General Motors-এর ৯০ বছরের দর্পচূর্ণ, এই প্রথম আমেরিকায় গাড়ি বিক্রিতে শীর্ষস্থানে Toyota
প্রায় ন'দশকে ধরে আমেরিকার বাজারে গাড়ি বিক্রির ক্ষেত্রে শীর্ষস্থান নিজেদের দখলে রেখেছে জেনারেল মোটরস (General Motors) বা...প্রায় ন'দশকে ধরে আমেরিকার বাজারে গাড়ি বিক্রির ক্ষেত্রে শীর্ষস্থান নিজেদের দখলে রেখেছে জেনারেল মোটরস (General Motors) বা জিএম (GM)৷ সেই আধিপত্যে এবার চিড় ধরল৷ ১৯৩১-এর পর এই প্রথম তারা পাইকারি গাড়ি বিক্রির হিসেবে নেমে গেল দ্বিতীয় স্থানে৷ জেনারেল মোটরস'কে দু'নম্বরে পিছনে ঠেলে এক নম্বরে উঠে এসেছে জাপানের সংস্থা টয়োটা (Toyota)৷
জেনারেল মোটরস এবং তাদের ডিলাররা গত বছর ২.২ মিলিয়ন (২২ লক্ষ) গাড়ি বিক্রির কথা জানিয়েছে৷ ২০২০-এর তুলনায় যা ১৩ শতাংশ কম৷ অন্য দিকে, টয়োটা ২.৩ মিলিয়নের (২৩ লক্ষ) বেশি গাড়ি বেচেছে৷ গত বছরের চেয়ে তাদের বিক্রি বেড়েছে ১০.৪ শতাংশ৷ ২০২১-এ জিএম'র চেয়ে ১,১৪,০৩৪ গাড়ি বেশি বিক্রি করেছে টয়োটা৷
উল্লেখ্য, ২০২০-এ আমেরিকায় টয়োটা'র গাড়ি বিক্রির পরিমাণ ছিল ২.৫৫ মিলিয়ন ইউনিট৷ দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা টয়োটা ও ফোর্ড'র গাড়ি বিক্রি হয়েছিল যথাক্রমে ২.১১ মিলিয়ন ও ২.০৪ মিলিয়ন ইউনিট৷ জিএম'র দাবি, সেমিকন্ডাক্টরের মতো যন্ত্রাংশের জোগান কমে যাওয়ায় উৎপাদন ব্যহত হয়েছিল৷ গাড়ি ঠিকমতো সরবরাহ করা যায়নি৷ সেই কারণেই বিক্রিতে পতন৷
যদিও টয়োটা সংকটের মধ্যেও তাদের সাপ্লাই চেইন বা যোগাল শৃঙ্খলকে দারুণভাবে পরিচালনা করতে পেরেছে৷ এর ফলে ৯০ বছরের ইতিহাসে এই প্রথমবার জেনারেল মোটরস'কে পিছনে ফেলে তারা এখন আমেরিকায় গাড়ি বিক্রিতে প্রথম স্থানে৷