খুব শীঘ্রই Uber থেকে বুক করা যাবে ট্রেন, বাস, এবং বিমানের টিকিট; আসছে নতুন ফিচার

শুধুমাত্র একটি রাইড-হেইলিং অ্যাপের তকমা ছেড়ে নিজের গণ্ডিকে আরও প্রসারিত করতে এবার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল Uber...
techgup 7 April 2022 4:47 PM IST

শুধুমাত্র একটি রাইড-হেইলিং অ্যাপের তকমা ছেড়ে নিজের গণ্ডিকে আরও প্রসারিত করতে এবার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল Uber (উবের)। সম্প্রতি সংস্থাটি ঘোষণা করেছে যে এখন তারা কেবলমাত্র ক্যাব নয়, সেইসাথে ব্যবহারকারীদের ট্রেনের টিকিট, বিমানের টিকিট এবং বাস বুকিংয়ের অপশনও দেবে। Uber বর্তমানে যুক্তরাজ্যে (UK) এই ফিচারটি রোলআউট করার লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে বলে জানা গিয়েছে। যদিও ফিচারটি বর্তমানে বিকাশের অধীনে রয়েছে, তবে এটি রোলআউট হওয়া মাত্রই যুক্তরাজ্যের বাসিন্দারা এই অ্যাপ মারফত ট্রেনের টিকিট, প্লেনের টিকিট, এবং বাস বুকিং করতে সক্ষম হবেন। Financial Times-এর এক প্রতিবেদনে এই খবরটি প্রথম প্রকাশিত হয়েছে।

যুক্তরাজ্য তথা উত্তর ও পূর্ব ইউরোপের জন্য উবেরের রিজিওনাল জেনারেল ম্যানেজার জেমি হেইউড একটি বিবৃতিতে জানিয়েছেন যে এতদিন পর্যন্ত ব্যবহারকারীরা উবের অ্যাপে রাইড, বাইক, বোট সার্ভিস এবং স্কুটার বুক করতে সক্ষম হয়েছেন। তাই এবার এই অ্যাপের পরিষেবাকে আরও প্রসারিত করার জন্য এতে ট্রেন এবং বাস বুকিংয়ের বিকল্প যুক্ত করা হচ্ছে। শুধু তাই নয়, এর পাশাপাশি এই বছরের শেষের দিকে এই অ্যাপের মাধ্যমে ফ্লাইট এবং ভবিষ্যতে হোটেল বুকিংয়ের সুবিধা প্রদান করার পরিকল্পনাও করছে সংস্থাটি। ইউজারদের যাতে অত্যন্ত সাবলীল ডোর-টু-ডোর ট্রাভেল এক্সপেরিয়েন্স প্রদান করা যায়, তার জন্য উবের অ্যাপ্লিকেশনে শীর্ষস্থানীয় অংশীদারদের ইন্টিগ্রেট করার লক্ষ্যেও জোরকদমে কাজ চালিয়ে যাওয়া হচ্ছে।

তবে ক্যাবের ক্ষেত্রে উবের যেমন নিজেই ট্রাভেল সার্ভিস অফার করে, এক্ষেত্রে কিন্তু তারা তেমনটা করবে না। ইউজারদের টিকিট বুকিং এবং এই সম্পর্কিত অন্যান্য সার্ভিস প্রদানের জন্য সংস্থাটি থার্ড-পার্টি বুকিং এজেন্সিগুলির সাথে হাতে হাত মিলিয়ে কাজ করবে। যদিও উবের এই সাম্প্রতিক পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য কোন কোন পার্টনারের সাথে হাত মেলাবে তা নিশ্চিতভাবে প্রকাশ করেনি, তবে এটি Booking.com এবং Expedia-র মতো শীর্ষস্থানীয় এগ্রিগেটরদের সাথে গাঁটছড়া বাঁধবে বলে আশা করা হচ্ছে। সেইসাথে সংস্থাটি বুকিংয়ের জন্য একটি সার্ভিস ফি-ও নেবে বলে জানা গেছে।

যুক্তরাজ্য ছাড়া অন্য কোনো দেশে এই ফিচারটি টেস্ট করা হবে কি না, সে সম্পর্কেও উবেরের পক্ষ থেকে বিশেষ কিছু জানা যায়নি। এর আগে, উবেরের সিইও দারা খসরোশাহি সান ফ্রান্সিসকোতে টেকক্রাঞ্চ ডিসরাপ্ট কনফারেন্স (TechCrunch Disrupt Conference)-এর সময় বলেছিলেন যে, তিনি চান উবের ধীরে ধীরে পরিবহন জগতের 'অ্যামাজন' হয়ে উঠুক। উবের যে শুধুমাত্র ক্যাব সার্ভিসেই আটকে থাকতে চায় না – সে সম্পর্কেও সেই সম্মেলনে একটি ইঙ্গিত দিয়েছিলেন তিনি। উল্লেখ্য যে, ইতিমধ্যেই সংস্থাটি ড্রোন এবং হেলিকপ্টার সার্ভিসে পদার্পণ করেছে এবং সেইসাথে তারা মালবাহী শিপিং সার্ভিস, ড্রাইভারলেস কারসহ আরও অনেক পরিষেবা চালু করেছে। আর ভবিষ্যতে পরিবহন জগতে তারা যে বিশ্বব্যাপী ইউজারদের প্রথম পছন্দ হয়ে উঠতে চলেছে, সেকথা নিঃসন্দেহে বলাই বাহুল্য।

Show Full Article
Next Story