আধার রিপ্রিন্ট পরিষেবা বন্ধ করলো UIDAI, পরিবর্তে পাবেন এই সুবিধা

UIDAI discontinues Aadhaar reprint service: আধার কার্ড বর্তমানে ভারতের সর্বত্র প্রযোজ্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি (document)। এটি নবজাতক শিশু সহ এই দেশের সকল নাগরিকদের পরিচয়…

UIDAI discontinues Aadhaar reprint service: আধার কার্ড বর্তমানে ভারতের সর্বত্র প্রযোজ্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি (document)। এটি নবজাতক শিশু সহ এই দেশের সকল নাগরিকদের পরিচয় এবং ঠিকানার প্রমাণ হিসেবে বিবেচিত হয়। অনলাইনে আধার সম্পর্কিত বেশ কয়েকটি পরিষেবা ব্যবহারের সুবিধা পাওয়া যায়। তবে এবার আধারের কেন্দ্রীয় কর্তৃপক্ষ, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) একটি গুরুত্বপূর্ণ পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বলে ঘোযণা করেছে।

UIDAI জানিয়েছে যে, এরপর থেকে আর আধার পুনর্মুদ্রণ পরিষেবা (Aadhaar Reprint service) উপলব্ধ থাকবে না। সংস্থাটি অফিসিয়াল আধার হেল্প সেন্টার টুইটার হ্যান্ডেলে এই কথা জানিয়েছে। সংস্থাটি আধার কার্ডের পুনর্মুদ্রণ অনুলিপি (reprint copy of the Aadhaar card) পাওয়ার বিষয়ে একজন গ্রাহকের প্রশ্নের উত্তরে তাকে জানিয়েছে যে, এই পরিষেবাটি আর উপলব্ধ নয়। এর পাশাপাশি গ্রাহককে একথাও জানিয়ে দেওয়া হয় যে, তিনি অনলাইনে নতুন আধার PVC কার্ড সার্ভিসের জন্য আবেদন করতে পারেন। এছাড়া তিনি যদি চান, তাহলে ফ্লেক্সিবল পেপার ফর্ম্যাটে e-Aadhaar প্রিন্ট করে নিতে পারেন।

প্রসঙ্গত উল্লেখ্য যে, সম্প্রতি UIDAI, ATM কার্ডের মতো নতুন ওয়াটারপ্রুফ এবং টেকসই PVC Aadhaar card চালু করেছে। ফলে এখন গ্রাহকরা খুব সহজেই বহনযোগ্য PVC আধার কার্ড পেতে পারেন। এর আগে, আধার শুধুমাত্র কাগজে প্রিন্টেড ফর্মে উপলব্ধ ছিল।

কীভাবে পিভিসি আধার কার্ড পাওয়া যাবে?

PVC Aadhaar card পেতে হলে আবেদনকারীকে ৫০ টাকা ফি জমা দিতে হবে। এটি পাওয়ার জন্য প্রয়োজনীয় স্টেপগুলি হল :

১. UIDAI-এর ওয়েবসাইট uidai.gov.in অথবা resident.uidai.gov.in-এ যান এবং আপনার আধার কার্ড অর্ডার করুন।

২. আপনাকে আপনার আধার কার্ড নম্বর, ভার্চুয়াল ID নম্বর এবং আপনার রেজিস্ট্রেশন নম্বর এন্টার করতে হবে।

৩. এরপর কার্ড অর্ডার করার জন্য আপনাকে ন্যূনতম ৫০ টাকা ফি দিতে হবে।

৪. আপনার মোবাইল নম্বর যদি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা নাও থাকে, তাহলেও আপনি PVC Aadhaar card-এর জন্য আবেদন করতে পারবেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন