চার্জ শেষই হবে না! আসছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যাটারিযুক্ত স্মার্টফোন

একটি স্মার্টফোনের কার সর্বাধিক গুরুত্ব, তা নিয়ে ক্যামেরা ও প্রসেসরের মধ্যে চলে নিত্যদিনের রেষারেষি। আর নিরবে হাসে ব্যাটারি! এটা ঠিক যে একটি স্মার্টফোন কেনার সময়…

একটি স্মার্টফোনের কার সর্বাধিক গুরুত্ব, তা নিয়ে ক্যামেরা ও প্রসেসরের মধ্যে চলে নিত্যদিনের রেষারেষি। আর নিরবে হাসে ব্যাটারি! এটা ঠিক যে একটি স্মার্টফোন কেনার সময় ক্যামেরা ও প্রসেসরকে আমরা বেশি অগ্রাধিকার দিই। তবে ব্যাটারি পাওয়ারফুল না হলে স্মার্টফোনের ব্যবহারের মজাই মাটি। আর এখন তো ফোনে মুখ গুঁজে থাকার প্রবণতা সর্বকালিন রেকর্ড ছাপিয়ে গেছে। এই পরিস্থিতিতে ৫ হাজার, ৬ হাজার, এমনকি ৭,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারিও কম কম বলে মনে হয়। তবে ধৈর্য্য ধরুন, এবার ১৩,২০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারিযুক্ত স্মার্টফোন বাজারে আসছে।

সাধারণ স্মার্টফোনের তুলনায় রাগড (Rugged) স্মার্টফোনে একটু বেশি ক্ষমতাসম্পন্ন ব্যাটারি দেওয়া থাকে। আর এই রাগড স্মার্টফোনের বাজার একচ্ছত্র সম্রাট উলেফোন (Ulefone) এত দিনের রেকর্ড তছনছ করে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যাটারির স্মার্টফোন আনছে। সংস্থাটির আসন্ন উলেফোন পাওয়ার আর্মর ১৩ (Ulefone Power Armor 13) স্মার্টফোনে এই ব্যাটারি দেখা যাবে। ব্যাটারি ছাড়াও উলেফোন পাওয়ার আর্মর ১৩ চমৎকার স্পেসিফিকেশনের সাথে আসবে। সে বিষয়ে এবার আলোকপাত করা যাক।

Ulefone Power Armor 13 স্পেসিফিকেশন

উলেফোন পাওয়ার আর্মর ১৩ স্মার্টফোন ৬.৮১ ইঞ্চি ফুল-এইচডি+ প্লাস ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর, ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ৪৮ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং, ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং এবং ৫ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট-সহ আসবে।

এছাড়া রাগড ফোন হওয়ার ফলে Ulefone Power Armor 13-তে দূরত্ব মাপার জন্য ইনফ্রারেড সেন্সর, IP68/IP69K রেটিং এবং MIL STD-810G সার্টেফায়েড ডাস্ট, ড্রপ, এবং এবং ওয়াটারপ্রুফ ফিচার থাকবে।

যারা ঘুরতে পছন্দ করেন বা যাদের অ্যাডভেঞ্চারের নেশা রয়েছে তাদের সঙ্গী হয়ে উঠবে এই উলেফোন পাওয়ার আর্মর ১৩ স্মার্টফোন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন