Union Budget: 2022-23 অর্থবর্ষে দেশে 25000 কিলোমিটার জাতীয় সড়ক প্রসারিত করা হবে

২০২২-২৩ কেন্দ্রীয় বাজেট ঘোষণাকালে ভারতের জাতীয় সড়কের পরিকাঠামো উন্নয়নের প্রসঙ্গে আলোকপাত করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। তিনি জানিয়েছেন, ২০২৩-এর মধ্যে দেশে ২৫,০০০ কিলোমিটার…

২০২২-২৩ কেন্দ্রীয় বাজেট ঘোষণাকালে ভারতের জাতীয় সড়কের পরিকাঠামো উন্নয়নের প্রসঙ্গে আলোকপাত করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। তিনি জানিয়েছেন, ২০২৩-এর মধ্যে দেশে ২৫,০০০ কিলোমিটার জাতীয় সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। উল্লেখ্য, দেশে উন্নত মানের জাতীয় সড়ক নির্মাণের প্রসঙ্গে বরাবর সুর চড়িয়েছেন সড়ক ও পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ী (Nitin Gadkari)। এমনকি ২০২৫-এর মধ্যে দেশের জাতীয় সড়কের দৈর্ঘ্য ২ লক্ষ কিলোমিটার করা হবে বলে সম্প্রতি বার্তা দিয়েছেন তিনি। তাঁর কথায়, দেশের অর্থনীতি অনেকাংশেই সড়কের পরিকাঠামোর উপর নির্ভরশীল।

উন্নয়নের প্রধান চারটি স্তম্ভের মধ্যে ‘প্রধানমন্ত্রী গতি শক্তি’ (PM Gati Shakti) পরিকল্পনা কিভাবে একটি, সেই প্রসঙ্গে বাজেট অধিবেশন থেকে সীতারামন জানিয়েছেন, “২৫,০০০ কিমি ন্যাশনাল হাইওয়ে তৈরি করা হবে। ‘পিএম গতি শক্তি’ হল একটি ডিজিটাল পরিকল্পনা, যার লক্ষ্য প্রকল্পগুলিকে সমন্বিত করা এবং সেগুলি বাস্তবায়নের জন্য ১৬ টি মন্ত্রণালয়কে একত্রিত করা। পণ্য পরিবহণ এবং মানুষের দ্রুত চলাচলের সুবিধার্থে প্রধানমন্ত্রী গতি শক্তি মাস্টার প্ল্যানের অধীনে ২০২২-২৩ সালের মধ্যে এক্সপ্রেসওয়ে প্রণয়ন করা হবে।”

এমনকি অর্থমন্ত্রী এ দিন বাজেট ঘোষণার সময় এও জানিয়েছেন, পাহাড়ি এলাকায় প্রথাগত রাস্তার পাশাপাশি পরিবেশগতভাবে দীর্ঘস্থায়ী বিকল্প পথ তৈরি করা হবে। এছাড়াও পিপিপি মডেলে ন্যাশনাল রোপওয়েস ডেভেলপমেন্ট প্রোগ্রামে নিয়ে আসা হবে।

প্রসঙ্গত, বর্তমানে ভারতে ১.৪০ লক্ষ কিলোমিটার জাতীয় সড়ক রয়েছে। এবং কেন্দ্রীয় সড়ক মন্ত্রীর কথা অনুযায়ী ২০২৫-এর মধ্যে আরও ২ লক্ষ কিলোমিটার নির্মাণ করা হলে, জাতীয় সড়কের দৈর্ঘ্য বেড়ে হবে ২.৪০ লক্ষ কিলোমিটার। বস্তুত দেশের সড়ক নির্মাণের বিষয়ে কেন্দ্র যে যথেষ্টই সজাগ তা বেশ ভালই টের পাওয়া যাচ্ছে। এমনকি বাজেট ঘোষণার যৌথ অধিবেশন থেকে এদিন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ-ও দেশের জাতীয় সড়কের কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, “দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়ে হল দেশের মধ্যে দীর্ঘতম।”