অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য নতুন ইঞ্জিন-সহ আসছে Royal Enfield Himalayan 450, লঞ্চের আগে ছবি প্রকাশ্যে

Royal Enfield Hunter 350-র লঞ্চের পর এখনও হাত ঝেড়ে উঠতে পারেনি সংস্থা, এরই মধ্যে ফের নতুন একটি অ্যাডভেঞ্চার বাইক নিয়ে হাজিরের পর্ব শুরু হয়ে গিয়েছে।…

Royal Enfield Hunter 350-র লঞ্চের পর এখনও হাত ঝেড়ে উঠতে পারেনি সংস্থা, এরই মধ্যে ফের নতুন একটি অ্যাডভেঞ্চার বাইক নিয়ে হাজিরের পর্ব শুরু হয়ে গিয়েছে। সম্প্রতি ট্রায়াল চলাকালীন ব্রিটেনের রাস্তায় Royal Enfield Himalayan 450-এর ছবি প্রকাশ্যে এসেছে। এতে রয়েছে ৪৫০ সিসি ইঞ্জিন। যাকে ঘিরে তৈরি হয়েছে জল্পনা। রয়্যাল এনফিল্ডেরর গবেষণা এবং উন্নয়ন কেন্দ্র থাকার ফলে সেখানকার মার্কেটকে টার্গেট করা হচ্ছে বলেই অনুমান ।

বাইকটির আদ্যপ্রান্ত ক্যামোফ্লেজে মোড়ানো অবস্থায় ধরা পড়েছে। ডিজাইনের দিক থেকে পূর্ববর্তী মডেল Himalayan 411-এর সাথে মিল রয়েছে Himalayan 450-এর। আবার ওই মডেলটির ওপর ভিত্তি করে সম্প্রতি বাজারে এসেছে Scram 411। 450 সিসি ভার্সন সংস্থার সম্পূর্ণ নতুন আর্কিটেকচারের উপর ভিত্তি করে তৈরি হবে বলে আশা করা হচ্ছে। নয়া ভার্সনটি আগের চাইতে আরও বেশি অফ-রোডিং ক্যাপাসিটি সহ আসবে বলে মনে করা হচ্ছে।

ফাঁস হওয়া ছবিতে দেখা গিয়েছে, ফুয়েল ট্যাঙ্কের চতুর্দিকে রয়েছে মেটাল ট্যাঙ্ক ব্রেস, একটি স্বচ্ছ উইন্ডস্ক্রিন, ব্ল্যাক হাউসিং সহ গোলাকৃতি হেড ল্যাম্প, সামনে ও পেছনে ডিস্ক ব্রেক যুক্ত ওয়্যার স্পোক উইল, নতুন স্প্লিট সিট এবং স্প্লিট গ্র্যাব রেল। ফুয়েল ট্যাঙ্কের মাপ বর্তমান বাজার চলতি ৪১১ মডেলের চাইতে বেশি হতে পারে বলেই অনুমান। এছাড়া রয়েছে মোনোশক রিয়ার সাসপেনশন (সম্ভবত প্রিলোড অ্যাডজাস্টবিলিটি যুক্ত) এবং একটি সাইড স্লাঙ্গ ব্ল্যাক ফিনিশড এগজস্ট সিস্টেম।

হিমালয়ান ৪১১-এর মতো নতুন মডেলের সামনে ও পেছনে যথাক্রমে ২১ ইঞ্চি ও ১৭ ইঞ্চি হুইলের দেখা মিলেছে। সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এতেও দেওয়া হতে পারে। তবে প্রোডাকশন ভার্সনে আরও উন্নত ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া হতে পারে। ডুয়েল চ্যানেল এবিএস সহ এতে রয়েছে একটি স্লিপার এবং অ্যাসিস্ট ক্লাচ। এতে ৪৫০ সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল্ড DOHC ইঞ্জিন দেওয়া হতে পারে। ৬-স্পিড ট্রান্সমিশন যুক্ত ইঞ্জিন থেকে ৪০ এইচপি শক্তি উৎপন্ন হতে পারে। বোল্ট-অন সাবফ্রেম এবং নতুন চ্যাসিসের দেখা মিলেছে। যেটি হালকা অথচ দৃঢ়। ২০২৩-এর প্রথমার্ধে Royal Enfield Himalayan 450 বিশ্ববাজারে লঞ্চ হবে বলে অনুমান করা হচ্ছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন