Aadhaar Card: সমস্ত আধার কার্ডধারীদের জন্য নয়া নির্দেশিকা কেন্দ্রের, বাধ্যতামূলক নয় এই কাজ

পরিচয়পত্র হিসেবে বর্তমানে সবথেকে গুরুত্বপূর্ণ নথি হল আধার কার্ড (Aadhaar Card)। দীর্ঘ ১৩ বছরেরও বেশি সময় ধরে এই কার্ডটি ভারতীয় নাগরিকদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য…

পরিচয়পত্র হিসেবে বর্তমানে সবথেকে গুরুত্বপূর্ণ নথি হল আধার কার্ড (Aadhaar Card)। দীর্ঘ ১৩ বছরেরও বেশি সময় ধরে এই কার্ডটি ভারতীয় নাগরিকদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গিয়েছে; এবং যত দিন যাচ্ছে, আধার কার্ডের ব্যবহার এবং প্রয়োজনীয়তাও বিপুল পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। চলতি সময়ে মোবাইলের সিম কার্ড তোলা থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, কিংবা কোভিড-১৯ টিকাকরণের শংসাপত্র সংগ্রহ করা – বিভিন্ন সরকারি এবং বেসরকারি কাজে এখন এই কার্ডটির ব্যবহার বাধ্যতামূলক হয়ে গিয়েছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই (UIDAI) কর্তৃক জারি করা এই ১২ সংখ্যার কার্ডে ভারতীয় নাগরিকদের নাম, ঠিকানা, জন্মতারিখের মতো ব্যক্তিগত তথ্যাদির পাশাপাশি বায়োমেট্রিক ডেটাও শামিল থাকে। তাই বর্তমানে দেশের প্রতিটি মানুষের কাছে এই কার্ডটি থাকা যেমন আবশ্যক, ঠিক তেমনিই নির্দিষ্ট সময় অন্তর এই কার্ডটি আপডেট করাও জরুরি বলে সম্প্রতি ঘোষণা করেছিল UIDAI। আর সেজন্য কিছুদিন আগে সরকারের তরফে দেশের আপামর জনগণের জন্য একটি বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছিল।

দশ বছর অন্তর ইউজারদেরকে আধার কার্ড আপডেট করার পরামর্শ দিয়েছিল UIDAI

মাসখানেক আগে এক প্রেস বিজ্ঞপ্তিতে ইউআইডিএআই জানিয়েছিল যে, চলতি সময়ে আধার কার্ডের নম্বর কোনো ব্যক্তির পরিচয়ের প্রমাণস্বরূপ ব্যবহৃত হয়; আর যেহেতু এখন বিভিন্ন সরকারি প্রকল্প এবং পরিষেবা ব্যবহারের জন্য ইউজাররা এই কার্ডটিকে ব্যাপকভাবে কাজে লাগাচ্ছেন, তাই এটিকে আপডেট রাখা ব্যবহারকারীদের জন্য একান্ত আবশ্যক। তাই যারা ১০ বছর আগে আধার তৈরি করেছিলেন এবং এতদিন পর্যন্ত এই কার্ডটিকে একবারও আপডেট করেননি, তাদেরকে কার্ডটি আপডেট করার পরামর্শ দিয়েছিল ইউআইডিএআই। অর্থাৎ, লেটেস্ট পার্সোনাল ডিটেইলস অ্যাড করে ইউজারদের নিজস্ব আধার কার্ডটিকে আপডেট করে রাখতে হবে, যাতে প্রকৃতপক্ষেই এটিকে যথাযথ পরিচয়ের প্রমাণপত্র হিসেবে বিভিন্ন জায়গায় ব্যবহার করা যায়।

কিন্তু এর মাঝেই দেখা দিয়েছে একটি গোলযোগ! আসলে বেশ কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, ইউআইডিএআই এখন উপরিউক্ত নির্দেশিকাটিকে সকল নাগরিকদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছে। অর্থাৎ, যারা গত ১০ বছরে নিজেদের আধার কার্ড একবারও আপডেট করেননি, তাদের এখন এই কাজটি অতি অবশ্যই অবিলম্বে করে ফেলতে হবে। তবে এর পরিপ্রেক্ষিতে হালফিলে ইউআইডিএআই জানিয়েছে যে, বিভিন্ন রিপোর্টে প্রকাশিত হওয়া এই খবরটি সম্পূর্ণভাবে ভুল। ইউআইডিএআই ইদানীংকালে আপামর জনগণের সুবিধার্থে কেবলমাত্র তাদেরকে আধার কার্ডটি আপডেট করার অনুরোধ করেছে মাত্র, তবে কোনোমতেই আনুষ্ঠানিকভাবে এই কাজটিকে বাধ্যতামূলক করা হয়নি।

