Aadhaar Card: প্রতি ১০ বছরে করতে হবে আপডেট, আধার কার্ডধারীদের জন্য গুরুত্বপূর্ণ খবর

ভারতীয় নাগরিকদের পরিচয়পত্র হিসেবে বর্তমানে সবথেকে গুরুত্বপূর্ণ নথি হল আধার কার্ড (Aadhaar Card)। মোবাইলের সিম কার্ড তোলা...
techgup 19 Sept 2022 4:27 PM IST

ভারতীয় নাগরিকদের পরিচয়পত্র হিসেবে বর্তমানে সবথেকে গুরুত্বপূর্ণ নথি হল আধার কার্ড (Aadhaar Card)। মোবাইলের সিম কার্ড তোলা থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, ফর্ম ফিল আপ করা – বিভিন্ন সরকারি এবং বেসরকারি কাজে আধার কার্ডের ব্যবহার এখন বাধ্যতামূলক হয়ে গিয়েছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা UIDAI (ইউআইডিএআই) কর্তৃক জারি করা এই ১২ সংখ্যার কার্ডে কার্ডধারীর নাম, ঠিকানা, জন্মতারিখের মতো ব্যক্তিগত তথ্যাদির পাশাপাশি বায়োমেট্রিক ডেটাও সামিল থাকে। ফলে আধার কার্ড করানো থাকলেই নিশ্চিন্তে থাকেন ভারতীয় নাগরিকরা। তবে এবার থেকে একবার এই কার্ড হাতে এসে গেলেই কিন্তু সারাজীবন নিশ্চিন্ত হয়ে বসে থাকতে পারবেন না কার্ডধারীরা, কেননা চলতি সময়ে UIDAI আধার কার্ডের ডিটেইলস আপডেট করাকে কেন্দ্র করে একটি বড়োসড়ো সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি কর্তৃপক্ষ, আধার ইউজারদের প্রতি ১০ বছর অন্তর তাদের বায়োমেট্রিক ডিটেইলস আপডেট করার নির্দেশ দিয়েছে। শুধু তাই নয়, নিজ উদ্যোগে সকল ভারতীয়কে এই কাজ করতে হবে বলে জানিয়েছেন UIDAI-এর এক আধিকারিক।

১০ বছর অন্তর আপডেট করতে হবে আধার কার্ড

সাম্প্রতিক এক রিপোর্ট অনুযায়ী, ইউআইডিএআই-এর কর্মকর্তারা বলেছেন যে, একটা নির্দিষ্ট সময় পর আধার কার্ডে বায়োমেট্রিক আপডেট করা খুবই প্রয়োজন। তাই সকল ভারতীয় নাগরিকদেরকে এই কাজে উৎসাহিত করতে প্রতি ১০ বছর পর পর তাদেরকে আধার কার্ড আপডেট করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ৭০ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে এই নিয়ম থেকে ছাড় দেওয়া হবে বলে জানা গিয়েছে।

এক্ষেত্রে বলে রাখি, বর্তমানে পাঁচ থেকে ১৫ বছর বয়সী শিশুদের আধার কার্ডে বায়োমেট্রিক (ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস স্ক্যান) আপডেট করা আবশ্যক। আর পাঁচ বছরের কম বয়সী শিশুদের আধার কার্ডের রেজিস্ট্রেশন (বাল আধার কার্ড) মূলত তাদের চেহারার ছবি এবং তাদের পিতা-মাতা কিংবা অভিভাবকদের বায়োমেট্রিক অথেন্টিকেশনের ভিত্তিতে করা হয়ে থাকে।

পাঁচ বছর পেরিয়ে গেলেই আর বৈধ হবে না বাল আধার কার্ড

প্রসঙ্গত উল্লেখ্য যে, বাল আধার (Baal Aadhaar) কার্ডে নাম নথিভুক্তিকরণের জন্য সংশ্লিষ্ট শিশুর সঙ্গে অভিভাবকের সম্পর্কের পরিচয়পত্র জমা দিতে হয়। এই আধার কার্ডের নীল রঙের ভিত্তিতে, খুব সহজেই সাধারণ আধার কার্ডের সঙ্গে এটির পার্থক্য বোঝা যায়। তবে মনে রাখবেন, কেন্দ্রের তরফে জানানো হয়েছে যে এই বাল আধার কার্ড পাঁচ বছর পর্যন্ত বৈধ থাকবে। অর্থাৎ, কোনো শিশুর বয়স পাঁচ বছর পেরিয়ে গেলেই বাল আধার কার্ডকে আর তার বৈধ পরিচয়পত্র হিসেবে বিবেচনা করা হবে না।

Show Full Article
Next Story