Aadhaar Update Date Extended: বিনামূল্যে আধার আপডেটের সময় আরও তিনমাস বাড়ালো UIDAI
Free Aadhaar Update Date Extended: বিনামূল্যে আধার কার্ড আপডেটের সময়সীমা আরও বাড়ানো হল। আজ অর্থাৎ ১৪ সেপ্টেম্বর ২০২৪...Free Aadhaar Update Date Extended: বিনামূল্যে আধার কার্ড আপডেটের সময়সীমা আরও বাড়ানো হল। আজ অর্থাৎ ১৪ সেপ্টেম্বর ২০২৪ ছিল বিনামূল্যে আধার কার্ড আপডেটের শেষ তারিখ, তবে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) এই সুবিধা আরও তিন মাস বাড়িয়ে দিল। UIDAI একটি এক্স পোস্টে জানিয়েছে যে, বিনামূল্যে অনলাইন আধার আপডেট ও ডকুমেন্ট আপলোডের সুবিধা ১৪ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত বাড়ানো হয়েছে। বিনামূল্যে পরিষেবাটি কেবল MyAadhaar পোর্টালে পাওয়া যাবে।
আরও পড়ুন: OLED ডিসপ্লের সাথে থাকবে বড় ব্যাটারি, Vivo V40e চলতি মাসেই বাজারে এন্ট্রি নিচ্ছে
জানিয়ে রাখি, আধার কার্ড ধারীদের প্রতি ১০ বছর অন্তর তথ্য আপডেট করা উচিত। আধার সংক্রান্ত জালিয়াতি এড়াতে এই কাজ করা জরুরি। কারণ আধার নম্বরের সাথে প্রত্যেক নাগরিকের বায়োমেট্রিক তথ্য যুক্ত আছে। আধার কার্ডের তথ্য আপডেটের জন্য আপনি রেশন কার্ড, ভোটার আইডি, স্কুলের শংসাপত্র, পাসপোর্ট ইত্যাদি ডকুমেন্ট ব্যবহার করতে পারেন।
MyAadhaar পোর্টালের মাধ্যমে কীভাবে অনলাইনে আধার কার্ড আপডেট করবেন
১. অনলাইনে আধার কার্ড আপডেটের জন্য প্রথমে myaadhaar.uidai.gov.in ওয়েবসাইটে যান।
২. এবার আপনার আধার নম্বর টাইপ করুন এবং রেজিস্টার্ড মোবাইল নম্বরে যাওয়া ওটিপি এন্টার করুন।
৩. এবার সামনে আসা পেজে দেখানো পরিচয় এবং ঠিকানা সঠিক আছে কিনা দেখুন।
৪. এবার 'I verify that the above details are correct' অপশনে ক্লিক করুন।
৫. ড্রপ ডাউন মেনু থেকে, সেই ডকুমেন্টকি নির্বাচন করুন যেটি পরিচয় এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ব্যবহার করতে চান।
৬. এর পরে, আপনাকে নির্বাচিত ডকুমেন্টটি আপলোড করতে হবে।
৭. এবার নীচে সাবমিট বাটনে ক্লিক করুন।
৮. আপডেট ট্র্যাকিংয়ের জন্য রিকোয়েস্ট নম্বর সেভ করে রাখুন।