দশ বছর অন্তর আধার কার্ড আপডেট করা বাধ্যতামূলক নয়, জানালো UIDAI

ইউআইডিএআই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, যেহেতু এখন প্রায় সমস্ত জায়গাতেই আধার কার্ডের ব্যবহার বাধ্যতামূলক হয়ে গিয়েছে, তাই ইউজাররা যাতে যে-কোনো পরিষেবা খুব স্বচ্ছন্দে ব্যবহার করতে পারেন, সেজন্যই তাদেরকে সংস্থার তরফে আধার কার্ড আপডেট করার অনুরোধ করা হয়েছিল। কিন্তু কোনোভাবেই ১০ বছর অন্তর এই কাজ করা ইউজারদের জন্য বাধ্যতামূলক নয়। ব্যবহারকারীরা চাইলে স্বেচ্ছায় এই কাজটি করতে পারেন, এবং এর জন্য ইউআইডিএআই-এর তরফে তাদেরকে কোনোরকম জোরজবরদস্তি করা হবে না।

অতি ন্যূনতম খরচে আধার কার্ড আপডেট করা যাবে

এক্ষেত্রে বলে রাখি, আধার কার্ড আপডেট করতে চাইলে কার্ডধারীদের একটি নির্ধারিত ফি প্রদান করতে হবে; এবং ফি প্রদান করা হয়ে গেলেই এদেশের নাগরিকরা আধার ডেটাতে ব্যক্তিগত পরিচয়ের প্রমাণ (পার্সোনাল আইডেন্টিটি প্রুফ বা POI) এবং ঠিকানার প্রমাণপত্র (প্রুফ অফ অ্যাড্রেস বা POA) সম্পর্কিত সর্বশেষ তথ্যগুলি আপডেট করতে পারবেন। ইউআইডিএআই-এর তরফে ঘোষণা করা হয়েছে যে, আধার কার্ড আপডেট করার জন্য অনলাইনে ২৫ টাকা এবং অফলাইনে ৫০ টাকা ফি দিতে হবে ইউজারদের। তবে এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে, ইউআইডিএআই কখনোই কাউকে আধার আপডেট করার কথা বলবে না। এই কাজটি করার জন্য ইউজারদেরকে স্বেচ্ছায় নিকটবর্তী আধার কেন্দ্রে যেতে হবে, অথবা মাইআধার (myAadhaar) পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

আধার কার্ডে মজুত থাকা QR কোড স্ক্যান করে জানা যাবে যে-কোনো ব্যক্তির আসল পরিচয়

এর পাশাপাশি সম্প্রতি UIDAI-এর তরফে জনগণের সুরক্ষার স্বার্থে আর-একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে যে, এখন আধার কার্ডে মজুত থাকা কিউআর (QR) কোড স্ক্যান করে যে-কোনো ব্যক্তির আসল পরিচয় খুব সহজেই জেনে ফেলা সম্ভব। আসলে চলতি সময়ে ভুয়ো আধার কার্ডের সংখ্যা এতটাই বেড়ে গিয়েছে যে, এখন জাল কার্ডকে হাতিয়ার করে দেশের বহু জায়গায় একাধিক অপরাধমূলক ঘটনা ঘটার খবর পাওয়া যাচ্ছে। তাই হালফিলে UIDAI জানিয়েছে, যে-কোনো ১২ ডিজিটের নম্বর মানেই কিন্তু সেটি আধার নম্বর নয়; তাই অবশ্যই আধার অ্যাপ (Aadhaar app) ব্যবহারের মাধ্যমে কার্ডে মজুত থাকা QR কোড স্ক্যান করে যে-কোনো ভারতীয় নাগরিকের পরিচয় যাচাই করে নেওয়া প্রয়োজন। মূলত দেশের আপামর জনগণ, অফিসকাছারি এবং বিভিন্ন জরুরি পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির সুবিধার্থেই এই ঘোষণা করা হয়েছে। এক্ষেত্রে বলে রাখি, গুগল প্লে স্টোর (Google Play Store) ও অ্যাপল অ্যাপ স্টোর (Apple App Store)-এ উপলব্ধ রয়েছে আধার কিউআর কোড স্ক্যানার (Aadhaar QR code scanner)৷