Upcoming Smartphones: আগস্ট জমজমাট, এই সপ্তাহে লঞ্চ হচ্ছে একঝাঁক স্মার্টফোন

শীঘ্রই বাজারে লঞ্চ হতে চলেছে বিভিন্ন রেঞ্জের একাধিক স্মার্টফোন। হুয়াওয়ে, ভিভো রিয়েলমি এবং ইনফিনিক্স তাদের এই নতুন ডিভাইসগুলিকে চলতি সপ্তাহে বাজারে আনবে।

Ananya Sarkar 5 Aug 2024 11:44 AM IST

চারটি শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড আগামী কয়েকদিনের মধ্যে মোট পাঁচটি হ্যান্ডসেট লঞ্চ করার কথা ঘোষণা করেছে। এই ডিভাইসগুলির প্রায় সমস্তই নতুন মডেল হবে, যা সারা বিশ্বের বিভিন্ন মার্কেটে আত্মপ্রকাশ করবে। এই হ্যান্ডসেটগুলির মধ্যে একটি হল হুয়াওয়ের নতুন ফোল্ডেবল ফোন। যদিও ভিভোর আসন্ন দুটি ভি সিরিজের ডিভাইস মিড-রেঞ্জার হবে, যা গ্লোবাল মার্কেটে আসার কয়েক সপ্তাহ পর ভারতের বাজারে প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে। আর রিয়েলমি এবং ইনফিনিক্সের ফোনগুলি হবে বাজেট মডেল। আসুন এক এক করে এই আসন্ন স্মার্টফোনগুলি সম্পর্কে কি কি তথ্য এখনও পর্যন্ত সামনে এসেছে, জেনে নেওয়া যাক।

চলতি সপ্তাহে লঞ্চ হতে চলা আসন্ন স্মার্টফোন

১. হুয়াওয়ে নোভা ফ্লিপ

হুয়াওয়ে নোভা ফ্লিপ ফোনটি আজ, ৫ আগস্ট চীনে লঞ্চ হওয়ার কথা রয়েছে। এটি হবে নোভা সিরিজের অধীনে কোম্পানির প্রথম ফোল্ডেবল। ক্ল্যামশেল ফোল্ডেবলটি ৬.৯৪ ইঞ্চির ১২০ হার্টজ এলটিপিও ডিসপ্লে এবং ২.১৪ ইঞ্চির ৬০ হার্টজ বর্গাকার কভার স্ক্রিন সহ আসবে বলে শোনা যাচ্ছে। এতে সর্বোচ্চ ১২ জিবি র‍্যাম এবং ১ টিবি স্টোরেজ সহ কিরিন ৯০০০ সিরিজের চিপসেট থাকবে বলে জানা গেছে। ফোনটিতে ৫০ মেগাপিক্সেলের (আরওয়াইওয়াইবি, ওয়াইড) প্রাইমারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের (আল্ট্রাওয়াইড, ম্যাক্রো) সেন্সর সহ ডুয়েল ক্যামেরা সিস্টেম, একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা, ৪,৪০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৬ ওয়াট চার্জিং সাপোর্ট সহ আসবে বলে আশা করা হচ্ছে।

২. ইনফিনিক্স নোট ৫০এক্স ৫জি

ইনফিনিক্স নোট ৫০এক্স ৫জি ভারতে আগামী ৫ আগস্ট উন্মোচন করা হবে। এটি আইফোন প্রো-অনুপ্রাণিত রিয়ার ডিজাইন সহ একটি বাজেট ৫জি স্মার্টফোন হবে। ডিভাইসটি সর্বোচ্চ ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ এমএএইচ প্রসেসর দ্বারা চালিত হবে। এটিতে ৬.৭৮ ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে, একটি ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, একটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট থাকবে৷ হ্যান্ডসেটটির দাম ১৫,০০০ টাকার কম হবে বলে আশা করা হচ্ছে।

৩. ভিভো ভি৪০ সিরিজ

ভিভো ভি৪০ সিরিজটি আগামী ৭ আগস্ট ভারতে আত্মপ্রকাশ করতে চলেছে। যেহেতু লাইনআপটি ইতিমধ্যেই বেশ কয়েকটি বাজারে উপলব্ধ, তাই এগুলির সম্পর্কে সবকিছু ইতিমধ্যেই জানা গেছে। সিরিজটিতে দুটি ডিভাইস রয়েছে, এগুলি হল - ভিভো ভি৪০ এবং ভিভো ভি৪০ প্রো। উভয় মডেলেই জেইস-টিউনড ক্যামেরা রয়েছে।

ভিভো ভি৪০ সিরিজে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ইউনিট এবং একটি ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে৷ প্রো ভ্যারিয়েন্টটি একটি অতিরিক্ত ৫০ মেগাপিক্সেলের ২x টেলিফটো লেন্স সহ এসেছে এবং স্ট্যান্ডার্ড মডেলে থাকা কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসরের পরিবর্তে এটি ডাইমেনসিটি ৮৩০০ আল্ট্রা চিপসেট দ্বারা চালিত।

৪. রিয়েলমি ১৩ ৪জি

নাম অনুসারে, রিয়েলমি ১৩ ৪জি হল নতুন রিয়েলমি ১৩ সিরিজের একটি ৪জি সংস্করণ। এটি ইন্দোনেশিয়ায় আগামী ৭ আগস্ট আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হবে। ফোনটিতে বাকি লাইনআপের মতো একটি বৃত্তাকার ক্যামেরা মডিউল ডিজাইন থাকবে। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮৫ চিপসেট দ্বারা চালিত হবে, যা সর্বোচ্চ ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের সাথে যুক্ত থাকবে।

হ্যান্ডসেটটিতে ১২০ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে, একটি ভেপার চেম্বার কুলিং সিস্টেম, একটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন-সহায়ক ৫০ মেগাপিক্সেলের সনি এলওয়াইটি-৬০০ প্রাইমারি ক্যামেরা এবং ৬৭ ওয়াট চার্জিং সাপোর্ট সহ আসবে৷

Show Full Article
Next Story