাজনকে বোকা বানিয়ে কোটি কোটি টাকার ক্যামেরা, আইফোন লুট করল দুই যুবক

অ্যামাজনের ডেলিভারি বয়কে বোকা বানিয়ে কোটি টাকার আইফোন ও ক্যামেরা লুট করল দুই যুবক। ৮টি রাজ্যেতে এই লুট চালিয়েছে তারা।

Puja Mondal 11 Nov 2024 9:41 AM IST

ই-কমার্স সাইট থেকে ক্যামেরা, আইফোন এবং লক্ষাধিক টাকার দামী জিনিসপত্র লুট করল দুই যুবক। অ্যামাজনের পক্ষ থেকে সম্প্রতি এই জালিয়াতির অভিযোগ করা হয়েছে। সংবাদ মাধ্যম সূত্রে খবর, ডেলিভারি পার্টনারদের টাকা না দিয়েই মূল্যবান ইলেক্ট্রনিক্স পণ্যগুলি লুট করেছে তারা। উরওয়া থানায় এই কারণে দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে।

পুলিশ সূত্রে খবর, এই দুই ব্যক্তির নাম রাজ কুমার মীনা (বয়স ২৩) এবং রাজস্থানের সুভাষ গুর্জার (বয়স ২৭)। দুই অপরাধীকে শনাক্ত করেছেন উরওয়া পুলিশ কমিশনার অনুপম আগরওয়াল।

কীভাবে প্রতারিত হল অ্যামাজন?

রিপোর্ট বলছে, দু’জনেই জাল পরিচয় ব্যবহার করে অ্যামাজন থেকে ১১,৪৫,০০০ টাকার পণ্য অর্ডার করেছিল। এর মধ্যে রয়েছে দুটি উচ্চ-মূল্যের সোনি ক্যামেরা এবং ১০টি অন্যান্য আইটেম। অমিত নামে ভুয়ো পরিচয় ব্যবহার করে অ্যামাজন থেকে পণ্য অর্ডার করে তারা। ম্যাঙ্গালুরু কেএসআরটিসি বাস স্ট্যান্ডের কাছের একটি জাল ঠিকানা এবং যোগাযোগ নম্বর দেয় দু’জন।

আইটেমগুলি ডেলিভারির সময় তাদের মধ্যে একজন ডেলিভারি এক্সিকিউটিভকে বিভ্রান্ত করতে শুরু করে। ঠিক তখন আর একজন ক্রমানুসারে অন্যান্য আইটেমগুলির সাথে বাক্সের লেবেলগুলিকে অদলবদল করতে থাকে। এরপর রাজ কুমার ইচ্ছা করে একটি ভুল ওটিপি দেয়, যার ফলে ডেলিভারি দিতে দেরি হয়। এরপর ডেলিভারি এক্সিকিউটিভকে বলেন, যে তারা পরের দিন অর্ডারটি নেবেন। ডেলিভারি এক্সিকিউটিভ অজান্তে ১২টি আসল পণ্যের বদলে ভুল পণ্য নিয়ে চলে যান। পরের দিন, দুজনেই আসল পণ্যগুলি রেখে অর্ডারটি বাতিল করে দেয়।

কীভাবে ধরা পড়ল?

অ্যামাজনের ডেলিভারি পার্টনার মাহিন্দ্রা লজিস্টিকসের কাছে ফেরত আসা পণ্যের স্টিকারগুলি সন্দেহজনক মনে হয়। তারপর তারা সেটি অ্যামাজনকে জানায়। ফলস্বরূপ, শুরু হয় পুলিশি তদন্ত। তদন্তে দেখা যায়, অভিযুক্তরা আসল সোনি ক্যামেরাগুলি নকল আইটেমগুলির সাথে বদলে নিয়েছে৷ উরওয়া পুলিশ তারপর তাদের প্যাটার্ন শনাক্ত করে এবং শহর ছেড়ে যাওয়ার চেষ্টা করার সময় ধরে নেয়।

জানা গিয়েছে, এর আগে আরও ৮টি রাজ্যে এই ধরনের জালিয়াতি করে অভিযুক্তরা। রাজ্যগুলি হল - অসম, ওড়িশা, মহারাষ্ট্র, রাজস্থান, তেলেঙ্গানা, তামিলনাড়ু, উত্তর প্রদেশ এবং কেরালা। এই ৮টি রাজ্যে ১.২৯ কোটি টাকার জালিয়াতি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Show Full Article
Next Story