শীঘ্রই লঞ্চ হতে চলা নতুন Mahindra Scorpio আর পুরনো Scorpio-র মধ্যে পার্থক্য কোন জায়গায়? জেনে নিন

বিগত ক’দিন যাবৎ স্করপিও জ্বরে মেতেছে মাহিন্দ্রা (Mahindra)। কখনও রাস্তায় টেস্টিং চলাকালীন বা কখনও সংস্থার টিজার প্রকাশ...
SUMAN 19 May 2022 1:03 PM IST

বিগত ক’দিন যাবৎ স্করপিও জ্বরে মেতেছে মাহিন্দ্রা (Mahindra)। কখনও রাস্তায় টেস্টিং চলাকালীন বা কখনও সংস্থার টিজার প্রকাশ – সবমিলিয়ে গ্রাহকদের মনে রহস্য বাঁচিয়ে রেখেছে মাহিন্দ্রা। এরই মধ্যে আবার নতুন স্করপিওর ছবিও নেট মাধ্যমে ফাঁস হয়েছে। বেশ কিছু ফিচার সম্পর্কে নিশ্চিত হওয়া গেলেও, এখনও রহস্যের চাদরে মুড়ে রয়েছে বেশ কিছু স্পেসিফিকেশন। সেগুলি সম্পর্কে গাড়িটি লঞ্চের পরই বিশদে জানা যাবে। তবে নতুন মডেলের কিছু তথ্যের হদিশ পাওয়া গিয়েছে। পুরনো ও নতুন স্করপিওর মধ্যে তফাৎগুলির সম্পর্কে এবার জেনে নেওয়া যাক।

2022 Mahindra Scorpio এক্সটেরিয়র ডিজাইন

নতুন প্রজন্মের মডেলটি যে আগের তুলনায় আরও বড় এবং পেশীবহুল হতে চলেছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে ফাঁস হওয়া ছবি দেখে মনে করা হচ্ছে আগের তুলনায় এর অ্যাগ্রেসিভ লুকে সামান্য ভাটা পড়তে পারে। সামনে একটি সিগনেচার গ্রিল, যার সাথে লাগোয়া ডুয়েল ব্যারেল প্রজেক্টর হেডল্যাম্প। আবার ফগল্যাম্পের চতুর্দিকে ইংরেজি ‘C’ অক্ষরের এলইডি ডিআরএল রয়েছে। নয়া মডেলের দেখা মিলবে নতুন মাহিন্দ্রার লোগো।

গাড়িটির সাইডের ডিজাইনের প্রসঙ্গে বললে চাকায় ডায়মন্ড কাট ১৭ ইঞ্চি অ্যালয় হুইল থাকছে। জানালার আকার আগের তুলনায় বৃহৎ। ফলে কেবিনে আরও বেশি পরিমাণ বাতাস চলাচলের সুযোগ পাবে। পেছনে সিঙ্গেল পিস ভার্টিক্যাল এলইডি টেলল্যাম্পের দেখা মিলবে। যা অনেকাংশেই Volvo XC90-র ন্যায় দেখতে। পেছনে আগের মতোই থাকছে পাশাপাশি খোলা যায় এমন দরজা।

2022 Mahindra Scorpio কেবিনের হাইলাইট

বাইরের ন্যায় ২০২২ স্করপিও’র কেবিনও পাবে বেশকিছু আপডেট। যেমন এতে বড় ইনফোটেইনমেন্ট স্ক্রিন থাকবে, যার দু'পাশে সংযুক্ত এসি ভেন্টস দেখা যাবে। অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোলের জন্য গোলাকৃতি ডায়াল, ভলিউম বোতাম থাকতে চলেছে। এছাড়া নতুন ফ্ল্যাট-বটম স্টিয়ারিং হুইল, সুইচ গিয়ার, সেন্টার কনসোল, ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের দেখা মিলবে। এর পেছনের সারির সাইড ফেসিং সিট অবশেষে ফ্রন্ট ফেসিংয়ে পরিবর্তিত হতে চলেছে। মাঝখানে দেওয়া হতে পারে একজোড়া ক্যাপ্টেন চেয়ার। ৬ বা তার বেশি আসন বিশিষ্ট হতে পারে গাড়িটি।

2022 Mahindra Scorpio পাওয়ারট্রেন

নতুন মডেলের এন্ট্রি-লেভেল ভ্যারিয়েন্টে দেওয়া হতে পারে একটি ২.২ লিটার ডিজেল ইঞ্জিন, যা থেকে ১২০ পিএস শক্তি এবং ২৮০ এনএম টর্ক উৎপন্ন হবে। যেখানে অন্য ট্রিমের গাড়ির ইঞ্জিন থেকে পাওয়া যাবে ১৪০ পিএস শক্তি এবং ৩১৯ এনএম টর্ক। বর্তমান বাজার চলতি মডেলটি ৫-স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স সহ বেছে নেওয়া যায়। তবে নতুনটিতে যুক্ত হতে পারে ৬-স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স।

2022 Mahindra Scorpio ফিচার্স

নতুন স্করপিওতে দেওয়া হতে পারে ক্রুজ কন্ট্রোল, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, ব্লুটুথ এবং AUX কানেক্টিভিটি সহ একটি ৭ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, এলইডি ডিআরএল সহ অটো হেডল্যাম্প। অন্যান্য উল্লেখযোগ্য ফিচারের তালিকা থাকবে কানেক্টেড কার প্রযুক্তি যুক্ত ৮ ইঞ্চি টাচস্ক্রিন ইউনিট, একটি ৩৬০ ডিগ্রী ক্যামেরা, একটি ইলেকট্রিক সানরুফ, একটি সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, প্রভৃতি।

2022 Mahindra Scorpio দাম

বর্তমানে বাজারচলতি স্করপিও দাম ১৩.৫৪-১৮.৬২ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এদিকে তিন সারি বিশিষ্ট নতুন স্করপিও মূল্য খানিকটা কম হতে হতে পারে। এদিকে Mahindra XUV 700-এর দাম ১৩.১৮ লক্ষ টাকা (এক্স-শোরুম)। আবার নতুন স্করপিও’র প্রিমিয়াম মডেলটি বর্তমান বাজার চলতি মডেলের টপ ভ্যারিয়েন্টের তুলনায় সামান্য বেশি দামি হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

Show Full Article
Next Story