Royal Enfield Himalayan 450: অধিক শক্তি নিয়ে হিমালয়ানের নতুন ভার্সন বাজারে আসছে, সমস্ত খুঁটিনাটি জেনে নিন
সাবেকি ও আধুনিকতার মিশেল Royal Enfield-এর বরাবরের পছন্দ৷ তবে রক্ষণশীল ধারণা থেকে বেরিয়ে এসে ২০১৬ সালে Himalayan বাজারে...সাবেকি ও আধুনিকতার মিশেল Royal Enfield-এর বরাবরের পছন্দ৷ তবে রক্ষণশীল ধারণা থেকে বেরিয়ে এসে ২০১৬ সালে Himalayan বাজারে এনেছিল তারা৷ রয়্যাল এনফিল্ডের প্রথম অ্যাডভেঞ্চার বাইক৷ ঐতিহ্যের ডিজাইন পাল্টানোর মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যে বিফলে যায়নি, হিমালয়ান তা আত্মপ্রকাশের পর থেকেই প্রমাণ করে আসছে৷ হালে এই সেগমেন্টে সেটি বেস্ট সেলারে পরিণত হয়েছে। ফলে অ্যাডভেঞ্চারপ্রেমী বাইকারদের কাছে Royal Enfield Himalayan-এর ভ্যালু যে কতটা, তা সহজেই বোধগম্য৷ আবার রিপোর্ট বলছে, হিমালয়ানের ৪৫০ সিসি ভার্সনের উপরে কাজ করছে রয়্যাল এনফিল্ড৷ যাকে অফিসিয়ালি Royal Enfield Himalayan 450 নামে অভিহিত করা হতে পারে৷ আপকামিং অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইকটি নানা কারণে খুব বিশেষ হবে বলে জল্পনা শোনা যাচ্ছে৷
Royal Enfield Himalayan 450 পাবে আরও রাগেড ফ্রেম
অনুমান, রয়্যাল এনফিল্ড হিমালয়ান ৪৫০ প্রযুক্তিগত দিক থেকে সংস্থার সবচেয়ে উন্নত মডেল হিসেবে আত্মপ্রকাশ করবে৷ রিপোর্ট অনুযায়ী, অভ্যন্তরীণভাবে এর কোডনাম দেওয়া হয়েছে 'K1'৷ এটি একটি সম্পূর্ণ নতুন ট্রেলিস ফ্রেমের উপরে নির্মাণ করা হবে, যা বর্তমানে ব্যবহৃত হাফ-ডুপ্লেক্স স্প্লিট ক্র্যাডেল ফ্রেমের চেয়ে আরও বেশি শক্তপোক্ত হবে৷ অর্থাং রয়্যাল এনফিল্ড হিমালয়ান ৪৫০ এগজিস্টিং মডেলের চেয়ে আরও হার্ডকোর অবতারে আসবে৷
Royal Enfield Himalayan 450 নতুন ইঞ্জিনে দৌড়বে
রয়্যাল এনফিল্ড তাদের আপকামিং হিমালয়ান ৪৫০-এর জন্য নতুন লিকুইড কুল্ড ইঞ্জিন তৈরি করছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে৷ যার ক্যাপাসিটি ৪৫০ সিসি৷ এর থেকে সর্বাধিক ৪৫ পিএসের আশেপাশে পাওয়ার পাওয়া যেতে পারে৷ মোটরসাইকেলটিতে লো-এন্ড এবং মিড-রেঞ্জে বেশি টর্কের আশা করা হচ্ছে৷ ফলে আরও দক্ষতার সাথে অফ-রোড রাইডিং করা যাবে৷ এছাড়া ওই ইঞ্জিনের সাথে ছ'গতির গিয়ারবক্স এবং অ্যাসিস্ট ও স্লিপার ক্ল্যাচ থাকার সম্ভাবনা রয়েছে৷
Royal Enfield Himalayan 450 যে যে হার্ডওয়্যারের সাথে আসবে
বর্তমান হিমালয়ানের মতো তার ৪৫০ সিসি ভার্সন ২১ ইঞ্চি ফ্রন্ট এবং ১৭ ইঞ্চি রিয়ার হুইলে ছুটবে৷ আবার কয়েকটি ভ্যারিয়েন্টে স্পোক হুইল এবং টিউবলেস টায়ারের কম্বো দেখা যাবে বলে আশা করা যায়৷ নতুন ট্রেলিস ফ্রেম বাইকটির ওজন নিয়ন্ত্ৰণের মধ্যে রাখতে সাহায্য করবে৷ এর সাসপেশনশন সেটআপও উন্নীত করা হবে৷ সামনে আপসাইড ডাউন ফর্ক এবং পিছনে প্রিলোড অ্যাডজাস্টেবল মনোশক ব্যবহারের প্রতি ঝুঁকতে পারে রয়্যাল এনফিল্ড৷
Royal Enfield Himalayan 450 কবে লঞ্চ হবে এবং দাম কীরকম থাকবে
রয়্যাল এনফিল্ড হিমালয়ান ৪৫০ আগামী বছরের প্রথম ত্রৈমাসিকে (জানুয়ারি-মার্চ) ভারতের বাজারে লঞ্চ হতে পারে৷ দাম ২.৫ লাখ থেকে ৩ লাখের মধ্যে রাখা হবে বলে আশা করা যায়৷